Breaking







Tuesday, 1 October 2024

জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর | General Studies Questions Answers in Bengali

জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর PDF | General Studies Questions Answers in Bengali PDF | Part-02

জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর | General Studies Questions Answers in Bengali
জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে গুরুত্বপূর্ণ ১৩০টি জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। প্রশ্নোত্তরগুলি ফুড সাব ইন্সপেক্টর, মিসলেনিয়াস, ক্লার্কশিপ ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর

০১. স্পঞ্জের দেহে প্রাপ্ত অ্যামিবার মতো কোশকে কি বলে ?
উত্তরঃ সিনোসাইট।

০২. দইয়ে কোন অ্যাসিড থাকে ?
উত্তরঃ ল্যাকটিক অ্যাসিড।

০৩. ভারতের নেপোলিয়ান কাকে আখ্যা দেওয়া হয়েছে ?
উত্তরঃ সমুদ্র গুপ্ত।

০৪. কত সালে বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ ১৮৮৫ সালে।

০৫. দ্বিতীয় ইঙ্গ মহীশুর যুদ্ধ কত সালে শুরু হয়েছিল ?
উত্তরঃ ১৭৮০ সালে।

০৬. মরু ক্ষয়চক্রের ফলে গঠিত অনুচ্চ টিলাকে কি বলে ?
উত্তরঃ ইনসেলবার্জ।

০৭. পৃথিবীর উচ্চতম বালিয়াড়ি কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তর আফ্রিকার আলজিরিয়ায়। 

০৮. মরু অঞ্চলে গঠিত মাটির নাম কি ?
উত্তরঃ সিরোজেম। 

০৯. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে ?
উত্তরঃ ১৭ নং ধারায়। 

১০. লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে ?
উত্তরঃ ৫৫২ জন।

১১. রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় কত সালে ?
উত্তরঃ ১৯৫৩ সালে।

১২. ভারতের পঞ্চবার্ষিকীর ধারনাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে ?
উত্তরঃ রাশিয়া থেকে।

১৩. লাহোর কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ জওহরলাল নেহেরু।

১৪. কত নম্বর ধারা অনুযায়ী স্পিকার কোনো বিলকে অর্থবিলের সার্টিফিকেট প্রদান করেন ?
উত্তরঃ ১১০ নং ধারায়।

১৫. ইলবার্ট বিল চালু করেন কে ?
উত্তরঃ লর্ড রিপন।

১৬. রণথম্বোর অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ রাজস্থানে।

১৭. উরুগুয়ের রাজধানীর নাম কি ?
উত্তরঃ মন্টেভিডিও।

১৮. ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ নরেন্দ্র চন্দ্র দত্ত।

১৯. স্পীড পোস্ট ভারতে চালু হয় কোন সাল থেকে ?
উত্তরঃ ১৯৮৬ সাল থেকে।

২০. গামা রশ্মি আবিষ্কার করেন কে ?
উত্তরঃ পল ভিলার্ড।

২১. পতঙ্গের লার্ভার নির্মোচন সহায়ক হরমোনটির নাম কি ?
উত্তরঃ একডাইসোন।

২২. কার্বনের কয়টি আইসোটোপ আছে ?
উত্তরঃ তিনটি।

২৩. কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে ?
উত্তরঃ নিউক্লিয়াস। 

২৪. লঘু মস্তিষ্কের কাজ কি ?
উত্তরঃ ভারসাম্য নিয়ন্ত্রণ করা।

২৫. ‘গো-ব্রাহ্মণ প্রতিপালক’ উপাধি ধারণ করেন কে ?
উত্তরঃ শিবাজী।

২৬. আকবর ‘কবিপ্রিয়’ উপাধি দিয়েছিলেন কাকে ?
উত্তরঃ বীরবলকে। 

২৭. রংপুরের বিদ্রোহ সংঘটিত হয়েছিল কত সালে ?
উত্তরঃ ১৭৮৩ সালে।

২৮. ‘বাদশাহ নামা’ গ্রন্থটি রচনা করেন কে ?
উত্তরঃ আব্দুল হামিদ লাহোরী।

২৯. ইবাদ খানা কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তরঃ আকবর।

৩০. উত্তর রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ নতুন দিল্লী।

৩১. OPEC এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ ভিয়েনাতে।

৩২. ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কার আমলে ?
উত্তরঃ লর্ড মেয়ো।

৩৩. কেরলকে ভারতের উন্মাদ আশ্রম বলে অভিহিত করেন কে ?
উত্তরঃ বিবেকানন্দ।

৩৪. দুটি ছায়াপথের দূরত্ব মাপা হয় কোন এককের সাহায্যে ?
উত্তরঃ আলোকবর্ষ এককের সাহায্যে। 

৩৫. ‘চণ্ডীশতক’ নামক গ্রন্থটি কার লেখা ?
উত্তরঃ বাণভট্ট। 

৩৬. কবে বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস পালিত হয় ?
উত্তরঃ ৩০শে জানুয়ারি।

৩৭. চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম কি ?
উত্তরঃ টাইফুন।

৩৮. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কবে ?
উত্তরঃ ১৯২০ সালে। 

৩৯. নাদির শাহ ভারত কত সালে আক্রমণ করেছিল ?
উত্তরঃ ১৭৩৯ সালে।

৪০. MRI তে কোন তরঙ্গ ব্যবহৃত হয় ?
উত্তরঃ বেতার তরঙ্গ।

৪১. পায়রার বায়ুথলি সংখ্যা কয়টি ?
উত্তরঃ নয়টি।  

৪২. রাজ্য সরকারের নীতি নির্ধারণ করেন কারা ?
উত্তরঃ ক্যাবিনেট মন্ত্রীরা।

৪৩. মাসকট কোন দেশের রাজধানী ?
উত্তরঃ ওমান।

৪৪. সর্পিল আকৃতির ব্যাকটেরিয়াকে কি বলা হয় ?
উত্তরঃ স্পাইরিলাম। 

৪৫. কোন বিজ্ঞানকে ফাইটোলজি বলে ?
উত্তরঃ উদ্ভিদ বিজ্ঞানকে। 

৪৬. সময়ের সাপেক্ষে কার্য করার হারকে কি বলে ? 
উত্তরঃ ক্ষমতা।

৪৭. বার্নিশের প্রধান উপাদান কি ?
উত্তরঃ রেজিন।

৪৮. পাইওরিয়া কোন ভিটামিনের অভাবে হয় ?
উত্তরঃ ভিটামিন সি।

৪৯. কবে প্রথম মহেঞ্জোদাড়ো আবিষ্কৃত হয় ?
উত্তরঃ ১৯২২ সালে।

৫০. তুঘলক বংশের প্রতিষ্ঠা হয় কবে ?
উত্তরঃ ১৩২০ সালে। 

৫১. গুপ্তযুগের প্রধান সেনাপতিকে কি বলা হত ?
উত্তরঃ মহেশপতি। 

৫২. আমুক্ত মালদা গ্রন্থটি কার লেখা ?
উত্তরঃ কৃষ্ণদেব রায়। 

৫৩. কোন সালে বাহমনী রাজ্যের পতন ঘটে ?
উত্তরঃ ১৫২৭ সালে। 

৫৪. ওড়িশা রাজ্যের প্রতিষ্ঠা হয় কবে ?
উত্তরঃ ১৯৩৬ সালে।

৫৫. কোন দুটি ব্যাকটেরিয়া জৈব সার হিসাবে ব্যবহৃত হয় ?
উত্তরঃ রাইজোবিয়াম ও অ্যাজোটোব্যাকটার।

৫৬. বার সল্টের রাসায়নিক নাম কি ?
উত্তরঃ সোডিয়াম সালফেট।

৫৭. মোমবাতির দহন কি ধরণের পরিবর্তন ঘটায় ?
উত্তরঃ ভৌত ও রাসায়নিক উভয়ই।

৫৮. কার আমলে উপনিষদ পার্সি ভাষায় অনুমোদিত হয় ?
উত্তরঃ শাহজাহান।

৫৯. মোঘল আমলে কোন নারী ঐতিহাসিক দলিল রচনা করেন ?
উত্তরঃ গুলবদন বেগম। 

৬০. ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ জেনেভা। 

৬১. সিল্কা ও সুঙ্গারি কোন নদীর উপনদী ?
উত্তরঃ আমুর।

৬২. কোন রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখা যায় না ?
উত্তরঃ আসাম।

৬৩. মান্ডভী বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ গুজরাটে।

৬৪. ‘জওহর রোজগার যোজনা’ প্রবর্তিত হয় কোন পরিকল্পনায় ?
উত্তরঃ সপ্তম পরিকল্পনায়।

৬৫. অলীক বল কাকে বলে ?
উত্তরঃ অপকেন্দ্র বলকে।

৬৬. কণার তরঙ্গ ধর্মের আবিষ্কর্তা কে ?
উত্তরঃ ডি ব্রগলি।

৬৭. প্রোটন ও নিউট্রন কণা কে একসঙ্গে কি বলে ?
উত্তরঃ নিউক্লিয়ন। 

৬৮. হিন্দুমেলার উদ্যোক্তা কে ছিলেন ?
উত্তরঃ রাজনারায়ণ বসু ও নবগোপাল মিত্র।

৬৯. আকবরের অধিকৃত শেষ দুর্গ কোনটি ?
উত্তরঃ অসিরগড়।

৭০. আসম কেশরী নামে কে পরিচিত ছিলেন ?
উত্তরঃ অম্বিকা গিরি রায়চৌধুরী।

৭১. তীয় এইডস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ পুনে।

৭২. ইন্দারকিল্লা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তরঃ হিমাচল প্রদেশ।

৭৩. রিহান্দ কোন নদীর উপনদী ?
উত্তরঃ শোন নদীর।

৭৪. ঝাড়খণ্ড রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে ?
উত্তরঃ ১৫ই নভেম্বর ২০০০ সালে। 

৭৫. সবুজ বিপ্লব প্রথমে কোথায় ঘটেছিল ?
উত্তরঃ পাঞ্জাব ও হরিয়ানা।

৭৬. চোখের কোন অংশে প্রতিবিম্ব তৈরি হয় না ?
উত্তরঃ ব্লাইন্ড স্পট।

৭৭. নেলপালিশ রিমুভারে কি থাকে ?
উত্তরঃ অ্যাসিটোন।

৭৮. কাঁদানি গ্যাস তৈরিতে ব্যবহৃত হয় ?
উত্তরঃ ক্লোরোপিকরিন।

৭৯. সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল ?
উত্তরঃ কৃষিকাজ।

৮০. কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল ?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে।

৮১. মাদ্রাজ মহাজন সভা কবে গঠিত হয় ?
উত্তরঃ ১৮৮৪ সালে।

৮২. বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ তাজিন ডং। 

৮৩. নায়াগ্রা জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্ট ?
উত্তরঃ সেন্ট লরেন্স। 

৮৪. হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল ?
উত্তরঃ ১৫৭৬ সালে। 

৮৫. জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়েছিল ?
উত্তরঃ ১৯৫২ সালে।

৮৬. ভারতের কোন রাজ্যে একমাত্র সান্ধ্য আদালত আছে ?
উত্তরঃ গুজরাট।

৮৭. ক্যালসিটোনিন কোথা থেকে নিঃসৃত হয় ?
উত্তরঃ থাইরয়েড গ্রন্থি থেকে।

৮৮. ক্ষুদ্রতম সপুষ্পক উদ্ভিদের নাম কি ?
উত্তরঃ উলফিয়া। 

৮৯. সিজিএস পদ্ধতিতে জলসমের এককের নাম কি ?
উত্তরঃ গ্রাম। 

৯০. সংক্রমণযোগ্য ভাইরাসকে কি বলে ?
উত্তরঃ ভিরিয়ন। 

৯১. ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি ?
উত্তরঃ পরমবীর চক্র পুরস্কার। 

৯২. লেজার আবিষ্কার হয় কত সালে ?
উত্তরঃ ১৯৬০ সালে।

৯৩. জার্মানির প্রচলিত মুদ্রাকে কি বলা হয় ? 
উত্তরঃ ডয়েশমার্ক। 

৯৪. “স্বরাজ আমার জন্মগত অধিকার” উক্তিটি কার ?
উত্তরঃ বাল গঙ্গাধর তিলক।

৯৫. মিশরের রাজধানীর নাম কি ?
উত্তরঃ কায়রো। 

৯৬. ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ ইন্দিরা গান্ধী।

৯৭. কোন সাল থেকে ডেভিস কাপ দেওয়া শুরু হয় ?
উত্তরঃ ১৯০০ সাল থেকে।

৯৮. হাম রোগ হয় কোন ব্যাকটেরিয়া থেকে ?
উত্তরঃ রুবেলা।

৯৯. লোহায় মরিচা পড়া কি ধরণের পরিবর্তন ?
উত্তরঃ রাসায়নিক পরিবর্তন।

১০০. কোন স্তন্যপায়ীর হৃৎস্পন্দন সবচেয়ে কম ?
উত্তরঃ নীল তিমি।

১০১. ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে ?
উত্তরঃ নীহাররঞ্জন রায়।

১০২. ‘ভারত ছাড়ো’ প্রস্তাব কবে গৃহীত হয় ?
উত্তরঃ ১৯৪২ সালে।

১০৩. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
উত্তরঃ লর্ড ক্যানিং। 

১০৪. সাহেব বাঁধ জলাধার কোন জেলায় রয়েছে ?
উত্তরঃ পুরুলিয়া। 

১০৫. মার্বেল কোন শিলার রুপান্তর ?
উত্তরঃ চুনাপাথর।

১০৬. পডসল মৃত্তিকায় কোন উপাদান বেশী থাকে ?
উত্তরঃ হিউমাস।

১০৭. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন ?
উত্তরঃ সি.ডি. দেশমুখ। 

১০৮. ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন কে ?
উত্তরঃ রাষ্ট্রপতি।

১০৯. রসায়নের বিচারে ড্রাই আইস কি ?
উত্তরঃ শুষ্ক কার্বন ড্রাই অক্সাইড।

১১০. পতঙ্গের দেহে কোন দ্বিশর্করা পাওয়া যায় ?
উত্তরঃ ট্রেহালোজ।

১১১. স্তনগ্রন্থি কীসের রুপান্তর ?
উত্তরঃ সিবেসিয়াস গ্ল্যান্ড।

১১২. ভারতের চার কোণে চারটি মঠ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ শংকরাচার্য। 

১১৩. চোল ও পল্লব উভয়েরই রাজধানী কোনটি ছিল ?
উত্তরঃ কাঞ্চিপুরম।

১১৪. রাওলাট আইন কি নামে পরিচিত ?
উত্তরঃ কালাকানুন।

১১৫. ভারতের কোন রেলপথের দৈর্ঘ্য সর্বাধিক ?
উত্তরঃ উত্তর রেলপথ।

১১৬. কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত ?
উত্তরঃ গোদাবরী উপত্যকা।

১১৭. জলঢাকা নদীর উৎপত্তিস্থল কোথায় ?
উত্তরঃ ভুটানের বিদাং হ্রদ।

১১৮. বায়ুর সমচাপ রেখাকে কি বলে ?
উত্তরঃ আইসোবার।

১১৯. রাজস্থানের শুষ্ক হ্রদকে কি বলে ?
উত্তরঃ ধান্দ।

১২০. রাডার কোন কাজে ব্যবহৃত হয় ?
উত্তরঃ উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে। 

১২১. ভিনিগারের রাসায়নিক নাম কি ?
উত্তরঃ লঘু অ্যাসিটিক অ্যাসিড।

১২২. ক্যালগন পদ্ধতির অপর নাম কি ?
উত্তরঃ ফসফাইট।

১২৩. সিন্ধু সভ্যতার নামকরণ কে করেছিলেন ?
উত্তরঃ জন মার্শাল।

১২৪. ‘ফ্লাউড কমিশন’ কার নির্দেশে গঠিত হয় ?
উত্তরঃ ফজলুল হক।

১২৫. কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল কে গঠন করেন ?
উত্তরঃ চিত্তরঞ্জন দাস।

১২৬. ‘রিয়া’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ নদী উপত্যকার নিমজ্জিত অংশ।

১২৭. উশ্রী জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তরঃ ঝাড়খণ্ডের গিরিডিতে।

১২৮. মহানন্দা নদীর উৎপত্তিস্থল ?
উত্তরঃ পাগলাঝোড়া জলপ্রপাত।

১২৯. ভারতের প্রথম ফিসক্যাল কমিশন কত সালে নিযুক্ত হয় ?
উত্তরঃ ১৯২১ সালে।

১৩০. ভারতীয় সংবিধানের অর্থ কমিশন গঠিত হয়েছে কত নং ধারা অনুযায়ী ?
উত্তরঃ ২৮০ ধারা অনুযায়ী।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : General Studies Questions Answers
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 06
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment