জেনারেল নলেজ MCQ প্রশ্ন উত্তর PDF | General Knowledge MCQ in Bengali PDF
![]() |
জেনারেল নলেজ MCQ |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে জেনারেল নলেজ MCQ প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে গুরুত্বপূর্ণ ১০০টি জেনারেল নলেজ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। প্রশ্নোত্তরগুলি তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
জেনারেল নলেজ MCQ
০১. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
দেরাদুনকে
আমেদাবাদকে
কোচিনকে
সুরাটকে
০২. কোলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি ?
হলদিয়া
চেন্নাই
কোলাঘাট
কোচিন
০৩. নিম্নের কোনটি পৃথিবীর নিরব শহর নামে পরিচিত ?
প্যারিস
ওয়াশিংটন
লন্ডন
রোম
০৪. সূর্যসিদ্ধান্ত গ্ৰন্থটি কে রচনা করেন ?
হর্ষবর্ধন
বানভট্ট
আর্যভট্ট
মহেন্দ্র বর্মণ
০৫. কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত ?
কপিল দেব
রাহুল দ্রাবিড়
কে এল রাহুল
ভিভিএস লক্ষণ
০৬. কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায় ?
অষ্ট্রেলিয়ার মহিলা
ফ্রান্সের মহিলা
ভারতের মহিলা
নিউজিল্যান্ডের মহিলারা
০৭. আব্রাহাম লিংকন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন ?
মার্কিন যুক্তরাষ্ট্রের
জাপানের
ব্রাজিলের
আর্জেন্টিনার
০৮. আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু বোমা হামলা চালায় -
১৯৩৯ সালে
১৯৪২ সালে
১৯৪৫ সালে
১৯৪৬ সালে
০৯. প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয় -
৭৭৬ খ্রিষ্টাব্দে
৭৭৬ খ্রিষ্টপূর্বে
৯০০ খ্রিষ্টাব্দে
৯০০ খ্রিষ্টপূর্বে
১০. আয়তনে পৃথিবীর সবচেয়ে বড়ো হ্রদ কোনটি ?
বৈকাল
কাস্পিয়ান সাগর
সম্বর
ভেম্বনাদ
১১. দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি ?
আন্দিজ
হিমালয়
আলপ্স
ভঙ্গিল
১২. জৈনদের ২৩তম তীর্থংকর কে ?
মহাবীর
পার্শ্বনাথ
ঋষভনাথ
মহেন্দ্রনাথ
১৩. গ্ৰিসের রাজধানীর নাম কি ?
ব্যাঙ্কক
বেজিং
ওসলো
এথেন্স
১৪. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ?
বনফুল
মৌমাছি
বীরবল
সত্যপীর
১৫. আরব সাগরের রানী বলা হয় কাকে ?
ভূপালকে
সুরাটকে
কোচিনকে
কচ্ছকে
১৬. চিনাবাদাম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে -
উত্তর প্রদেশ
মিজোরাম
পাঞ্জাব
গুজরাট
১৭. কাবুলিওয়ালা ছোটগল্পটি কে রচনা করেছেন ?
সুকুমার রায়
সতীনাথ ভাদুড়ী
রবীন্দ্রনাথ ঠাকুর
আশাপূর্ণা দেবী
১৮. ম্যাডোনা ছবিটি এঁকেছেন -
মাইকেল এঞ্জেলো
রাফায়েল
পাবালো পিকাসো
লিওনার্দো দ্য ভিঞ্চি
১৯. রিকেট রোগটি হয় -
ভিটামিন এ এর অভাবে
ভিটামিন সি এর অভাবে
ভিটামিন ডি এর অভাবে
ভিটামিন কে এর অভাবে
২০. নালন্দা বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত ?
পাটনায়
রাঁচিতে
বিজাপুরে
যোধপুরে
২১. ইন্ডিকা গ্ৰন্থটি রচনা করেছেন -
মেগাস্থিনিস
ফা হিয়েন
অশ্বঘোষ
কলহন
২২. হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন -
রাজ্যপাল
প্রধানমন্ত্রী
মুখ্যমন্ত্রী
রাষ্ট্রপতি
২৩. পাঞ্জাব কেশরী নামে পরিচিত হল -
লালা হরদয়াল
বিপিনচন্দ্র পাল
লালা লাজপৎ রায়
যতীন দাস
২৪. দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলে -
কয়ার
দোয়াব
বদ্বীপ
মগ্নচড়া
২৫. তাপ্তি ও নর্মদা নদীর মাঝে অবস্থিত হল -
আরাবল্লী পর্বত
বিন্ধ্য পর্বত
সাতপুরা পর্বত
স্তূপ পর্বত
২৬. নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল -
বাঁকুড়া জেলায়
নদীয়া জেলায়
হুগলী জেলায়
মালদা জেলায়
২৭. বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন -
নিউটন
ম্যাডাম কুরী
এডিসন
জন ডালটন
২৮. ভারতের তোতাপাখি বলা হয় -
আমীর খসরুকে
কলহনকে
হরি সিং কে
আবুল ফজলকে
২৯. বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন -
১৮৮৮ সালে
১৮৮৯ সালে
১৯৯২ সালে
১৮৯৭ সালে
৩০. কোলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় -
১৮৬৫ সালে
১৮৫৪ সালে
১৮৬০ সালে
১৮৫৭ সালে
৩১. কোষের শক্তিঘর বলা হয় -
গলগি বডিকে
মাইটোকন্ড্রিয়াকে
নিউক্লিয়াসকে
অগ্নাশয়কে
৩২. ভারতে মনসবদারি প্রথার প্রচলন করেন -
বাবর
হুমায়ুন
আকবর
জাহাঙ্গীর
৩৩. পঞ্চতন্ত্র গ্ৰন্থটি রচনা করেন -
হরিসেন
বিষ্ণু শর্মা
দন্ডি
ভাস
৩৪. অবাক জলপান নাটকটি লিখেছেন -
সুকুমার রায়
অন্নদা শঙ্কর রায়
সমরেশ বসু
তুলসী লাহিড়ী
৩৫. স্কার্ভি রোগ হয় -
ভিটামিন D এর অভাবে
ভিটামিন C এর অভাবে
ভিটামিন K এর অভাবে
ভিটামিন E এর অভাবে
৩৬. রেনেসাঁস কথার অর্থ কি ?
জ্ঞান
বিপ্লব
পবিত্র
নবজাগরণ
৩৭. বৌদ্ধদের প্রধান ধর্মগ্ৰন্থের নাম কি ?
বাইবেল
কোরান
ত্রিপিটক
সূত্রপিটক
৩৮. বৃহৎ সংহিতা গ্ৰন্থটি রচনা কে করেছেন ?
বিশাখাদত্ত
বরাহমিহির
মহেন্দ্র বর্মন
বাকপতি
৩৯. চৈতন্যচরিত্রামৃত বইটি কে লিখেছেন ?
জয়দেব
মুকুন্দরাম চক্রবর্তী
কৃষ্ণদাস কবিরাজ
শূদ্রক
৪০. চীনে মুক্তদার নীতি ঘোষণা হয় -
১৮৯৯ সালে
১৮৯২ সালে
১৮৮৮ সালে
১৮০০ সালে
৪১. অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেছেন কে ?
তারাশঙ্কর বন্দোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
ভারতচন্দ্র রায়গুনাকর
৪২. আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
রুজভেল্ট
জর্জ ওয়াশিংটন
আব্রাহাম লিঙ্কন
বারাক ওবামা
৪৩. সুনীল গঙ্গোপাধ্যায় নীচের কোন ছদ্মনামটি ব্যবহার করতেন ?
নীলকন্ঠ
সত্যপীর
বাণী কুমার
নীললোহিত
৪৪. অশোকের শিলালিপি গুলি পাঠোদ্ধার করেন -
জেমস প্রিন্সেপ
রাখালদাস বন্দোপাধ্যায়
দয়ারাম সাহানী
মানস ভুঁইয়া
৪৫. WTO সদরদপ্তর কোথায় অবস্থিত ?
সুইজারল্যান্ড
ওয়াশিংটন
জেনেভা
প্যারিস
৪৬. দুদুমিঞা ছিলেন -
কোল বিদ্রোহের নেতা
ফরাজি বিদ্রোহের নেতা
সাঁওতাল বিদ্রোহের নেতা
ডাণ্ডি অভিযানের নেতা
৪৭. ভারতের সশস্ত্র বিপ্লবাদের জনক বলা হয় -
রাধানাথ শিকদার
সতীশচন্দ্র সামন্ত
বাসুদেব বলবন ফাড়কে
গান্ধিজী
৪৮. ভারতে গান্ধিজী প্রথম সত্যাগ্ৰহ করেন -
চম্পারনে
লাহোরে
নাটালে
দিল্লিতে
৪৯. সবচেয়ে মিষ্টি দুধযুক্ত প্রাণী হল -
বাঘ
হরিণ
গণ্ডার
হাতি
৫০. নিশীথ সূর্যের দেশ বলা হয় -
নরওয়ে
জাপান
সুইডেন
ব্রাজিল
৫১. ঔরঙ্গজেব পার্বত্য মুষিক বলে অভিহিত করেছেন -
শেরশাহকে
আকবরকে
বাবরকে
শিবাজীকে
৫২. ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় ছিলেন -
মাউন্ট ব্যাটেন
লর্ড ক্যানিং
ওয়ারেন হেস্টিংস
উইলিয়াম বেন্টিংস
৫৩. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন -
উইলিয়াম জোন্স
উইলিয়াম কেরি
বিপিন দাস
কে এম পানিক্কর
৫৪. পুনা চুক্তি সংঘটিত হয় -
১৯৩০ সালে
১৯৩২ সালে
১৯৩৯ সালে
১৯৩৫ সালে
৫৫. গান্ধিজী প্রথম সত্যাগ্ৰহ শুরু করেন -
কঙ্গোতে
ভিয়েতনামে
জার্মানিতে
দক্ষিণ আফ্রিকায়
৫৬. দর্শন শাস্ত্রের জনক বলা হয় -
বিবেকানন্দকে
এরিস্টটলকে
ইবনে সিনাকে
সক্রেটিসকে
৫৭. গীতগোবিন্দ গ্ৰন্থটি রচনা করেছেন -
মালাধর বসু
বিষ্ণুশর্মা
জয়দেব
তুলসী দাস
৫৮. ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত -
হরিশ বর্মণ
আব্দুল কালাম
অটলবিহারী বাজপেয়ী
রঘুরাম মালিক
৫৯. গোলাপি শহর বলা হয় –
ম্যাঙ্গালোর
কোচিন
কোলকাতা
জয়পুর
৬০. চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন -
লর্ড ওয়েলেসলী
লর্ড কর্ণওয়ালিস
লর্ড বেন্টিং
উইলিয়াম কেরী
৬১. ফাউন্টেন পেন আবিষ্কার করেন -
ওয়াটার ম্যান
ল্যারিপেজ
আর্থার রিম্বন
ম্যাডাম কুরী
৬২. মাস্টার দা নামে পরিচিত হল -
সূর্য সেন
লক্ষণ সেন
বল্লাল সেন
সামন্ত সেন
৬৩. পরিব্রাজক গ্ৰন্থটি রচনা করেছেন -
স্বামী দয়ানন্দ
অরবিন্দ ঘোষ
স্বামী বিবেকানন্দ
বিদ্যাসাগর
৬৪. শ্রীচৈতন্য দেব প্রবর্তিত ধর্মের নাম হল -
হিন্দু
জৈন
বৌদ্ধ
বৈষ্ণব
৬৫. Wings of Fire আত্মজীবনীটি হল -
অর্মত্য সেন
প্রফুল্ল চন্দ্র রায়
এ পি জে আব্দুল কালাম
শচীন টেন্ডুলকার
৬৬. টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম টি হল -
দীনবন্ধু মিত্রের
প্যারীচাঁদ মিত্রের
প্রেমেন্দ্র মিত্রের
মণীশ ঘটকের
৬৭. পৃথিবীর ছাদ বলা হয় -
গোবি মালভূমিকে
থর মরুভূমিকে
পামীর মালভূমিকে
হীরাকুঁদ বাঁধকে
৬৮. ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল -
গোয়া
ত্রিপুরা
আসাম
নাগাল্যান্ড
৬৯. ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরষ্কার বিজয়িনী হলেন -
মহাশ্বেতা দেবী
শ্রীমতি ইন্দিরা গান্ধী
আশাপূর্ণা দেবী
মীরা কুমারী
৭০. ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা হলেন -
ছন্দা গায়েন
কিরণ বেদী
আন্না চান্দি
বাচেন্দ্রী পাল
৭১. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন -
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
মহত্মা গান্ধী
বদরুদ্দীন তৈয়াবজী
৭২. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হলেন -
সাইফুদ্দীন কিচলু
বদরুদ্দীন তৈয়াবজী
ফতেমা বিবি
ডা. জাকির হোসেন
৭৩. ফুটবলের রাজা পেলে কোন দেশের নাগরিক ?
চিলি
ব্রাজিল
উরুগুয়ে
প্যারাগুয়ে
৭৪. বীরবল কার ছদ্মনাম ?
সমরেশ বসু
রাজশেখর বসু
বিমল ঘোষ
প্রমথ চৌধুরী
৭৫. অশোক যুদ্ধ নীতির পরিবর্তে শান্তি নীতি গ্রহণ করেন -
কলিঙ্গ যুদ্ধের পর
তরাইনের প্রথম যুদ্ধের পর'
বাংলা ভাগের পর
তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর
৭৬. মিশরের প্রধান অর্থকরী ফসল হল -
চিনি
কার্পাস
কফি
দুধ
৭৭. সাঁওতাল বিদ্রোহ ঘটেছে -
১৮৫১ সালে
১৮৫৪ সালে
১৮৫৫ সালে
১৮৬৪ সালে
৭৮. ছন্দের জাদুকর বলা হয় -
বিহারীলাল চক্রবর্তী
রবীন্দ্রনাথ ঠাকুর
মৃদুল দাসগুপ্ত
সত্যেন্দ্রনাথ দত্ত
৭৯. মরু অঞ্চলের উদ্ভিদদের বলা হয় -
জেরোফাইট
মেসোফাইট
হোমোফাইট
ম্যানগ্ৰোভ
৮০. বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম গানটি রয়েছে -
বিষবৃক্ষ উপন্যাসে
রাজসিংহ উপন্যাসে
আনন্দমঠ উপন্যাসে
চন্দ্রশেখর উপন্যাসে
৮১. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নেতা কে ছিলেন ?
কোমল সিং
সূর্য সেন
সুভাষচন্দ্র বসু
বিপিনচন্দ্র পাল
৮২. বাংলার অগ্নিকন্যা নামে কে পরিচিত ?
মাদার টেরেজা
প্রীতিলতা ওয়াদ্দার
কল্পনা দত্ত
বিরাঙ্গনা দেবী
৮৩. ভারতে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল কোথায় ?
পুনে
কোলকাতায়
চেন্নাইয়ে
দিল্লিতে
৮৪. রাজতরঙ্গিনী গ্ৰন্থটি কে রচনা করেছেন ?
আবুল ফজল
কলহন
অশ্বঘোষ
বিজন ভট্টাচার্য
৮৫. ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা কে ছিলেন ?
সতিশচন্দ্র সেন
খান আব্দুল গফফর খান
মৌলনা আবুল কালাম আজাদ
হরি সিং
৮৬. সার্ক কত সালে গঠিত হয় ?
১৯৯৬ সালে
১৯৮৭ সালে
১৯৮৫ সালে
১৯৯৯ সালে
৮৭. আর্য সমাজের প্রতিষ্ঠতা কে ?
রাজা রামমোহন রায়
স্বামী দয়ানন্দ সরস্বতী
বিবেকানন্দ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৮৮. ইউরোপ থেকে ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন ?
ভাস্কো-দা-গামা
কলম্বাস
রবার্ট ক্লাইভ
ভেসপুচী
৮৯. বউ ঠাকুরাণীর হাট উপন্যাসটি কে রচনা করেছেন ?
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৯০. দ্য ডিভাইন কমেডি গ্রন্থটি কে রচনা করেছেন ?
হোমার
এডম্ স্মিথ
হিটলার
দান্তে
৯১. সুভাষচন্দ্রকে 'দেশনায়ক' আখ্যা দিয়েছিলেন ?
গান্ধীজি
জহরলাল নেহেরু
সুকুমার রায়
রবীন্দ্রনাথ ঠাকুর
৯২. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় কত সালে ?
১৯৪২ সালে
১৯৪০ সালে
১৯৩৯ সালে
১৯৪১ সালে
৯৩. রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা কে দিয়েছিলেন ?
ব্রহ্মবান্ধব উপাধ্যায়
নজরুল ইসলাম
কবি জয় গোস্বামী
লালন ফকির
৯৪. পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি ?
ভুটান
ভ্যাটিকান সিটি
তুরস্ক
লেবানন
৯৫. ভারতের চিল্কা হ্রদ কোথায় অবস্থিত ?
শ্রীনগরে
চেন্নাইয়ের
ওড়িশায়
পাঞ্জাবে
৯৬. চাঁদের পাহাড় উপন্যাসটি কে রচনা করেছেন ?
রবীন্দ্রনাথ ঠাকুর
মধুসূদন দত্ত
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
৯৭. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ?
৮মিনিট ১০সেকেন্ড
৮মিনিট ২০সেকেন্ড
৮মিনিট ৩০সেকেন্ড
৮মিনিট ৪০সেকেন্ড
৯৮. পৃথিবীর থেকে সূর্য কত গুণ ভারী ?
৩৩৩০০০ গুণ
৪৩৩০০০ গুণ
৫৩৩০০০ গুণ
৬৩৩০০০ গুণ
৯৯. কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি ?
বুধ
বৃহস্পতি
শুক্র
পৃথিবী
১০০. শনি গ্ৰহের বলয় সংখ্যা কয়টি ?
চারটি
পাঁচটি
ছয়টি
সাতটি
প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : 100 General Knowledge MCQ
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 09
Download Link : Click Here To Download
ওয়েস্টবেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের কিছু সাজেশন দেবেন প্লিজ.
ReplyDelete