Breaking



Tuesday 22 December 2020

GK Album Part-38

GK Album Part-38 - জিকে অ্যালবাম

GK Album Part-38
GK Album Part-38

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-38; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

❖ আফগানিস্তানের রাষ্ট্রপতির নাম কি ?
উত্তরঃ আশরাফ গনি। 

❖ কে  ‘গুরুদেব’ নামে সুবিখ্যাত ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

❖ একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও।
উত্তরঃ মিথেন।

❖ ‘টি’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তরঃ গলফ।  

❖ ‘ইন্দিরা গান্ধী রিটার্নস’ বইটির রচয়িতা কে ?
উত্তরঃ খুশবন্ত সিং।

❖ ‘War and Peace’ -এর রচয়িতা কে ?
উত্তরঃ লিও টলস্টয়।

❖ ‘অর্থশাস্ত্র’ এর রচয়িতা কে ?
উত্তরঃ কৌটিল্য।

❖ ১৯২৫ সালে কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন ?
উত্তরঃ সরোজিনী নাইডু।

❖ বিখ্যাত সংগীত ‘ইম্যাজিন’ কার রচনা ?
উত্তরঃ জন লেনন।

❖ শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন ?
উত্তরঃ মহাবীর।

No comments:

Post a Comment