Breaking



Friday 19 February 2021

রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট PDF Download

রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট PDF Download - Railway Group D Practice Set in Bengali PDF || Part-09

রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট PDF Download
রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট PDF Download

কলম 
সুপ্রিয় বন্ধুরা,
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সহযোগিতা করতে তথা সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট PDF; যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক পঞ্চাশটি প্রশ্ন দেওয়া আছে। যেগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। 

➧ Railway Group D Practice Set in Bengali :

০১. The Rule Breakers বইটির লেখক কে ? 
ক) অপূর্বা সান্যাল
খ) প্রীতি শর্মা
গ) মহিমা খাতুন
ঘ) প্রীতি শেনয় 


০২. ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কে ?
ক) রাষ্ট্রপতি
খ) জনগণ
গ) সুপ্রিমকোর্ট 
ঘ) হাইকোর্ট 


০৩. বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস কবে পালিত হয় ?
ক) ১০ সেপ্টেম্বর 
খ) ১০ অক্টোবর
গ) ১০ নভেম্বর
ঘ) ১০ ডিসেম্বর 


০৪. ক্রিস গোপালকৃষ্ণন কোন সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ?
ক) নাসা
খ) ইনফোসিস 
গ) মাইক্রোসফট 
ঘ) কোনটিই নয় 


০৫. সম্প্রতি হাইড্রোজেন ট্রেন চালু করেছে কোন দেশ ?
ক) ফ্রান্স
খ) ইতালি
গ) জার্মানি 
ঘ) অস্ট্রেলিয়া 


০৬. পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি ?
ক) ঝাড়গ্ৰাম
খ) পশ্চিম বর্ধমান 
গ) আলিপুরদুয়ার
ঘ) পূর্ব বর্ধমান


০৭. পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা কোন চাষের জন্য বিখ্যাত ?
ক) রেশম 
খ) পাট
গ) আলু
ঘ) চা


০৮. বেসবল কোন দেশের জাতীয় খেলা ?
ক) জাপান
খ) তুরস্ক
গ) ভ‍্যাটিকান সিটি
ঘ) আমেরিকা 


০৯. কোথায় আলেকজান্ডারের মৃত্যু হয় ?
ক) ব‍্যাবিলনে 
খ) এথেন্সে
গ) পারস‍্যতে
ঘ) ভারতে


১০. বায়ুমণ্ডলের কোন গ‍্যাস অতিবেগুনী রশ্মি শোষণ করে ?
ক) নাইট্রোজেন
খ) অক্সিজেন
গ) হাইড্রোজেন
ঘ) ওজন গ‍্যাস 


১১. পৃথিবীর সবচেয়ে বড়ো ফুল কোনটি ?
ক) রেড চ‍্যাম্পিয়ন
খ) র‍্যাফলেশিয়া 
গ) লিলি
ঘ) ডালিয়া


১২. পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি ?
ক) পানামা খাল
খ) সুয়েজ খাল
গ) গ্র্যান্ড ক‍্যানেল 
ঘ) কোনটাই নয়


১৩. সারা বছর ফোটে এমন ফুলের চাষকে কি বলে ?
ক) ফ্লোরিকালচার 
খ) ওলেরিকালচার
গ) পোমামকালচার
ঘ) কোনটিই নয়


১৪. পৃথিবীর কফির পাত্র কাকে বলা হয় ? 
ক) কলম্বিয়াকে
খ) ভেনেজুয়েলাকে
গ) পেরুকে
ঘ) ব্রাজিলকে 


১৫. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি ?
ক) বাংলাদেশ
খ) নেপাল
গ) ভুটান 
ঘ) মায়ানমার


১৬. পায়রার চোখের কোন অঙ্গ তাকে দূর থেকে শস্যদানা দেখতে সাহায্য করে ?
ক) পেকটিন 
খ) আইরিশ
গ) কর্নিয়া
ঘ) রেটিনা 


১৭. ‘ওয়াগটেল নৃত্য’ নিম্নের কোন প্রাণীর সঙ্গে যুক্ত ?
ক) ময়ূর
খ) পিঁপড়ে
গ) প্রজাপতি
ঘ) মৌমাছি 


১৮. নিম্নের কোন ধর্মটি যেকোনো ধরণের পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য ?
ক) প্লবতা
খ) পৃষ্ঠটান
গ) স্থিতি স্থাপকতা 
ঘ) সান্দ্রতা 


১৯. মেন্ডেল কোন দেশের মানুষ ছিলেন ?
ক) অস্ট্রেলিয়া
খ) ইংল্যান্ড 
গ) সুইডেন
ঘ) অষ্ট্রিয়া 


২০. আইসোটোপ নেই এমন একটি মৌলের নাম লেখো।
ক) কার্বন
খ) ক্লোরিন
গ) অক্সিজেন
ঘ) ফ্লুরিন 


২১. গান মেটালে কোন ধাতু থাকে না ?
ক) ক্রোমিয়াম 
খ) তামা
গ) জিঙ্ক
ঘ) টিন 


২২. পিডেস ইলেকট্রিক প্রভাব কোথায় দেখা যায় ?
ক) হীরাতে
খ) কার্বনে 
গ) কোয়ার্জে 
ঘ) লোহাতে 


২৩. স্টোরেজ ব্যাটারিতে কোন ধাতব পদার্থটি ব্যবহৃত হয় ?
ক) তামা
খ) হীরা
গ) লোহা 
ঘ) সিসা 


২৪. আমরা যে টুথপেস্ট সাধারণত ব্যবহার করি, তার প্রকৃতি কি ? 
ক) আম্লিক
খ) প্রশম
গ) ক্ষারীয় 
ঘ) উভধর্মী 


২৫. কুরি কীসের একক ?
ক) চৌম্বক প্রবাল্য
খ) চৌম্বক অবেশ
গ) আলোর প্রবাল্য 
ঘ) তেজস্ক্রিয়তা 


২৬. একটি উদ্ভিদ কোষ সঙ্কুচিত হয় কোথায় ?
ক) জলে
খ) কোষরসের সমান ঘনত্বের দ্রবণে
গ) কোষরসের বেশী ঘনত্বের দ্রবণে 
ঘ) কোষরসের কম ঘনত্বের দ্রবণে 


২৭. বিভেদ প্রভেদের একক কি ?
ক) অ্যাম্পিয়ার 
খ) ভোল্ট 
গ) ওহম
ঘ) জুল


২৮. ক্লোরিনের প্রধান উৎস কোনটি ?
ক) রক সল্ট 
খ) এপসম সল্ট
গ) গ্লবার সল্ট
ঘ) ব্লিচিং পাউডার 


২৯. হিমমিশ্রণে বরফ ও লবণের অনুপাত কত ?
ক) ১ : ২
খ) ২ : ১
গ) ১ : ৩
ঘ) ৩ : ১ 


৩০. হোয়াইট কোল কাকে বলা হয় ?
ক) ন্যাচরাল গ্যাসকে 
খ) পেট্রোলিয়ামকে 
গ) ইউরেনিয়ামকে
ঘ) জলবিদ্যুৎকে 


৩১. একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 16 বর্গমিটার। তবে আয়তকার বাগানের প্রস্থ কত ?
ক) 4 মিটার 
খ) 5 মিটার
গ) 6 মিটার
ঘ) 8 মিটার  


৩২. আয়তক্ষেত্রের একটি বাহু 20% বৃদ্ধি ও অপরদিকের বাহু 10% বৃদ্ধি পেলে, ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে ?
ক) 28%
খ) 30% 
গ) 32%
ঘ) 40% 


৩৩. 15 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 5 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত ?
ক) 125 বর্গমিটার 
খ) 140 বর্গমিটার
গ) 150 বর্গমিটার
ঘ) 175 বর্গমিটার


৩৪. দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 16 : 9 হলে, বর্গক্ষেত্র দুটির বাহুর অনুপাত কত ?
ক) 16 : 9
খ) 4 : 9
গ) 16 : 3 
ঘ) 4 : 3 


৩৫. কিছু সংখ্যক লোক একটি কাজ 60 দিনে করতে পারে। যদি আরও 8 জন লোক বাড়িয়ে দেওয়া হয় তবে আরও 10 দিন কমে কাজটি শেষ করা যায়। প্রথমে কতজন কাজটি শুরু করেছিল ?
ক) 30
খ) 32
গ) 36
ঘ) 40 


৩৬. একজন ক্রিকেট খেলোয়াড়ের 10টি ইনিংসে নির্দিষ্ট গড় আছে। একাদশ ইনিংসে যদি 108 রান করে, তবে গড় 6 বৃদ্ধি পায়।  নতুন গড় হল - 
ক) 48 
খ) 52
গ) 55
ঘ) 60


৩৭. এক ব্যক্তি 2000 টাকা বার্ষিক 4% সুদে একটি ব্যাঙ্কে জমা রাখলেন এবং অপর ব্যাঙ্কে 3000 টাকা বার্ষিক 14% সরল সুদে জমা রাখলেন। ওই ব্যক্তির মোটের ওপর সুদের হার কত ?
ক) 9%
খ) 10% 
গ) 12%
ঘ) 18%


৩৮. একটি ব্যক্তি একটি ব্যাঙ্কে পৃথকভাবে 1888 টাকা এবং 1763 টাকা জমা রাখলেন। যদি 4 বছর পর ওই দুটি আসলের সুদের পার্থক্য 25 টাকা হয়, তবে ওই ব্যাঙ্কের বার্ষিক সুদের হার কত ?
ক) 3%
খ) 5% 
গ) 8%
ঘ) 10% 


৩৯. দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 50 কিমি/ঘণ্টা এবং 32 কিমি/ঘণ্টা গতিতে যায়। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত ?
ক) 45 মিটার
খ) 50 মিটার 
গ) 60 মিটার
ঘ) 75 মিটার


৪০. দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 25 কিমি/ঘণ্টা এবং 15 কিমি/ঘণ্টা গতিতে যায়। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 9 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত ?
ক) 25 মিটার 
খ) 30 মিটার 
গ) 50 মিটার
ঘ) 75 মিটার


৪১. যোগাযোগ : রবীন্দ্রনাথ ঠাকুর :: গণদেবতা : ?
ক) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 
গ) জীবনানন্দ দাশ
ঘ) বিমল কর 


৪২. প্রথম আলো : সুনীল গঙ্গোপাধ্যায় :: পার্থিব : ?
ক) রমাপদ চৌধুরী
খ) শীর্ষেন্দু মুখোপাধ্যায় 
গ) বিমল কর 
ঘ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী 


৪৩. ফুলেশ্বরী : তরুণ মজুমদার :: মনের মানুষ : ?
ক) গৌতম ঘোষ 
খ) প্রভাত রায়
গ) ঋতুপর্ণ ঘোষ
ঘ) অঞ্জন দত্ত 


৪৪. 212, 6, 313, ?
ক) 8
খ) 12 
গ) 16
ঘ) 21


৪৫. একটি সারিতে 41 জন ছাত্র আছে। দিপায়নের স্থান প্রথম থেকে 27 তম হলে, শেষ থেকে কত হবে ?
ক) 13
খ) 14
গ) 15 
ঘ) 16 


৪৬. 5, 9, 17, 33, 65, ?
ক) 129 
খ) 264
গ) 312
ঘ) 468


৪৭. 4, 5, 12, 39, 160, ?
ক) 604
খ) 805 
গ) 870
ঘ) 920


৪৮. একটি ছবি দেখিয়ে সুজন বললো, ‘তার বাবা আমার মায়ের একমাত্র সন্তান।’ ছবিটা কার ? 
ক) সুজনের ভাই
খ) সুজনের বাবা 
গ) সুজনের ছেলে  
ঘ) সুজনের নিজের 


৪৯. ADHM : ZWSN :: CFJO : ?
ক) YVRM 
খ) WSPK
গ) XWTP
ঘ) ZXVT


৫০. BEHK : YVSP :: CFIL : ?
ক) XVSQ
খ) XWUT
গ) XURO 
ঘ) XUSP

File Details:
PDF Name : Railway Group D Practice Set 09
Language : Bengali
Size : 0.9 mb 
No. of Pages : 06
Download Link : Click Here To Download

More PDFDownload Link
Railway Group D Practice Set 08 Click Here
Railway Group D 10 Years QuestionClick Here

6 comments:

  1. I want more questions for RRB Kolkata NTPC

    ReplyDelete
  2. সমস্ত রেলওয়ের পি ডি এফ জানাও

    ReplyDelete
  3. Ntpc mains 2016 guwahati zone er all shift er pdf din please.

    ReplyDelete
  4. Very helpful website.thankyou

    ReplyDelete
  5. Thanks For Everything 🤗🤗

    ReplyDelete