Breaking



Saturday 16 January 2021

Environmental Science MCQ in Bengali PDF

Environmental Science MCQ in Bengali PDF | পরিবেশ বিজ্ঞান MCQ

Environmental Science MCQ in Bengali PDF Download
Environmental Science MCQ in Bengali PDF Download

কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
সমস্ত রকম সরকারী ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, Environmental Science MCQ in Bengali PDF; যেটির মধ্যে পরিবেশ বিজ্ঞান বা পরিবেশ বিদ্যা বিষয় থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন দেওয়া আছে। যেগুলি তোমরা মুখস্থর মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।

 ভারতে পরিবেশ রক্ষায় আইন পাস হয় কত সালে ?
১৯৭২ সালে
১৯৭৮ সালে
১৯৮৪ সালে
১৯৮৬ সালে


 বিশ্ব আবহাওয়া দিবস প্রতি বছর কোন দিন উদযাপিত হয় ?
৫ই জুন
২৩শে মার্চ
৩০শে আগস্ট
২রা অক্টোবর


 গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান কোনটি ?
অক্সিজেন
কার্বন ড্রাই অক্সাইড
মিথেন
নাইট্রোজেন


 ইকোসিস্টেম নামকরণ করেন কে ?
স্মিথ
ল্যামার্ক
ট্যানসলে
ডারউইন


 শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় ?
আফ্রিকায়
সুইডেনে
ভারতে
দক্ষিণ আফ্রিকায়


 ওজোন হোল এর নামকরণ করেছেন কে ?
আর্মস
মার্কনি
ফারমেন
নিউটন


 চের্নোবিলের ঘটনা ঘটেছিল কত সালে ?
১৯৮৪ সালে
১৯৮৬ সালে
১৯৮৮ সালে
১৯৯০ সালে


 ধোঁয়াশা কি ?
ঘন কুয়াশা
কুয়াশা ও ধোঁয়া
একপ্রকার ধোঁয়া
কোনটিই নয়


 কত সালে ভারতে মানবাধিকার রক্ষার আইন পাস হয় ?
১৯৯১ সালে
১৯৯২ সালে
১৯৯৩ সালে
১৯৯৪ সালে


 নিম্নলিখিত কোনটি গ্যাসিয় চক্র নয় ?
নাইট্রোজেন চক্র
কার্বন চক্র
ফসফরাস চক্র
সবকটি


 জীবাশ্ম জ্বালানি থেকে কি উৎপন্ন হয় ?
মিথেন
অক্সিজেন
হাইড্রোজেন
কার্বন ড্রাই অক্সাইড


 নদীর প্রবাহমান জলকে কি বলে ?
লেনটিক জল
খরজল
লোটিক জল
মিষ্ট জল


 পরাগরেণু থেকে কি রোগ হয় ?
ম্যালেরিয়া
টাইফয়েড
পীতজ্বর
অ্যালার্জি


 হ্যাবিট্যাট সম্বন্ধে অধ্যয়নকে কি বলে ?
ইথোলজি
ইকোলজি
এন্টোমোলজি
কোনটিই নয়


 বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশী ?
অক্সিজেন
নাইট্রোজেন
হাইড্রোজেন
মিথেন


 জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
রাজস্থান
মধ্যপ্রদেশ
উত্তরাখণ্ড
উত্তরপ্রদেশ


 আরাবাড়ি মডেল কি কারণের জন্য বিখ্যাত ?
সৌরতাপ কেন্দ্র
যৌথ বন ব্যবস্থাপনা
বৃষ্টির জল জমিয়ে সংরক্ষণ
পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র


 মিনামাটা রোগ প্রথম কোথায় দেখা যায় ?
ভারতে
চীনে
জাপানে
রাশিয়াতে


 বায়ু কি পদার্থ ?
মৌলিক পদার্থ
যৌগিক পদার্থ
মিশ্র পদার্থ
জলীয় পদার্থ


 সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত ?
অন্ধ্রপ্রদেশ
হিমাচল প্রদেশ
কেরালা
মধ্যপ্রদেশ


 ইলেট্রোস্ট্যাটিক প্রেসিপিটর যন্ত্র ব্যবহার হয় প্রধানত কোথায় ?
বায়ুদূষণ প্রতিরোধে
জলদূষণ প্রতিরোধে
পারমাণবিক দূষণ রোধে
শব্দ দূষণ রোধে


 ইস্পাত শিল্পে বায়ুদূষণ রোধ করা হয় কি ব্যবহার করে ?
নাইট্রোজেন ফার্নেস ব্যবহার করে
অক্সিজেন ফার্নেস ব্যবহার করে
অ্যাসিড ফার্নেস ব্যবহার করে
বেশ ফার্নেস ব্যবহার করে


 বায়ুর তেজস্ক্রিয় বায়ুদূষকের নাম হল -
রেডিয়াম
লিথিয়াম
স্ট্রনসিয়াম ও সিজিয়াম
প্ল্যাটিনাম


 জলের আপেক্ষিক তাপ -
বেশী
কম
কখনো বেশী কখনো কম
অজানা


 জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম কি ?
কার্বনেট
অ্যাফ্লাটস্কিন
আর্মনেট
স্ট্রিকনিন


 অপরিশোধিত জলকে পানীয় জলে পরিণত করার পদ্ধতিকে কি বলে ?
ফিলট্রেশন
সালফেট
ফসফেট
ক্ষার


 মৃত্তিকার দ্বারা ছত্রাকঘটিত প্রধানত যে রোগ ছড়ায় তার নাম কি ?
ক্লোমোমাইকসিস
অ্যামাইকোসিস
জ্যুমাইকোসিস
পেরিমাইকোসিস


 মৃত্তিকা দূষণের ভয়ঙ্করতর সমস্যার উৎস হল -
প্লাস্টিক বস্তু
জৈব আবর্জনা
ধাতব বস্তু
মলমুত্রাদি


 কলেরা কি ঘটিত রোগ ?
ভাইরাস
ব্যাকটেরিয়া
প্রোটোজোয়া
কৃমি


 ফাইলেরিয়া কি ঘটিত রোগ ?
কৃমি
ব্যাকটেরিয়া
ভাইরাস
প্রোটোজোয়া


 প্লেগ রোগের বাহক কে ?
বিড়ালের গায়ে বসবাসকারী উকুন
ইঁদুরের গায়ে বসবাসকারী এক ধরণের ফ্লি
ঘরের কোণের আরশোলা
গৃহপালিত পশুপাখি


 ম্যালেরিয়া রোগ বিস্তারকারী মশার প্রজাতির নাম কি ?
অ্যাডিস স্পি.
প্লাসমোডিয়াম স্পি.
অ্যানোফিলিস স্পি.
ম্যানসোনিয়া স্পি.


 ব্যাগাসোসিস রোগ হয় প্রধানত -
আখের সূক্ষ্ম ছিবড়ে থেকে
কয়লার গুঁড়ো থেকে
চুনের সূক্ষ্ম কণা থেকে
ধাতুকণা থেকে


 বিজিনোসিস রোগ দেখা যায় -
কয়লাখনির শ্রমিকদের
বস্ত্র শিল্পের শ্রমিকদের
রাসায়নিক শিল্পের শ্রমিকদের
ইস্পাত শিলের শ্রমিদের


 ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গুজ্বর প্রভৃতি হল -
মশাবাহিত রোগ
মাছিবাহিত রোগ
উকুনবাহিত রোগ
স্যান্ডফ্লাইবাহিত রোগ


 বিশ্বের কতভাগ ফসল কীটপতঙ্গ দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় ?
৫ ভাগ
১০ ভাগ
১৫ ভাগ
৩৩ ভাগ


 শব্দদূষণ পরিমাপের একক কি ?
বেল
ডেসিবেল
সেন্টিবেল
কিলোবেল


 তেজস্ক্রিয় প্রথম কে আবিষ্কার করেন ?
টমাস এডিসন
হেনরি বেকারেল
আলেকজান্ডার ফ্লেমিং
আইজ্যাক নিউটন


 রেডিয়াম কে আবিষ্কার করেন ?
মাদাম কুরি
গ্রেগর জোহান মেন্ডেল
কেপলার
জগদীশ চন্দ্র বোস


 গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয় কবে ?
১৯৮২ সালে
১৯৮৪ সালে
১৯৮৬ সালে
১৯৮৮ সালে


 বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত ?
৫ ভাগ
১০ ভাগ
২১ ভাগ
৭৭ ভাগ


 প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে ?
৫ই জুন
২২শে এপ্রিল
৩০শে সেপ্টেম্বর
১০ই মে


 বৃষ্টির অম্লতা মাপার যন্ত্রের নাম কি ?
থার্মোমিটার
অ্যামমিটার
PH মিটার
ব্যারোমিটার


 অপ্রচলিত শক্তির উৎস হল -
সৌরশক্তি
কয়লা
পেট্রোলিয়াম
জলবিদ্যুৎ শক্তি


 নিম্নলিখিত কোনটি সৌরশক্তি সংগ্রহে সক্ষম ?
উৎপাদক
প্রাথমিক খাদক
বিয়োজক
কোনটিই নয়


 পরিবেশ সংক্রান্ত কোনো বস্তুর গণনাকে কি বলে ?
গ্রিন অ্যাকাউন্ট
গ্রিন এগ্রিকালচার
গ্রিন অ্যাকাউন্টিং
গ্রিন কালচার


 সর্বাধিক ভূমিকম্পপ্রবণ দেশ কোনটি ?
ভারত
রাশিয়া
জাপান
ফিলিপাইন্স


 পশ্চিমবঙ্গে গণ্ডার সংরক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
বক্সায়
সুন্দরবনে
জলদাপাড়ায়
গোরুমারায়


 প্রকৃতির আঁচল বলা হয় কাকে ?
সমভূমি
পর্বত
অরণ্য
সমুদ্র


 আরণ্যক উপন্যাসটির রচয়িতা কে ?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
জীবনানন্দ দাশ


File Details:
PDF Name : 50 Environmental Science MCQ
Language : Bengali
Size : 0.7 mb
No. of Pages : 5
Download Link : Click Here To Download

More PDF
Download Link
General Knowledge MCQClick Here
Indian Geography MCQClick Here

No comments:

Post a Comment