Breaking







Wednesday, 13 January 2021

GK Album Part-48

GK Album Part-48 || জিকে অ্যালবাম

GK Album Part-48
GK Album Part-48

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-48; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে। 

❖ কোন কোষের নিজস্ব DNA রয়েছে ?
উত্তরঃ মাইটোকন্ড্রিয়া।

❖ ডায়নামো এর আবিষ্কারক কে ?
উত্তরঃ মাইকেল ফ্যারাডে। 

❖ সতীদাহ প্রথা কে রদ করেন ?
উত্তরঃ উইলিয়াম বেন্টিংক।

❖ জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় ?
উত্তরঃ ২৫শে জানুয়ারি।

❖ কত সালে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে সুরাট বিভাজন হয়েছিল ?
উত্তরঃ ১৯০৭ সালে।

❖ নাট্যশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তরঃ ভরত মুনি।

❖ OPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ ভিয়েনা।

❖ সর্বপ্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন ?
উত্তরঃ বিশ্বনাথন আনন্দ।

❖ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উত্তরঃ ডাফরিন। 

❖ সাংগাই উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
উত্তরঃ মণিপুর।  

❖ ব্রতচারী আন্দোলন কে গড়ে তোলেন ?
উত্তরঃ গুরু সদয় দত্ত।

No comments:

Post a Comment