Breaking



Wednesday 23 December 2020

WBPSC Udyan Palan Projukti Sahayak Practice Set in Bengali PDF

WBPSC Udyan Palan Projukti Sahayak Practice Set in Bengali PDF | উদ্যান পালন প্রযুক্তি সহায়ক প্র্যাকটিস সেট 

WBPSC Udyan Palan Projukti Sahayak Practice Set in Bengali PDF Download
 WBPSC Udyan Palan Projukti Sahayak Practice Set in Bengali PDF Download

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আগত উদ্যান পালন প্রযুক্তি সহায়ক পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ বিনামূল্যে, WBPSC Udyan Palan Projukti Sahayak Practice Set in Bengali PDF; যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক বিষয়গুলি থেকে মোট চল্লিশটি প্রশ্ন দেওয়া আছে। সুতরাং দেরী না করে প্রশ্নগুলি দেখে নাও ও নীচ থেকে এটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও। 

Udyan Palan Projukti Sahayak Practice Set

➤ ‘কন্যা বোন সমৃদ্ধি যোজনা’ কোন রাজ্য চালু করেছে ?
উত্তরপ্রদেশ
সিকিম
মহারাষ্ট্র 
রাজস্থান 


➤ ২০১৯ সালের NATO শিখর বৈঠক (৩-৪ ডিসেম্বর) কোথায় অনুষ্ঠিত হল ? 
লন্ডন 
প্যারিস
বার্লিন
বেলগ্রেড 


➤ কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয় ?
১৯৩১ সালে
১৯৩২ সালে
১৯৩৩ সালে
১৯৩৪ সালে 


➤ টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ৭০০০ রান সম্পূর্ণ করার রেকর্ড কে গড়লেন ?
স্টিভ স্মিথ 
বিরাট কোহলি
হাসিম আমলা
জো রুট 


➤ বছরের কোন দিনটি ‘জলবিষুব’ নামে পরিচিত ?
২১শে সেপ্টেম্বর
২২শে সেপ্টেম্বর
২৩শে সেপ্টেম্বর 
২৪শে সেপ্টেম্বর 


➤ ‘ডিভাইন কমেডি’ বইটির লেখক কে ?
মিলটন
দান্তে আলিগিয়েরি 
শেক্সপিয়র
গোথে 


➤ নিম্নের কোনটি সবচেয়ে বড় বায়োস্ফিয়ার রিজার্ভ ?
কাজিরাঙ্গা
বন্দিপুর
পেরিয়ার
কচ্ছের রণ 


➤ নিম্নের কোনটি প্রথম সাম্প্রদায়িক সংগঠন ? 
মুসলিম লীগ 
হিন্দু মহাসভা
অকালি দল
খাকসার তেহরিক 


➤ কৌলীন্য প্রথা কে চালু করেন ?
ধর্মপাল
অশোক
বল্লাল সেন 
চন্দ্রগুপ্ত মৌর্য  


➤ স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা কে ?
অশ্বিনী কুমার দত্ত 
বাঘা যতীন
সাভারকর
পি. দাস 


১১. নিম্নের কোন হরমোনটিকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় ?
ইনসুলিন 
অ্যাড্রিনালিন
থাইরক্সিন
গ্লুকাগন


➤ চোখে ধুলো ঢুকলে চোখের কোন অংশটি লাল হয় ও জ্বালা করতে থাকে ?
কর্ণিয়া
করয়েড
কনজাংটিভ 
সক্লেরা


➤ মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কয়টি ?
১১ জোড়া
১২ জোড়া 
১৩ জোড়া
১৪ জোড়া 


➤ চোখের কীসে প্রতিবিম্ব গঠিত হয় ?
রেটিনায় 
লেন্সে 
কর্ণিয়াতে 
করয়েডে 


➤ রক্তে হিমোগ্লোবিনের কাজ কি ?
অক্সিজেন পরিবহন করা 
রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
রোগ প্রতিরোধ করা 
উপরোক্ত সবকটিই 


➤ কোন যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয় ?
হাইড্রোমিটার
হাইগ্রোমিটার 
অল্টিমিটার 
ব্যারোমিটার 


➤ পশুর দাঁতে ও অস্থিতে নীচের কোন রাসায়নিক পদার্থটি পাওয়া যায় ?
সোডিয়াম ক্লোরাইড
কার্বোহাইড্রেট 
ক্যালসিয়াম ফসফেট 
ক্যালসিয়াম সালফেট 


➤ স্নায়ুতন্ত্রের কোন অংশটি ঘ্রাণ গ্রাহক ?
অলফ্যাক্টরি কোশ 
মেইজেনার কণিকা 
প্যাসিনিয়ান কণিকা 
কটিযন্ত্র 


➤ চৌম্বক আবেশ মাপার এককের নাম কি ?
জুল
গ্রেস
গাউস 
ওরেবার


➤ ‘স্টেনলেস স্টিল’ কীসের মিশ্রণ ?
লোহা ও কার্বন
লোহা ও জিঙ্ক
কপার ও জিঙ্ক
লোহা, নিকেল ও ক্রোমিয়াম 


➤ 24, 28,32 সংখ্যা তিনটির গ.সা.গু. ও ল.সা.গু. –র গুণফল নির্ণয় করো।
2588
2670
2678
2688 


➤ একটি দ্রবণে অ্যাসিড ও জলের অনুপাত ছিল 4:3, দ্রবণটিতে আরো 7 লিটার জল মিশ্রিত করায় ওই অনুপাতটি হল 3:4। দ্রবণটিতে অ্যাসিডের পরিমাণ কত ?
9 লিটার 
12 লিটার
16 লিটার 
18 লিটার 


➤ একটি আয়তকার মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 13:5, মেঝেটির প্রস্থ যদি 10 মিটার হয়, তবে মেঝেটির পরিসীমা হবে - 
65
70
72 
75 


➤ সুজনের বয়স 8 বছর 9 মাস। সাহেব সুজনের চেয়ে 4 মাসের বড়। দুজনের গড় বয়স কত ?
7 বছর 9 মাস 
7 বছর 10 মাস 
8 বছর 10 মাস 
8 বছর 11 মাস


➤ কোনো আসল 5 বছরে সুদে-মূলে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে ?
19%
20% 
22%
25% 


➤ বার্ষিক 9% হারে 3 বছরে 30000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত ?
8050.77 টাকা
8850.87 টাকা
8500.87 টাকা 
8600.78 টাকা 


➤ বার্ষিক 10% হারে 10000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত ?
2100 টাকা 
2200 টাকা
2500 টাকা  
2600 টাকা


➤ বাসভাড়া বেড়ে 4 টাকা থেকে 4.50 টাকা হল।  বাস ভাড়া শতকরা কত ভাগ বৃদ্ধি পেল ?
10.50 টাকা
11.50 টাকা
12 টাকা
12.50 টাকা 


➤ 5 জন লোক 5 দিনে 5টি টেবিল তৈরি করে, 10 জন লোক 10 দিনে কয়টি টেবিল তৈরি করবে ?
15 টি
20 টি 
25 টি
30 টি 


➤ একটি রেডিও 450 টাকায় বিক্রি করলে যত লাভ হয়, 350 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়।  রেডিওটির ক্রয়মূল্য কত ?
200 টাকা
300 টাকা
400 টাকা 
500 টাকা 


Fill in the blanks with appropriate prepositions :

➤ He is lame ____ one leg.
in
of 
for
with 


➤ She was the innocent ____ the crime.
at
of 
into
for 


Write the antonym of the word :

➤ Civilized - 
dirty 
vague
clear
savage 


➤ Juxtaposition - 
proximity 
termination
separation 
remoteness


Write the meaning of the idioms :

➤ At six and sevens - 
very slowly
comfortable
to keep at a distance
in a disordered manner 


➤ Take one to task - 
rebuke 
decide
a little
rapidly 


Write the synonym of the word :
 
➤ Adhere - 
spilt
cling 
poverty
disaster 


➤ Genuine - 
real 
unreal
similar
false 


One word substitution :

➤ To alternate layers is - 
stratify
derange 
alternate
interlaminate 


 Tired and bored - 
exhausted 
weary
listless 
faded

File Details:
PDF Name : PSC Udyan Palan Projukti Sahayak Practice Set 01
Language : Bengali
Size : 0.7 mb 
No. of Pages : 05
Download Link : Click Here To Download
 
More PDFDownload Link
উদ্যান পালন প্রযুক্তি সিলেবাসClick Here
ফুড সাব-ইন্সপেক্টর প্র্যাকটিস সেটClick Here

No comments:

Post a Comment