Primary TET Practice Set in Bengali PDF Free | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট || Part-06
![]() |
Primary TET Practice Set in Bengali PDF Free Download |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
সকলের প্রিয় ও পছন্দের ওয়েবসাইট কলমে তোমাদের সকলকে স্বাগত। প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, Primary TET Practice Set in Bengali PDF; যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক পাঁচটি বিষয় থেকে মোট পঞ্চাশটি প্রশ্ন দেওয়া আছে। সুতরাং দেরী না করে প্রশ্নগুলি দেখে নাও এবং নীচ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
01. “জ্ঞান হল সকল প্রকার সম্পদের জননী” - উক্তিটি কার ?
ক) রুশো
খ) টারম্যান
গ) জন ডিউই
ঘ) হোল্ডিং
02. “মনোবিজ্ঞান হল চেতনার বিজ্ঞান” - উক্তিটি কার ?
ক) স্ট্যানলি
খ) ফ্রয়েবেল
গ) অ্যাঙ্গেল
ঘ) বার্নাড
03. থর্ণডাইক কোন প্রাণীর ওপর তাঁর পরীক্ষা পরিচালনা করেছিলেন ?
ক) ঘোড়া
খ) গাধা
গ) কুকুর
ঘ) শিল্পাঞ্জি
04. কোন সময়কে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় ?
ক) কৈশোর
খ) শৈশব
গ) প্রান্তীয় বাল্য
ঘ) প্রারম্ভিক বাল্য
05. আধুনিক শিক্ষা ব্যবস্থা কি কেন্দ্রিক ?
ক) শিক্ষক-শিক্ষিকা কেন্দ্রিক
খ) শিশুকেন্দ্রিক
গ) পাঠ্যক্রমকেন্দ্রিক
ঘ) চাকুরীকেন্দ্রিক
06. বুনিয়াদি শিক্ষার মূল নীতি কি ?
ক) গঠনের মূলক শিখন
খ) পাঠ্যপুস্তকের মাধ্যমে শিখন
গ) কাজের মাধ্যমে শিখন
ঘ) কোনটিই নয়
07. শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা কে ?
ক) গান্ধিজি
খ) রুশো
গ) অ্যাডামস
ঘ) ডিউই
08. কোথায় শিশুরা সর্বপ্রথম অনিয়ন্ত্রিত শিক্ষা গ্রহণ করে ?
ক) পরিবারে
খ) বিদ্যালয়ে
গ) ক্লাবে
ঘ) প্রাকৃতিক পরিবেশে
09. ব্রেইল লেখা হয় কয়টি বিন্দু দিয়ে ?
ক) চারটি
খ) পাঁচটি
গ) ছয়টি
ঘ) সাতটি
10. মুদালিয়র কমিশন কবে গঠিত হয় ?
ক) 1950 সালে
খ) 1952 সালে
গ) 1954 সালে
ঘ) 1956 সালে
11. মাতৃভাষাকে কে মাতৃ দুগ্ধের সঙ্গে তুলনা করেছেন ?
ক) গান্ধিজি
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) স্বামী বিবেকানন্দ
ঘ) এদের কেউই নন
12. ‘সন্ধ্যা’ - পদ পরিবর্তন করো।
ক) সান্ধ্যি
খ) সান্ধ্য
গ) সান্ধ্যা
ঘ) সান্ধ্যিয়
13. ‘তট’ - সমার্থক শব্দ লেখো।
ক) পুলিন
খ) ভানু
গ) তরঙ্গিনি
ঘ) নীর
14. ‘যাহা জানা যায় না’ - এককথায় প্রকাশ করো।
ক) অজ্ঞেয়
খ) অজ্ঞাত
গ) অগ্রজ
ঘ) অনুজ
15. ‘জিন্দাবাদ’ - বিপরীতার্থক শব্দ লেখো।
ক) পরাজয়
খ) মুর্দাবাদ
গ) অজিন্দাবাদ
ঘ) কোনটিই নয়
16. গুপি ও বাঘা চরিত্রগুলির স্রষ্টা কে ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) সুনীল গঙ্গোপাধ্যায়
গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
ঘ) সুকুমার রায়
17. ‘একচালা’ শব্দটি কোন সমাস ?
ক) নিত্য সমাস
খ) কর্মধারয় সমাস
গ) দ্বিগু সমাস
ঘ) সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাস
18. ‘তন্দ্রালসে’ শব্দটির সন্ধিবিচ্ছেদ করো।
ক) তন্ত্র + অলস
খ) তন্ত্র + আলসে
গ) তন্দ্রা + অলস
ঘ) তন্দ্রা + আলসে
19. “আপনারা বসিয়া খাবেন। ” - ‘বসিয়া খাবেন’ কোন ধরণের ভুল ?
ক) বাক্য সংক্রান্ত ভুল
খ) শব্দ সংক্রান্ত ভুল
গ) ব্যাকরণগত ভুল
ঘ) ভাষারীতি সংক্রান্ত ভুল
20. টেনিদা চরিত্রের স্রষ্টা কে ?
ক) নারায়ণ গঙ্গোপাধ্যায়
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) সমরেশ বসু
ঘ) পেমেন্দ্র মিত্র
❑ Choose the word opposite in meaning to the given word.
21. MELODIOUS :
a) Harmonious
b) Tuneless
c) Odious
d) Mellifluous
22. ENLIGHTEN :
a) Slander
b) Bemoan
c) Darken
d) Befog
23. ZEAL :
a) Disinterest
b) Apathy
c) Carelessness
d) Hatred
24. Find the wrongly spelt word :
a) Calculate
b) Articulate
c) Vacilate
d) Gesticulate
25. Find the wrongly spelt word :
a) Earnest
b) Infest
c) Detest
d) Againest
❑ Fill in the blank with relative pronoun.
26. He is here, _____ is fortunate.
a) Who
b) Whose
c) Which
d) That
❑ Fill in the blank with a suitable word.
27. This is the _____ Post Office to my house.
a) Farthest
b) Next
c) Nearest
d) Closest
❑ Fill in the blanks with preposition :
28. He was afraid _____ tell the truth.
a) Of
b) At
c) To
d) On
29. He succeeded _____ convincing his critics.
a) Of
b) On
c) At
d) In
❑ Fill in the blank with an ‘Infinitive’ -
30. ____ is worth ambition.
a) To borrow
b) To reign
c) To repent
d) To cry
31. দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10 ও অঙ্কদ্বয়ের গুণফল 16 হলে ওই সংখ্যার 40% কত ?
ক) 11
খ) 12.2
গ) 32
ঘ) 32.8
32. দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশী। তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ ?
ক) 65%
খ) 70%
গ) 75%
ঘ) 80%
33. কোন শহরের লোকসংখ্যা 15,625 জন। প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোকসংখ্যা কত হবে ?
ক) 16983
খ) 18693
গ) 19638
ঘ) 19683
34. একটি শ্রেণিতে শতকরা 42 জন ইংরেজি, শতকরা 36 জন অঙ্ক এবং শতকরা 15 জন উভয় বিষয় পড়ে। শতকরা কতজন ইংরেজি বা অঙ্ক পড়েনা ?
ক) 22
খ) 37
গ) 42
ঘ) 63
35. কত লিটার জল তুলে নিলে 29 লিটার মিশ্রণে চিনির পরিমাণ 17% থেকে বেড়ে 29% হবে ?
ক) 12 লিটার
খ) 12.5 লিটার
গ) 13 লিটার
ঘ) 13.5 লিটার
36. একটি জমি 4085 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হয়। জমিটির ক্রয়মূল্য কত ?
ক) 4200 টাকা
খ) 4259.25 টাকা
গ) 4300 টাকা
ঘ) 4350 টাকা
37. এক ব্যক্তি একটি দ্রব্য 150 টাকায় বিক্রি করায় 25% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
ক) 125 টাকা
খ) 175 টাকা
গ) 200 টাকা
ঘ) 225 টাকা
38. A একটি বাইসাইকেল B কে 15% লাভে এবং B ওই বাইসাইকেলটি C কে 20% লাভে বিক্রয় করে। তবে মোট প্রকৃত লাভ কত ?
ক) 34%
খ) 35%
গ) 36%
ঘ) 38%
39. এক ব্যক্তি টাকায় 21 টি লজেন্স ক্রয় করে। একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 5% লাভ হবে ?
ক) 16
খ) 18
গ) 20
ঘ) 30
40. A একটি দ্রব্য B কে 15% লাভে এবং B ওই দ্রব্যটি C কে 10% ক্ষতিতে বিক্রয় করে। যদি C এর ক্রয়মূল্য 207 টাকা হয়, তবে A এর ক্রয়মূল্য কত ?
ক) 197 টাকা
খ) 199 টাকা
গ) 200 টাকা
ঘ) 201 টাকা
41. নদীর ধারে গড়ে ওঠা প্রাচীন সভ্যতা গুলির অপর নাম কি ?
ক) নাব্য সভ্যতা
খ) নদী তীর সভ্যতা
গ) জলীয় সভ্যতা
ঘ) জল সভ্যতা
42. স্নায়ুতন্ত্রের ক্ষতি করে এমন ধাতু ?
ক) সিসা ও পারদ
খ) দস্তা ও রুপো
গ) লোহা ও অ্যালুমিনিয়াম
ঘ) লোহা ও তামা
43. শিল্প এলাকায় কোন গ্যাসের ঘনত্ব বেশী দেখা যায় ?
ক) অক্সিজেন
খ) আর্গন
গ) নিয়ন
ঘ) সালফার ড্রাই অক্সাইড
44. নিম্নের কোথায় থর মরুভূমি অবস্থিত ?
ক) রাজস্থানে
খ) উত্তরপ্রদেশে
গ) বিহারে
ঘ) পাঞ্জাবে
45. কোনো নির্দিষ্ট স্থানের সকল প্রজাতির জীবকে একত্রে কি বলে ?
ক) ইকোড
খ) ডিকোড
গ) বায়োম
ঘ) বায়োটা
46. কত সালে ভারতে মানবাধিকার রক্ষার আইন পাস হয় ?
ক) 1991 সালে
খ) 1993 সালে
গ) 1995 সালে
ঘ) 1997 সালে
47. পৃথিবীর কোন অংশকে লিথোস্ফিয়ার বলে ?
ক) জল
খ) মৃত্তিকা
গ) ভূপৃষ্ঠ
ঘ) কোনটিই নয়
48. সীসা অক্সাইড কি গ্যাস ?
ক) তরল গ্যাস
খ) মিশ্র গ্যাস
গ) উপকারী গ্যাস
ঘ) বিষাক্ত গ্যাস
49. ‘ক্লাব অফ রোম’ কত সালে গঠিত হয় ?
ক) ১৯৬৪ সালে
খ) ১৯৬৬ সালে
গ) ১৯৬৮ সালে
ঘ) ১৯৭০ সালে
50. বায়ুমণ্ডলের অক্সিজেনের মূল উৎস কি ?
ক) শ্বসন
খ) রেচন
গ) সালোকসংশ্লেষ
ঘ) উড্ডয়ন
File Details:
PDF Name : Primary TET Practice Set 06
Language : Bengali
Size : 0.9 mb
No. of Pages : 6
Download Link : Click Here To Download
More PDF | Download Link |
---|---|
Primary TET Practice Set 05 | Click Here |
Primary TET Syllabus | Click Here |
Better group thank you admin
ReplyDeleteBetter than othour competitive exam group thank you so much admin
ReplyDelete