WB Primary TET Practice Set in Bengali PDF | Part-05
![]() |
| WB Primary TET Practice Set in Bengali PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সহযোগিতা আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, সম্পূর্ণ সিলেবাসভত্তিক WB Primary TET Practice Set in Bengali PDF; যেটি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নগুলি দেখে নাও এবং নীচের দেওয়া লিঙ্ক থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
| Practice Set | No. Questions |
|---|---|
| Primary TET | 50 |
01. শিশুর জ্ঞানমূলক বিকাশের তত্ত্বের প্রবর্তক কে ?
থর্ণডাইক
পিঁয়াজে
কোহলবার্গ
থমসন
02. ‘শিক্ষা হল ত্রিমুখী প্রক্রিয়া’ – উক্তিটি কার ?
জন ডিউই
থমসন
থর্ণডাইক
পিঁয়াজে
03. যে আগ্রহ জন্মসূত্রে প্রাপ্ত, তাকে কি বলে ?
ক্ষণস্থায়ী অনুরাগ
দীর্ঘস্থায়ী অনুরাগ
অর্জিত অনুরাগ
সহজাত অনুরাগ
04. ব্যক্তির দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য এবং বংশগতি নিয়ন্ত্রিত হয় কার দ্বারা ?
জিন
পরিবেশ
ক্রোমোজোম
কোশ
05. মানুষের প্রতিটি দেহকোশে কটি ক্রোমোজোম থাকে ?
23টি
36টি
46টি
48টি
06. মহিলাদের বয়ঃসন্ধিকাল শুরু হয় কত বছর বয়সে ?
8-10 বছর
10-11 বছর
10-12 বছর
12-14 বছর
07. পিঁয়াজের মতে প্রাণীর আত্মসংরক্ষণের প্রবণতাকে কি বলা হয় ?
উপস্থাপন
আত্তীকরণ
উপযোজন
সংরক্ষণ
08. কোন উপাদানকে চক্ষুর রঙকে প্রভাবিত করে ?
থাইরয়েড
বংশগতি
পরিবেশ
পিটুইটারি
09. নীচের কোন ক্রোমোজোমযুগ্ম কন্যা সন্তানের দেহে লক্ষ্য করা যায় ?
XX
YY
XY
XA
10. ছেলেরা সাধারণত মনোভাব গঠনের ক্ষেত্রে কাকে অনুকরণ করে ?
মাকে
বাবাকে
দাদুকে
ঠাকুরমাকে
11. বাক্যতত্ত্বের অপর নাম কি ?
প্রকৃতি
রূপতত্ত্ব
পদক্রম
অর্থক্রম
12. কোন অংশে বর্ণের বিন্যাস আলোচনা হয় ?
শব্দতত্ত্বে
বাক্যতত্ত্বে
অর্থতত্ত্বে
ধ্বনিতত্ত্বে
13. ব্যাকরণ শিক্ষায় শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি ?
আরোহী
অবরোহী
সূত্র পদ্ধতি
প্রসঙ্গ পদ্ধতি
14. বৃত্তির দিক থেকে মূল্যায়নকে কত ভাগে ভাগ করা হয় ?
দুই ভাগে
তিন ভাগে
চার ভাগে
পাঁচ ভাগে
15. নীচের কোনটি আদি এবং অকৃত্রিম একটি শিক্ষা বিষয়ক উপকরণ ?
ব্ল্যাকবোর্ড
চার্ট
চক
পাঠ্যপুস্তক
16. ‘জলদ’ শব্দের ব্যবহারিক অর্থ নির্বাচন করো।
আকাশ
সমুদ্র
মেঘ
জল দান করে যে
17. ‘দেবীগর্জন’ নাটকটির নাট্যকার কে ?
শম্ভু মিত্র
বিজন ভট্টাচার্য
উৎপল দত্ত
বাদল সরকার
18. ‘অগ্রসর হয়ে অভ্যর্থনা জানানো’ – এককথায় প্রকাশ করো।
আগমন
বিদায়
প্রতিআগমন
প্রত্যুদগমন
19. সমরেশ বসুর প্রকৃত নাম কি ?
সুরভী বসু
ভবানী বসু
সুরথনাথ বসু
সুরথীনাথ বসু
20. চাউল শব্দটির অর্থ কি ?
তৎসম
তদ্ভব
দেশি
বিদেশী
❑ Choose the most appropriate preposition to fill in the blanks.
21. Sneha is absorbed ____ her studies.
by
in
of
with
22. The father is blind _____ his son’s many faults.
of
to
on
upon
23. This book is dedicated _____ his mother.
of
for
with
to
24. I took pride _____ being a member of that elite institution.
of
in
with
upon
25. He will not be excused ____ coming late.
in
with
to
for
❑ Select the word opposite in meaning to the given word.
26. COMMON :
Familiar
Known
Vulgar
Exceptional
27. INNOCENCE :
Ploy
Criminal
Sapience
Guilt
28. Choose the word which has been spelt correctly.
Quession
Exercyse
Beneficial
Confiddent
29. Choose the word which has been misspelt.
Unfortunate
Souvinir
Spokeman
National
❑ Choose the appropriate alternative.
30. A period of ten years is called –
Fortnight
Annuity
Anniversary
Decade
31. ভারতীয় অরণ্য আইন প্রণয়ন করা হয় কত সালে ?
1907 সালে
1927 সালে
1937 সালে
1947 সালে
32. নীচের কোনটি সালফারঘটিত দূষক গ্যাস ?
সালফার ডাইঅক্সাইড
নাইট্রিক অক্সাইড
সালফিউরিক অ্যাসিড
সালফার
33. কেন্দুপাতা দিয়ে কি তৈরি হয় ?
বিড়ি
সিগারেট
তামাক
কোনটিই নয়
34. বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কবে চালু হয় ?
1961 সালে
1971 সালে
1981 সালে
1991 সালে
35. বাস্তুতন্ত্র সম্পর্কিত পঠনপাঠনকে কি বলে ?
ইকোলজি
সাইকোলজি
ফিজিওলজি
জিওলজি
36. যে জলে সাবান ঘষলে সহজে ফেনা হয়না, তাকে কি বলে ?
মৃদুজল
খরজল
আম্লিক জল
ক্ষারীয় জল
37. চের্নোবিলের ঘটনা কবে ঘটেছিল ?
1982 সালে
1984 সালে
1986 সালে
1988 সালে
38. ভূ-তাপমাত্রা বৃদ্ধির কারণ কি ?
পেট্রোল
ওজোন স্তরের ক্ষয়
গ্রিনহাউস গ্যাস
কোনটিই নয়
39. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তাপশোষক বলে পরিচিত ?
অক্সিজেন
হাইড্রোজেন
ফসফরাস
মিথেন
40. ‘Fall of a sparrow’ – বইটি কে লিখেছেন ?
টমাস কুক
র্যাচেল কারগন
গোপাল ভট্টাচার্য
সালিম আলী
41. 160 এর নিকটবর্তী কোন সংখ্যাকে 8 এবং 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 3 অবশিষ্ট থাকবে ?
75
147
220
230
42. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 728 এবং 900 কে ভাগ করলে যথাক্রমে 8 এবং 4 অবশিষ্ট থাকে।
4
8
14
16
43. তিনটি সংখ্যার অনুপাত 5 : 7 : 9 এবং তাদের গ.সা.গু. 45 হলে, বৃহত্তম সংখ্যা কত ?
225
315
405
945
44. পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা। বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল ?
20 টাকা
21 টাকা
22 টাকা
24 টাকা
45. এক অসৎ ব্যবসায়ী 5% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং ওজনেও 20% কম দেয়। তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত ?
1.5%
31%
31.25%
তথ্য সম্পূর্ণ নয়
46. এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রয় করে। বইটি 5 টাকা বেশী মূল্যে বিক্রয় করলে 15% লাভ হত। বইটির বিক্রয়মূল্য কত ?
15 টাকা
18 টাকা
20 টাকা
22 টাকা
47. 16 টি দ্রব্যের ক্রয়মূল্য 20 টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান হলে, শতকরা ক্ষতির পরিমাণ কত ?
16%
20%
22%
24%
48. এক ব্যক্তি 3 টাকা মূল্যের 30 টি কলা কিনল। 16 টি কলা 15% লাভে এবং বাকি কলা 30% লাভে বিক্রয় করায় মোটের ওপর লাভের হার কত ?
17%
22%
31%
33%
49. A একা একটি কাজ 25 দিনে এবং B একা সেই কাজটি 20 দিনে করতে পারে। B একা কাজটি শুরু করার 2 দিন পর A কাজে যোগ দেয়। তবে, বাকি কাজ A ও B একত্রে কতদিনে শেষ করবে ?
8 দিন
10 দিন
12 দিন
16 দিন
50. A নল, B নলের 3 গুণ ক্ষমতাসম্পন্ন। একটি চৌবাচ্চা B নল 16 ঘণ্টায় জলপূর্ণ করতে পারে। একত্রে ওই দুটি নল দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে ?
3 ঘণ্টা
4 ঘণ্টা
5 ঘণ্টা
6 ঘণ্টা
File Details:
PDF Name : WB Primary TET Practice Set 05
Language : Bengali
Size : 0.8 mb
No. of Pages : 6
Download Link : Click Here To Download
| More PDF | Download Link |
|---|---|
| Primary TET Practice Set 04 | Click Here |
| Primary TET Syllabus | Click Here |

Sir nice job . ekta request 6ilo tet er ro new practice set gulo diben plzz
ReplyDelete