Breaking







Friday, 15 January 2021

GK Album Part-49

GK Album Part-49 || জিকে অ্যালবাম

GK Album Part-49
GK Album Part-49

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-49; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

❖ সীমান্ত গান্ধী কাকে বলা হয় ?
উত্তরঃ খান আব্দুল গফফর খান। 

❖ কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮৫৭ সালে। 

❖ কত খ্রিষ্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় ?
উত্তরঃ ১৮৩৫ সালে। 

❖ কবে ভগৎ সিং এর ফাঁসি হয় ?
উত্তরঃ ১৯৩১ সালে। 

❖ বাংলায় কে কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তরঃ ফজলুল হক। 

❖ গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতির নাম কী ?
উত্তরঃ ড. রাজেন্দ্র প্রসাদ।

❖ ভবানী মন্দির গ্রন্থটির লেখক কে ?
উত্তরঃ অরবিন্দ ঘোষ।

❖ ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ ১৯১৯ সালে। 

❖ রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
উত্তরঃ উপরাষ্ট্রপতি।

❖ স্বদেশী ভাণ্ডার কে গঠন করেন ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

❖ সারা ভারত কিষান সভা কবে গঠিত হয় ?
উত্তরঃ ১৯৩৬ সালে।

No comments:

Post a Comment