Breaking







Thursday, 18 February 2021

GK Album Part-64

GK Album Part-64 || জিকে অ্যালবাম

GK Album Part-64
GK Album Part-64

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-64; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে। 

❖ আসামের চৈতন্য কাকে বলা হয় ? 
উত্তরঃ শঙ্করদেব। 

❖ গৌড়েশ্বর উপাধি কে গ্রহণ করেছিলেন ? 
উত্তরঃ লক্ষণ সেন। 

❖ চন্দননগরে কুটির নির্মিত হয় কত সালে ? 
উত্তরঃ ১৬৮৮ সালে। 

❖ সন্দীপ বিদ্রোহ কোথায় হয়েছিল ? 
উত্তরঃ নোয়াখালিতে। 

❖ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করা হয় কত সালে ? 
উত্তরঃ ১৮৭৮ সালে। 

❖ দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন ? 
উত্তরঃ আলাউদ্দিন খলজি। 

❖ জাতিপুঞ্জের সদরদপ্তর কোথায় অবস্থিত ? 
উত্তরঃ নিউইয়র্কে। 

❖ সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেন ? 
উত্তরঃ ১৭বার। 

❖ ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন ? 
উত্তরঃ ইন্দিরা গান্ধী। 

❖ গান্ধী সাগর অভয়ারণ্য কোন রাজ‍্যে অবস্থিত ? 
উত্তরঃ মধ্যপ্রদেশ। 

1 comment: