GK Album Part-63 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-63 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-63; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ গ্লোবাল ফ্যামিলি ডে কবে পালন করা হয় ?
উত্তরঃ ১লা জানুয়ারি।
❖ ডেনমার্কের আইন সভার নাম কি ?
উত্তরঃ ফোকেট।
❖ পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত ?
উত্তরঃ ইতালিতে।
❖ কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কার উদ্যোগে ?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস।
❖ আগ্রা শহরের প্রতিষ্ঠা করেন কোন সুলতান ?
উত্তরঃ সিকান্দার লোদি।
❖ "বৃহৎসংহিতা" কার রচনা ?
উত্তরঃ বরাহমিহির।
❖ ভারতের প্রথম উপগ্ৰহ কোনটি ?
উত্তরঃ আর্যভট্ট।
❖ ১৯১৬ সালে হোমরুল লিগ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ অ্যানি বেসান্ত।
❖ যামিনী রায় কোন ক্ষেত্রে প্রসিদ্ধ ব্যক্তি ?
উত্তরঃ চিত্রকলা।
❖ ব্রিটিশ শাসনে বাংলা প্রথম ভাগ হয় কত সালে ?
উত্তরঃ ১৯০৫ সালে।
No comments:
Post a Comment