Breaking



Saturday 13 February 2021

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর PDF

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর PDF || Sadharon Gan Proshno Uttor Bangla PDF || Part-03

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর PDF
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর PDF

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আগত WBP, MTS, WBCS, PSC, Rail প্রভৃতি সমস্ত রকম চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের এগিয়ে নিয়ে যেতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর PDF || Sadharon Gan Proshno Uttor Bangla PDF; যেটির মধ্যে বাছাই করা দেড়শোটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। সুতরাং দেরী না করে পিডিএফের কিছু নমুনা প্রশ্ন দেখে নিয়ে নীচ থেকে সম্পূর্ণ পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও। 

কিছু নমুনাঃ 

খানুয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয় ?
উত্তরঃ ১৫২৭ সালে।  

 সিজদা প্রথা কে চালু করেন ?
উত্তরঃ গিয়াসউদ্দিন বলবন।

 প্রথম কবে লিফট চালু হয় ?
উত্তরঃ ১৭৪৩ সালে।

 আগ্রার অন্ধ কবি বলে অভিহিত করা হয় কাকে ?
উত্তরঃ সুরদাসকে।

 রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ গলফ।

 ক্রিকেটে কবে থেকে হ্যাট্রিক প্রথা চালু হয় ?
উত্তরঃ ১৮৫৮ সালে।

 কত সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে গৃহত্যাগ করেন ?
উত্তরঃ ১৯৪১ সালে। 

 বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় কোন অধিবেশনে ?
উত্তরঃ লাহোর অধিবেশনে। 

 ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে।  

 শূন্য মাধ্যমে শব্দের গতবেগ কত ?
উত্তরঃ শূন্য।

 সারকারিয়া কমিশন কবে গঠিত হয় ?
উত্তরঃ ১৯৮৩ সালে।

 তৃতীয় শিখ গুরুর নাম কি ?
উত্তরঃ অমর দাস।

 আইহোল প্রশস্তি কে রচনা করেন ?
উত্তরঃ রবিকীর্তি।

 কে আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ রামমোহন রায়।
File Details:
PDF Name : Sadharon Gan Proshno Uttor Part-03
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 07
Download Link : Click Here To Download

More PDFDownload Link
সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্ব-০২Click Here
সাধারণ জ্ঞান MCQClick Here

1 comment: