WB Primary TET Practice Set in Bengali PDF | Part-05
![]() |
WB Primary TET Practice Set in Bengali PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সহযোগিতা আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, সম্পূর্ণ সিলেবাসভত্তিক WB Primary TET Practice Set in Bengali PDF; যেটি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নগুলি দেখে নাও এবং নীচের দেওয়া লিঙ্ক থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
Practice Set | No. Questions |
---|---|
Primary TET | 50 |
01. শিশুর জ্ঞানমূলক বিকাশের তত্ত্বের প্রবর্তক কে ?
থর্ণডাইক
পিঁয়াজে
কোহলবার্গ
থমসন
02. ‘শিক্ষা হল ত্রিমুখী প্রক্রিয়া’ – উক্তিটি কার ?
জন ডিউই
থমসন
থর্ণডাইক
পিঁয়াজে
03. যে আগ্রহ জন্মসূত্রে প্রাপ্ত, তাকে কি বলে ?
ক্ষণস্থায়ী অনুরাগ
দীর্ঘস্থায়ী অনুরাগ
অর্জিত অনুরাগ
সহজাত অনুরাগ
04. ব্যক্তির দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য এবং বংশগতি নিয়ন্ত্রিত হয় কার দ্বারা ?
জিন
পরিবেশ
ক্রোমোজোম
কোশ
05. মানুষের প্রতিটি দেহকোশে কটি ক্রোমোজোম থাকে ?
23টি
36টি
46টি
48টি
06. মহিলাদের বয়ঃসন্ধিকাল শুরু হয় কত বছর বয়সে ?
8-10 বছর
10-11 বছর
10-12 বছর
12-14 বছর
07. পিঁয়াজের মতে প্রাণীর আত্মসংরক্ষণের প্রবণতাকে কি বলা হয় ?
উপস্থাপন
আত্তীকরণ
উপযোজন
সংরক্ষণ
08. কোন উপাদানকে চক্ষুর রঙকে প্রভাবিত করে ?
থাইরয়েড
বংশগতি
পরিবেশ
পিটুইটারি
09. নীচের কোন ক্রোমোজোমযুগ্ম কন্যা সন্তানের দেহে লক্ষ্য করা যায় ?
XX
YY
XY
XA
10. ছেলেরা সাধারণত মনোভাব গঠনের ক্ষেত্রে কাকে অনুকরণ করে ?
মাকে
বাবাকে
দাদুকে
ঠাকুরমাকে
11. বাক্যতত্ত্বের অপর নাম কি ?
প্রকৃতি
রূপতত্ত্ব
পদক্রম
অর্থক্রম
12. কোন অংশে বর্ণের বিন্যাস আলোচনা হয় ?
শব্দতত্ত্বে
বাক্যতত্ত্বে
অর্থতত্ত্বে
ধ্বনিতত্ত্বে
13. ব্যাকরণ শিক্ষায় শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি ?
আরোহী
অবরোহী
সূত্র পদ্ধতি
প্রসঙ্গ পদ্ধতি
14. বৃত্তির দিক থেকে মূল্যায়নকে কত ভাগে ভাগ করা হয় ?
দুই ভাগে
তিন ভাগে
চার ভাগে
পাঁচ ভাগে
15. নীচের কোনটি আদি এবং অকৃত্রিম একটি শিক্ষা বিষয়ক উপকরণ ?
ব্ল্যাকবোর্ড
চার্ট
চক
পাঠ্যপুস্তক
16. ‘জলদ’ শব্দের ব্যবহারিক অর্থ নির্বাচন করো।
আকাশ
সমুদ্র
মেঘ
জল দান করে যে
17. ‘দেবীগর্জন’ নাটকটির নাট্যকার কে ?
শম্ভু মিত্র
বিজন ভট্টাচার্য
উৎপল দত্ত
বাদল সরকার
18. ‘অগ্রসর হয়ে অভ্যর্থনা জানানো’ – এককথায় প্রকাশ করো।
আগমন
বিদায়
প্রতিআগমন
প্রত্যুদগমন
19. সমরেশ বসুর প্রকৃত নাম কি ?
সুরভী বসু
ভবানী বসু
সুরথনাথ বসু
সুরথীনাথ বসু
20. চাউল শব্দটির অর্থ কি ?
তৎসম
তদ্ভব
দেশি
বিদেশী
❑ Choose the most appropriate preposition to fill in the blanks.
21. Sneha is absorbed ____ her studies.
by
in
of
with
22. The father is blind _____ his son’s many faults.
of
to
on
upon
23. This book is dedicated _____ his mother.
of
for
with
to
24. I took pride _____ being a member of that elite institution.
of
in
with
upon
25. He will not be excused ____ coming late.
in
with
to
for
❑ Select the word opposite in meaning to the given word.
26. COMMON :
Familiar
Known
Vulgar
Exceptional
27. INNOCENCE :
Ploy
Criminal
Sapience
Guilt
28. Choose the word which has been spelt correctly.
Quession
Exercyse
Beneficial
Confiddent
29. Choose the word which has been misspelt.
Unfortunate
Souvinir
Spokeman
National
❑ Choose the appropriate alternative.
30. A period of ten years is called –
Fortnight
Annuity
Anniversary
Decade
31. ভারতীয় অরণ্য আইন প্রণয়ন করা হয় কত সালে ?
1907 সালে
1927 সালে
1937 সালে
1947 সালে
32. নীচের কোনটি সালফারঘটিত দূষক গ্যাস ?
সালফার ডাইঅক্সাইড
নাইট্রিক অক্সাইড
সালফিউরিক অ্যাসিড
সালফার
33. কেন্দুপাতা দিয়ে কি তৈরি হয় ?
বিড়ি
সিগারেট
তামাক
কোনটিই নয়
34. বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কবে চালু হয় ?
1961 সালে
1971 সালে
1981 সালে
1991 সালে
35. বাস্তুতন্ত্র সম্পর্কিত পঠনপাঠনকে কি বলে ?
ইকোলজি
সাইকোলজি
ফিজিওলজি
জিওলজি
36. যে জলে সাবান ঘষলে সহজে ফেনা হয়না, তাকে কি বলে ?
মৃদুজল
খরজল
আম্লিক জল
ক্ষারীয় জল
37. চের্নোবিলের ঘটনা কবে ঘটেছিল ?
1982 সালে
1984 সালে
1986 সালে
1988 সালে
38. ভূ-তাপমাত্রা বৃদ্ধির কারণ কি ?
পেট্রোল
ওজোন স্তরের ক্ষয়
গ্রিনহাউস গ্যাস
কোনটিই নয়
39. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তাপশোষক বলে পরিচিত ?
অক্সিজেন
হাইড্রোজেন
ফসফরাস
মিথেন
40. ‘Fall of a sparrow’ – বইটি কে লিখেছেন ?
টমাস কুক
র্যাচেল কারগন
গোপাল ভট্টাচার্য
সালিম আলী
41. 160 এর নিকটবর্তী কোন সংখ্যাকে 8 এবং 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 3 অবশিষ্ট থাকবে ?
75
147
220
230
42. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 728 এবং 900 কে ভাগ করলে যথাক্রমে 8 এবং 4 অবশিষ্ট থাকে।
4
8
14
16
43. তিনটি সংখ্যার অনুপাত 5 : 7 : 9 এবং তাদের গ.সা.গু. 45 হলে, বৃহত্তম সংখ্যা কত ?
225
315
405
945
44. পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা। বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল ?
20 টাকা
21 টাকা
22 টাকা
24 টাকা
45. এক অসৎ ব্যবসায়ী 5% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং ওজনেও 20% কম দেয়। তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত ?
1.5%
31%
31.25%
তথ্য সম্পূর্ণ নয়
46. এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রয় করে। বইটি 5 টাকা বেশী মূল্যে বিক্রয় করলে 15% লাভ হত। বইটির বিক্রয়মূল্য কত ?
15 টাকা
18 টাকা
20 টাকা
22 টাকা
47. 16 টি দ্রব্যের ক্রয়মূল্য 20 টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান হলে, শতকরা ক্ষতির পরিমাণ কত ?
16%
20%
22%
24%
48. এক ব্যক্তি 3 টাকা মূল্যের 30 টি কলা কিনল। 16 টি কলা 15% লাভে এবং বাকি কলা 30% লাভে বিক্রয় করায় মোটের ওপর লাভের হার কত ?
17%
22%
31%
33%
49. A একা একটি কাজ 25 দিনে এবং B একা সেই কাজটি 20 দিনে করতে পারে। B একা কাজটি শুরু করার 2 দিন পর A কাজে যোগ দেয়। তবে, বাকি কাজ A ও B একত্রে কতদিনে শেষ করবে ?
8 দিন
10 দিন
12 দিন
16 দিন
50. A নল, B নলের 3 গুণ ক্ষমতাসম্পন্ন। একটি চৌবাচ্চা B নল 16 ঘণ্টায় জলপূর্ণ করতে পারে। একত্রে ওই দুটি নল দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে ?
3 ঘণ্টা
4 ঘণ্টা
5 ঘণ্টা
6 ঘণ্টা
File Details:
PDF Name : WB Primary TET Practice Set 05
Language : Bengali
Size : 0.8 mb
No. of Pages : 6
Download Link : Click Here To Download
More PDF | Download Link |
---|---|
Primary TET Practice Set 04 | Click Here |
Primary TET Syllabus | Click Here |
Sir nice job . ekta request 6ilo tet er ro new practice set gulo diben plzz
ReplyDelete