ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর তালিকা PDF - List of First Female Chief Minister of Indian States
![]() |
ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর তালিকা |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, স্ট্যাটিক জিকের একটি অন্যতম টপিক হিসাবে List of First Female Chief Minister of Indian States অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর তালিকা পিডিএফসহ। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিকটি থেকে প্রশ্ন এসে থাকে, তাই তোমরা এই তালিকাটি ভালোভাবে দেখে নাও এবং প্রয়োজনবোধে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
রাজ্য | প্রথম মহিলা মুখ্যমন্ত্রী |
---|---|
উত্তর প্রদেশ | সুচেতা কৃপালিনী |
ওড়িশা | নন্দিনী সতপথী |
গোয়া | শশীকলা কাকোড়কর |
আসাম | সৈয়দা আনোয়ারা তৈমূর |
তামিলনাড়ু | জনকী রামচন্দ্রন |
পাঞ্জাব | রাজিন্দর কাউর ভাট্টাল |
বিহার | রাবড়ি দেবী |
দিল্লি | সুষমা স্বরাজ |
মধ্যপ্রদেশ | উমা ভারতী |
রাজস্থান | বসুন্ধরা রাজে |
পশ্চিমবঙ্গ | মমতা ব্যানার্জি |
গুজরাট | আনন্দীবেন প্যাটেল |
জম্মু ও কাশ্মীর | মেহবূবা মুফতি |
File Details:
PDF Name : List of First Female Chief Minister of Indian States
Language : Bengali
Size : 0.1 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
More PDF | Download Link |
---|---|
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা | Click Here |
ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য | Click Here |
No comments:
Post a Comment