Breaking







Saturday, 9 November 2024

বাংলা GK প্রশ্ন উত্তর MCQ | Bengali GK MCQ in Bengali PDF

বাংলা GK প্রশ্ন উত্তর MCQ PDF | Bengali GK MCQ in Bengali PDF | Part-03

বাংলা GK প্রশ্ন উত্তর MCQ | Bengali GK MCQ in Bengali PDF
বাংলা GK প্রশ্ন উত্তর MCQ | Bengali GK MCQ in Bengali PDF
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে বাংলা GK প্রশ্ন উত্তর MCQ PDF টি শেয়ার করলাম। যেটিতে গুরুত্বপূর্ণ ১০০টি জিকে প্রশ্ন ও উত্তর MCQ ফরম্যাটে দেওয়া আছে। যেগুলি তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নোত্তরগুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

বাংলা GK প্রশ্ন উত্তর MCQ

০১. ভারতের প্রথম উপগ্ৰহ কোনটি?
ⓐ বিমলা
ⓑ অপলা
ⓒ রোহিনী
ⓓ আর্যভট্ট

০২. পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ‍্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন?
ⓐ বেহালা
ⓑ সেতার
ⓒ বাঁশি
ⓓ তবলা

০৩. ভারতের কোন রাজ‍্যে প্রথম সূর্যোদয় হয়?
ⓐ অরুনাচল প্রদেশ 
ⓑ মিজোরাম
ⓒ মণিপুর
ⓓ নাগাল‍্যান্ড

০৪. ফিলিপাইনের রাজধানী কি?
ⓐ সোফিয়া
ⓑ হ‍্যানয়
ⓒ ম্যানিলা
ⓓ লিসবন

০৫. ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম কি?
ⓐ জিম করবেট 
ⓑ বক্সা
ⓒ হেমিস
ⓓ সুন্দরবন

০৬. অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী?
ⓐ মিথেন
ⓑ অক্সিজেন
ⓒ কার্বন মনোঅক্সাইড
ⓓ সালফার ডাই অক্সাইড

০৭. মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ‍্য সর্বোচ্চ স্তরে আছে?
ⓐ গুজরাট
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ কেরালা 
ⓓ উত্তর প্রদেশ

০৮. নীলনদ কোথায় পতিত হয়েছে?
ⓐ আরব সাগরে
ⓑ ভূমধ্যসাগরে 
ⓒ লোহিত সাগরে
ⓓ কচ্ছের রণে

০৯. আরশোলার হৃদপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কয়টি?
ⓐ ১৩টি 
ⓑ ১৫টি
ⓒ ১০টি
ⓓ ৭টি

১০. চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন?
ⓐ হরপ্রসাদ শাস্ত্রী 
ⓑ বড়ু চন্ডীদাস
ⓒ বিজয় গুপ্ত
ⓓ ঘনরাম চক্রবর্তী

১১. ক‍্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক?
ⓐ কানাডা
ⓑ মেক্সিকো
ⓒ ঘানা
ⓓ অষ্ট্রেলিয়া

১২. শতকরা প্রায় ৭০ ভাগ জল ব‍্যবহার করা হয় কীসে?
ⓐ শিল্পে
ⓑ বাণিজ্যে
ⓒ কৃষিতে
ⓓ গৃহস্থলির প্রয়োজনে

১৩. পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত?
ⓐ ১ থেকে ২ লিটার
ⓑ ২ থেকে ৩ লিটার
ⓒ ৩ থেকে ৪ লিটার
ⓓ ৪.৫ থেকে ৫ লিটার

১৪. সবচেয়ে বেশী ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি?
ⓐ আপেল
ⓑ পেয়ারা 
ⓒ বেদানা
ⓓ কমলালেবু  

১৫. চৌম্বক আবেশের SI একক কি?
ⓐ হেনরি
ⓑ গাউস
ⓒ ওয়েবার 
ⓓ ওরস্টেড

১৬. মানুষের ক্ষণস্থায়ী গ্ৰন্থি কোনটি?
ⓐ থাইমাস
ⓑ অগ্নাশয়
ⓒ পিটুইটারি
ⓓ থাইরয়েড

১৭. প্রথম কোন চলচ্চিত্র অভিনেত্রী পদ্মশ্রী পুরস্কার পান?
ⓐ কঙ্কনা রানাউত
ⓑ জয়া বচ্চন
ⓒ রাণী রামপাল
ⓓ নার্গিস দত্ত

১৮. ভারতীয় সেনাবাহিনীর ডাকনাম কি?
ⓐ ক‍্যাপ্টেন
ⓑ মেজর
ⓒ মার্শাল
ⓓ জাওয়ান 

১৯. নদীর কোন গতিতে জলপ্রপাত সৃষ্টি হয়?
ⓐ ব-দ্বীপে
ⓑ নিম্ন গতিতে
ⓒ মধ্য গতিতে
ⓓ উচ্চ গতিতে

২০. চোখের জলে কোন উৎসেচক পাওয়া যায়?
ⓐ লাইসোজেম
ⓑ লাইসোজাইম 
ⓒ গ্লুকোজ
ⓓ অম্লতা

২১. কিশোর কবি বলা হয় কাকে?
ⓐ সুকান্ত ভট্টাচায‍্য 
ⓑ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓒ দিনেশ দাস
ⓓ মধুসূদন দত্ত

২২. গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে?
ⓐ আরব সাগরে
ⓑ ভারত মহাসাগরে
ⓒ বঙ্গোপসাগরে
ⓓ কচ্ছের রণে

২৩. মুদ্রারাক্ষস গ্ৰন্থটি রচনা করেছেন কে? 
ⓐ ভাস
ⓑ কালিদাস
ⓒ দণ্ডী
ⓓ বিশাখদত্ত

২৪. জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশী কোন মাটির?
ⓐ বালি মাটিতে
ⓑ পাথুরে মাটিতে
ⓒ এটেল মাটিতে
ⓓ পলি মাটিতে

২৫. শকারি উপাধি কে গ্রহণ করেছিলেন?
ⓐ অশোক
ⓑ প্রথম কুমার গুপ্ত
ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ⓓ সমুদ্র গুপ্ত

২৬. চলচ্চিত্র জগতে সত‍্যজিৎ রায়ের প্রথম ছায়াছবি কোনটি? 
ⓐ অপরাজিত
ⓑ পথের পাঁচালি
ⓒ দেবী
ⓓ কাঞ্চনজঙ্ঘা

২৭. সুদানের রাজধানীর নাম কি? 
ⓐ খারটুম
ⓑ কারাকাস
ⓒ বেইরূই
ⓓ বার্নে

২৮. মনীশ ঘটকের ছদ্মনাম কি? 
ⓐ নিরপেক্ষ
ⓑ কাফি খাঁ
ⓒ মৌমাছি
ⓓ যুবনাশ্ব 

২৯. বকুলকথা উপন্যাসটি রচনা করেন কে? 
ⓐ মহাশ্বেতা দেবী
ⓑ আশাপূর্ণা দেবী 
ⓒ নরেন্দ্রনাথ মিত্র
ⓓ বিমল মিত্র

৩০. জোঁকের গমন অঙ্গের নাম কি? 
ⓐ কর্ষিকা
ⓑ সিলিয়া
ⓒ চোষক অঙ্গ 
ⓓ ক্ষনপদ

৩১. হাইড্রার রেচন অঙ্গের নাম কি? 
ⓐ সংকোচী গহ্বর
ⓑ দেহতল 
ⓒ ফ্লেম কোষ
ⓓ রেনেট কোষ

৩২. লক্ষ্মণ সেনের শ্রেষ্ঠ সভাকবি কে ছিলেন?
ⓐ হরিষেন
ⓑ কালিদাস
ⓒ বানভট্ট
ⓓ জয়দেব 

৩৩. কৌলিন‍্য প্রথা প্রবর্তন করেন কে?
ⓐ লক্ষণ সেন
ⓑ শশাঙ্ক
ⓒ ধর্মপাল
ⓓ বল্লল সেন 

৩৪. বৈদিক যুগে বৃষ্টির দেবতা ছিলেন কে?
ⓐ বরুণ
ⓑ অরুণ 
ⓒ বায়ু
ⓓ পারুঞ্জি

৩৫. বুদ্ধদেব সর্বপ্রথম তাঁর ধর্মমত প্রচার করেন কোথায়? 
ⓐ কপিলাবস্তুতে
ⓑ সারনাথে
ⓒ অযোধ্যায়
ⓓ মহীশূরে

৩৬. ঘোড়ার পিঠে করে ডাক ব্যবস্থার প্রচলন করেন কে? 
ⓐ হুমায়ুন
ⓑ শিবাজী
ⓒ আলাউদ্দীন খলজী
ⓓ শেরশাহ

৩৭. ধননন্দ কে ছিলেন?
ⓐ নন্দ বংশের শেষ রাজা 
ⓑ সেন বংশের শ্রেষ্ঠ রাজা
ⓒ নন্দ বংশের প্রথম রাজা
ⓓ পাল বংশের শ্রেষ্ঠ রাজা

৩৮. দানসাগর ও অদ্ভুতসাগর গ্রন্থের রচয়িতা কে?
ⓐ আলাউদ্দিন খলজী
ⓑ মালিক কাফুর
ⓒ বাদায়ূনী
ⓓ বল্লল সেন

৩৯. জাহাঙ্গীরের আসল নাম কি?
ⓐ খুররম 
ⓑ সেলিম
ⓒ ডালিম
ⓓ হালিম

৪০. কমপক্ষে কত বছর ভারতে থাকলে কোন ব্যক্তি এই দেশের নাগরিকত্ব দাবী করতে পারেন? 
ⓐ ৫ বছর 
ⓑ ৬ বছর
ⓒ ৭ বছর 
ⓓ ৮ বছর 

৪১. বিধানসভায় সভাপতিত্ব করেন কে?
ⓐ রাজ্যপাল
ⓑ স্পিকার 
ⓒ উপ-রাষ্ট্রপতি
ⓓ রাষ্ট্রপতি

৪২. রাজ্যপাল হতে গেলে ন‍্যূনতম বয়স কত হতে হবে? 
ⓐ ২১ বছর
ⓑ ২৫ বছর 
ⓒ ৩০ বছর 
ⓓ ৩৫ বছর 

৪৩. হাইকোর্টের বিচারপতিদের মনোনীত করেন কে?
ⓐ রাজ্যপাল
ⓑ প্রধানমন্ত্রী
ⓒ রাষ্ট্রপতি
ⓓ মুখ্যমন্ত্রী

৪৪. কোন বিল অর্থ বিল কিনা তা কে স্থির করেন?
ⓐ লোকসভার স্পীকার 
ⓑ রাজ্যপাল
ⓒ মুখ্যমন্ত্রী
ⓓ কেউই নন

৪৫. সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ⓐ হেমন্ত সেন 
ⓑ সামন্ত সেন
ⓒ বল্লাল সেন
ⓓ বিজয় সেন

৪৬. কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
ⓐ দামোদর
ⓑ সুবর্ণরেখা
ⓒ গঙ্গা
ⓓ হুগলী

৪৭. তথ্য সম্প্রচারের নবীনতম সংযোজন কোনটি?
ⓐ টেলিফোন
ⓑ ইন্টারনেট
ⓒ মোবাইল
ⓓ কোনটিই নয়

৪৮. ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন?
ⓐ জগজীবন রাম
ⓑ সর্দার বল্লবভাই প্যাটেল
ⓒ অমিত শর্মা 
ⓓ আবুল কালাম আজাদ

৪৯. লোকসভার স্পীকারের কার্যকাল মেয়াদ কত বছর?
ⓐ ২ বছর 
ⓑ ৪ বছর
ⓒ ৫ বছর
ⓓ ৬ বছর

৫০. এশিয়ার ধর্মমত গুলির মধ্যে সবথেকে বেশি ছড়িয়ে পড়েছিল কোন ধর্ম?
ⓐ বৌদ্ধ 
ⓑ জৈন
ⓒ হিন্দু
ⓓ সবকটি

৫১. মৃচ্ছকটিক শব্দের অর্থ কি?
ⓐ মাটির মানুষ
ⓑ মাটির গাড়ি 
ⓒ মাটির হাঁড়ি
ⓓ মাটির পুতুল

৫২. মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
ⓐ বিন্দুসার
ⓑ অশোক
ⓒ চন্দ্রগুপ্ত 
ⓓ বিম্বিসার

৫৩. মেঘদূত কাব্যের রচনা কে করেছেন?
ⓐ কালিদাস
ⓑ ভাস
ⓒ বিশ্বম্ভর
ⓓ এদের কেউ নন

৫৪. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় গ্ৰীকদূত কে ছিলেন?
ⓐ সেলুকাস
ⓑ ফা-হিয়েন
ⓒ কৃষ্ণদেব
ⓓ মেগাস্থিনিস 

৫৫. মনসবদারি কথার অর্থ কি? 
ⓐ সামরিক বিভাগের প্রধান
ⓑ রাজস্ব বিভাগের প্রধান
ⓒ অভিজাত 
ⓓ পদমর্যাদা

৫৬. ইতিহাস মালা গ্ৰন্থটি কে লিখেছেন?
ⓐ উইলিয়াম জোন্স
ⓑ কেরি সাহেব
ⓒ জীবন মুখোপাধ্যায়
ⓓ মানস পাল

৫৭. পৃথিবীর কষাইখানা বলা হয় কোন শহরকে?
ⓐ হংকং শহরকে
ⓑ টোকিও শহরকে
ⓒ শিকাগো শহরকে
ⓓ হায়দ্রাবাদ শহরকে

৫৮. বর্তমান ভারতীয় ফুটবলে ক্যাপ্টেন কে?
ⓐ সুনীল ছেত্রী
ⓑ রবীন সিং
ⓒ সুব্রত পাল
ⓓ জে জে লালকোমল

৫৯. বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন?
ⓐ জগদীশ চন্দ্র বসু
ⓑ প্রফুল্ল চন্দ্র রায়
ⓒ ভি ভি চন্দ্রশেখর
ⓓ গোপাল চন্দ্র শর্মা

৬০. অর্থশাস্ত্রের রচয়িতা কে?
ⓐ কৌটিল‍্য
ⓑ বিষ্ণুশর্মা
ⓒ পানিনি
ⓓ ব্যাসদেব

৬১. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
ⓐ সান্দাকাফু
ⓑ কাঞ্চনজঙ্ঘা
ⓒ আনাইমুদি 
ⓓ ত্রিকূট পাহাড়

৬২. আশ্বিনের ঝড় দেখা যায় কোন রাজ্যে?
ⓐ গুজরাট
ⓑ হিমাচল প্রদেশ
ⓒ কাশ্মীর
ⓓ পশ্চিমবঙ্গ 

৬৩. ভারতের উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে?
ⓐ লৌহ ইস্পাতকে
ⓑ কয়লাকে
ⓒ পেট্রোরসায়ন শিল্পকে 
ⓓ সার শিল্পকে

৬৪. বংশগতির জনক কাকে বলা হয়?
ⓐ মেন্ডেল 
ⓑ নিকোলা টেসলা
ⓒ ডালটন
ⓓ ম্যাডাম কুরী

৬৫. পশ্চিমবঙ্গের প্রথম মুখ‍্যমন্ত্রী কে ছিলেন?
ⓐ বিধান চন্দ্র রায়
ⓑ প্রফুল্ল চন্দ্র ঘোষ
ⓒ সিদ্ধার্থশঙ্কর রায়
ⓓ মমতা বন্দ্যোপাধ্যায়

৬৬. প্রিয়দর্শিকা গ্ৰন্থটি কে লিখেছেন?
ⓐ পতঞ্জলী
ⓑ শশাঙ্ক
ⓒ বানভট্ট
ⓓ হর্ষবর্ধন

৬৭. স্বাধীনতা সংগ্ৰামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেছেন কে?
ⓐ যতীন দাস
ⓑ সুভাষচন্দ্র
ⓒ গান্ধিজী
ⓓ জহরলাল নেহেরু

৬৮. মেইন ক্যাম্প গ্ৰন্থটি কে লিখেছেন?
ⓐ হিটলার
ⓑ মুসোলিনি
ⓒ নেপোলিয়ন
ⓓ নেলসন ম্যান্ডেলা

৬৯. আয়োডিনের অভাবে মানবদেহে কোন রোগটি হয়?
ⓐ রাতকানা
ⓑ বেরিবেরি
ⓒ অ্যানিমিয়া
ⓓ গলগণ্ড

৭০. ১৪ই আগষ্ট স্বাধীনতা দিবস পালন করে করে দেশ?
ⓐ লেবানন
ⓑ পাকিস্তান
ⓒ ইজরায়েল
ⓓ বলিভিয়া

৭১. পদ্মা নদীর মাঝি উপন্যাসটি রচনা করেছেন কে?
ⓐ বিমল মিত্র
ⓑ আশাপূর্ণা দেবী
ⓒ মানিক বন্দ্যোপাধ্যায় 
ⓓ সতীনাথ ভাদুড়ী

৭২. অস্ট্রিয়ার রাজধানীর নাম কি?
ⓐ ভিয়েনা 
ⓑ ডাবলিন
ⓒ কিয়েভ
ⓓ জাকার্তা

৭৩. কেঁচোর গমন অঙ্গের নাম কি?
ⓐ সিটা 
ⓑ ক্ষনপদ
ⓒ ফ্ল‍্যাজেলা
ⓓ কর্ষিকা

৭৪. কেঁচোর রেচন অঙ্গের নাম কি?
ⓐ ফ্লেমকোষ
ⓑ কক্সাল গ্ৰন্থি
ⓒ নেফ্রিডিয়া 
ⓓ রেনেট কোষ

৭৫. কুবলিয়ত ও পাট্টা নামে দুটি শর্তের প্রচলন করেন কে?
ⓐ বাবর
ⓑ আকবর
ⓒ শেরশাহ 
ⓓ হুমায়ুন

৭৬. ইস্ট ইন্ডিয়া কোম্পানী দেওয়ানী লাভ করে কত সালে?
ⓐ ১৭৬৪ সালে 
ⓑ ১৭৬৫ সালে
ⓒ ১৭৭৪ সালে 
ⓓ ১৭৭৫ সালে 

৭৭. ভারতের জাতীয় পতাকার নকশা তৈরী করেন কে?
ⓐ পিঙ্গালি ভেঙ্কাইয়া
ⓑ অ্যানি বেসান্ত
ⓒ পদ্মনাভন
ⓓ যামিনী রায়

৭৮. সারে জাঁহা সে আচ্ছা এই বিখ্যাত গানটি কে রচনা করেছেন?
ⓐ মৌলানা আবুল কালাম আজাদ
ⓑ লালা লাজপথ রায়
ⓒ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓓ মহম্মদ ইকবাল

৭৯. ১৯৪৭ সালের ১৫ই আগস্ট কি বার ছিল?
ⓐ রবিবার
ⓑ শুক্রবার
ⓒ বুধবার
ⓓ সোমবার

৮০. মুক্তির মন্দির সোপানতলে কত প্রান হল বলিদান এই বিখ্যাত গানটি কে লিখেছেন? 
ⓐ মোহিনী চৌধুরী
ⓑ হেমন্ত মুখোপাধ্যায়
ⓒ মান্না দে
ⓓ এ আর রহমান

৮১. ভারতের স্বাধীনতা রক্ষার্থে কনিষ্ঠতম ব্যক্তি হিসেবে ফাঁসির দড়ি গলায় নিয়েছিলেন কে? 
ⓐ ভগৎ সিং
ⓑ রাজগুরু
ⓒ ক্ষুদিরাম বসু
ⓓ প্রফুল্ল চাকী

৮২. ভারতের জাতীয় সংগীত গাইবার সময় কত?
ⓐ ৫২ সেকেন্ড 
ⓑ ৫৩ সেকেন্ড
ⓒ ৫৫ সেকেন্ড
ⓓ ৬০ সেকেন্ড

৮৩. স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?
ⓐ আব্দুল কালাম
ⓑ বল্লবভাই প্যাটেল
ⓒ আবুল কালাম আজাদ
ⓓ রাধাকৃষ্ণণ 

৮৪. জাতীয় পতাকায় অশোকচক্রে কটি নীল দাগ আছে?
ⓐ ২২টি
ⓑ ২৩টি
ⓒ ২৪টি 
ⓓ ২৫টি

৮৫. ১৫ই আগস্ট ভারত ছাড়া অন্য কোন দেশের স্বাধীনতা দিবস?
ⓐ নেপাল
ⓑ চীন
ⓒ মালদ্বীপ
ⓓ কঙ্গো 

৮৬. ভারতের জাতীয় সংগীতের রচনা করেছেন কে?
ⓐ রবীন্দ্রনাথ ঠাকুর 
ⓑ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ⓒ রজনী কান্ত সেন
ⓓ তুলসী কুমার দেশমুখ

৮৭. স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন?
ⓐ জন মাথাই
ⓑ বল্লবভাই প‍্যাটেল
ⓒ বি আর আম্বেদকর 
ⓓ জহরলাল নেহেরু

৮৮. আজাদ হিন্দ ফৌজের আনুষ্ঠানিক প্রধান কে ছিলেন?
ⓐ সুভাষচন্দ্র বসু
ⓑ রাসবিহারী বসু
ⓒ শচীন্দ্রপ্রসাদ বসু
ⓓ কৃষ্ণা বসু

৮৯. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় কোথায়?
ⓐ দিল্লিতে
ⓑ জলন্ধরে
ⓒ অমৃতসরে
ⓓ লাহোরে

৯০. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
ⓐ চক্রবর্তী রাজা গোপালাচারী
ⓑ লর্ড মাউন্টব্যাটেন
ⓒ লর্ড ক‍্যানিং
ⓓ উইলিয়াম বেন্টিংস

৯১. ভারতের সংবিধান রচনায় মুখ‍্য ভূমিকা ছিল কার?
ⓐ জহরলাল নেহেরুর
ⓑ মৌলানা আবুল কালাম আজাদ
ⓒ রাজেন্দ্র প্রসাদ
ⓓ ডা. বি আর আম্বেদকর

৯২. স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় কবে?
ⓐ ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি
ⓑ ১৯৪৯ সালে ২৬শে জানুয়ারি
ⓒ ১৯৪৭ সালে ১৫ই আগস্ট
ⓓ ১৯৪৭ সালে ৪ঠা জুলাই

৯৩. ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম কি?
ⓐ রাজ‍্যসভা
ⓑ লোকসভা 
ⓒ জাতীয় সংসদ
ⓓ মজলিস

৯৪. রাজ‍্যসভার চেয়ারম্যান বলা হয় কাকে?
ⓐ প্রধানমন্ত্রী
ⓑ রাষ্ট্রপতি
ⓒ উপরাষ্ট্রপতি
ⓓ রাজ‍্যপাল

৯৫. স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
ⓐ ১৯৪৭ সালে 
ⓑ ১৯৪৮ সালে 
ⓒ ১৯৫০ সালে 
ⓓ ১৯৫২ সালে 

৯৬. সমুদ্র গুপ্তের সভাকবি কে ছিলেন?
ⓐ কৌটিল‍্য
ⓑ আর্যভট্ট
ⓒ বাণভট্ট
ⓓ হরিষেণ

৯৭. রকেটে কী ধরনের জ্বালানি ব‍্যবহার করা হয়?
ⓐ ডিজেল
ⓑ পেট্টোল
ⓒ তরল হাইড্রোজেন
ⓓ কোনটাই নয়

৯৮. শকারি উপাধি গ্ৰহণ করেছিল কে?
ⓐ কুমার গুপ্ত
ⓑ অশোক
ⓒ সমুদ্র গুপ্ত
ⓓ দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৯৯. ভারতে সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায় কোথায়?
ⓐ বিহারে
ⓑ ঝাড়খণ্ডে
ⓒ ওড়িশায়
ⓓ উত্তর প্রদেশে

১০০. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
ⓐ টোংলু
ⓑ গ‍্যাংটক
ⓒ সান্দাকফু
ⓓ টাইগার হিল


প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Bengali GK MCQ 03
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages :10
Download Link : Click Here To Download


1 comment: