Breaking



Sunday 21 March 2021

General Knowledge 2021 in Bengali PDF

General Knowledge 2021 in Bengali PDF || জেনারেল নলেজ ২০২১ PDF || Part-04

General Knowledge 2021 in Bengali PDF
General Knowledge 2021 in Bengali PDF

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, General Knowledge 2021 in Bengali PDF | জেনারেল নলেজ ২০২১ PDF; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১৫০টি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেটি তোমাদের সমস্ত রকম চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে কিছু নমুনা প্রশ্ন ও উত্তর দেখে নিয়ে নীচ থেকে সম্পূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফটি ডাউনলোড করে নাও।

কিছু নমুনা প্রশ্নোত্তর ঃ 

 বিশ্ব হৃদয় দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২৯শে সেপ্টেম্বর।

 ভারতের সুপ্রিমকোর্টের কটি কার্যগত এলাকা রয়েছে ?
উত্তরঃ পাঁচটি।

 ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তরঃ আবুল কালাম আজাদ।

 অমরকোষ রচনা করেন কে ?
উত্তরঃ অমর সিংহ। 

 আর্সেনিক দূষণের ফলে কি রোগ হয় ?
উত্তরঃ ব্ল্যাকফুট রোগ। 

 আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ১৮ই ডিসেম্বর।

 জ্যামিতি শাস্ত্রের জনক কাকে বলা হয় ?
উত্তরঃ ইউক্লিডকে।

 ‘ওয়েক আপ ইন্ডিয়া’ গ্রন্থটি কার লেখা ?
উত্তরঃ অ্যানি বেসান্ত।

 ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি ?
উত্তরঃ পরমবীর চক্র।

 পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
উত্তরঃ শুক্র গ্রহকে।

 মূত্রের একটি স্বাভাবিক উপাদান ?
উত্তরঃ ক্রিয়েটিন। 

 পিচোলা হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তরঃ উদয়পুরে।

 কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন ?
উত্তরঃ লর্ড কর্ণওয়ালিস।

 ‘বিশ্ব উপভোক্তা দিবস’ কবে পালিত হয় ?
উত্তরঃ ১৫ই মার্চ।

 রড কোশ গঠনে কোন ভিটামিন সাহায্য করে ? 
উত্তরঃ ভিটামিন এ। 

 “গরিবি হঠাও” -শ্লোগানটি কোন পরিকল্পনার সাথে যুক্ত ?
উত্তরঃ পঞ্চম। 

 গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তরঃ নকরেক। 

 ভারতবর্ষে কোথায় প্রথম বৃক্ক প্রতিস্থাপন করানো হয় ?
উত্তরঃ ভেলোর।

File Details:
PDF Name : General Knowledge 2021 Part-04
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 07
Download Link : Click Here To Download

More PDFDownload Link
জিকে বই PDFClick Here
জেনারেল নলেজ ২০২১ পর্ব-০৩Click Here

No comments:

Post a Comment