Breaking



Thursday 25 April 2024

ভারতের ভূগোল MCQ PDF | Indian Geography MCQ in Bengali

ভারতের ভূগোল MCQ PDF | Indian Geography MCQ in Bengali

ভারতের ভূগোল MCQ PDF | Indian Geography MCQ in Bengali
ভারতের ভূগোল MCQ PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের ভূগোল MCQ PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ৫০টি ভূগোল প্রশ্ন উত্তর MCQ ফরম্যাটে দেওয়া আছে। যেগুলি তোমাদের আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নোত্তরগুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

ভারতের ভূগোল MCQ প্রশ্ন উত্তর

➤ নিম্নের কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ ?
সিয়াচেন
জেমু
কোলহাই
পিণ্ডারি


➤ দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
মাউন্ট আবু
পাঞ্জাব
আনাইমুদি
বিহার


➤ কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত ?
শোন
যমুনা
চম্বল
লুনি


➤ কোন রাজ্যে বসবাসকারী তপশিলী জাতির জনসংখ্যা সবচেয়ে বেশী ?
কর্ণাটক
ওড়িশা
ঝাড়খণ্ড
মধ্যপ্রদেশ


➤ ইম্ফল কোন রাজ্যের রাজধানী ?
মণিপুর
নাগাল্যান্ড
মেঘালয়
অরুণাচল প্রদেশ


➤ কোন নদীর উপরে পং বাঁধ গড়া হয়েছে ?
নর্মদা
বিপাশা
সোন
ইরাবতী


➤ কোন নদীতে নাগার্জুন সাগর প্রোজেক্ট অবস্থিত ?
তাপ্তি নদী, গুজরাট
মাহী নদী, মহারাষ্ট্র
কৃষ্ণা নদী, কর্ণাটক
কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ


➤ কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে ?
বিহার
মধ্যপ্রদেশ
উত্তরপ্রদেশ
মহারাষ্ট্র


➤ ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কোনটি ?
মোরান
ডিগবয়
বোম্বে হাই
আংকেশ্বর


➤ ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি ?
ট্রম্বে
কলপক্কম
নারোরা
তারাপুর


➤ আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি ?
বর্ধমান
কচ্ছ
বাস্তার
লে-লাডাক


➤ ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
ব্যাঙ্গালোর
দেরাদুন
এলাহাবাদ
জোড়হাট


➤ লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কোনটি ?
কন্নড়
মালয়ালম
তামিল
মারাঠি


➤ ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
চীন
শ্রীলঙ্কা
বাংলাদেশ
নেপাল


➤ কোন শহরকে এশিয়ার রোম বলা হয় ?
মুম্বাই
কানপুর
দিল্লী
আগ্রা


➤ ‘বমডিলা পাস’ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
মণিপুর
অরুণাচল প্রদেশ
ঝাড়খণ্ড
তামিলনাড়ু


➤ কোন শহরকে ‘গোপালী শহর’ বলা হয় ?
জয়পুরকে   
নাগপুরকে       
কানপুরকে       
কোচিনকে


➤ ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
পশ্চিমবঙ্গ
আসাম
ঝাড়খণ্ড
ওড়িশা


➤ ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি ?
খেদাবন
কাদাবন
বাদাবন
চাঁদাবন


➤ ‘নাথুলা পাস’ কোথায় অবস্থিত ?
নাগাল্যান্ড
কাশ্মীর
অরুণাচল প্রদেশ
সিকিম


➤ ‘খাসি’ ও ‘গারো’ উপজাতি ভারতের কোন রাজ্যে দেখা যায় ?
কেরালা
মেঘালয়
তামিলনাড়ু
মিজোরাম


➤ শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?
কৃষ্ণা
গোদাবরী
সুতলেজ
কাবেরী


➤ অসমের ব্যাঘ্র সংরক্ষণ স্থানের নাম কি ?
মানস
বন্দীপুর
পেরিয়ার
দাচিগ্রাম


➤ রোহিয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
রাজস্থান
মধ্যপ্রদেশ
উত্তরপ্রদেশ
হিমাচল প্রদেশ


➤ ভারতের সর্ববৃহৎ মসজিদটির নাম কি ?
আদিনা মসজিদ
জামা মদজিদ
নাখোদা মসজিদ
জুনাগড় মসজিদ


➤ রাজস্থানের বিখ্যাত জাওয়ার খনি থেকে কোন ধাতু পাওয়া যায় ?
বক্সাইট
লোহা
জিঙ্ক
রুপা


➤ কোনটি ভারতের ‘বাগিচা নগরী’ নামে পরিচিত ?
বেঙ্গালুরু
ইম্ফল
সিমলা
তিরুবানন্তপুরম


➤ ভারতে প্রথম বৈদ্যুতিক রেল ইঞ্জিন কোথায় তৈরি হয় ?
বারাণসিতে
চিত্তরঞ্জনে
কলকাতায়
ভূপালে


➤ আলমাটি বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
গোদাবরী
কাবেরী
কৃষ্ণা
মহানদী


 পূর্বদিকে প্রবাহিত ভারতের দ্বিতীয় বৃহত্তম নদীর নাম কি ?
গঙ্গা
মহানদী
গোদাবরী
কাবেরী


➤ কচ্ছের রণ কোথায় অবস্থিত ?
রাজস্থান
মহারাষ্ট্র
গুজরাট
পাঞ্জাব


➤ কোন রাজ্যের উপকূল কে করমন্ডল বলা হয়?
কর্ণাটক
তামিলনাড়ু
কেরালা
ওড়িশা


➤ সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত?
কর্ণাটক
হিমাচলপ্রদেশ
উত্তরাখণ্ড
কেরালা


➤ সরিস্কা জাতীয় উদ্যান ভারতের অবস্থিত ?
আসাম
কর্ণাটক
পশ্চিমবঙ্গ
রাজস্থান


➤ কান্ডালা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?
মহারাষ্ট্র
গুজরাট
অন্ধ্রপ্রদেশ
তামিলনাড়ু


➤ দুধওয়া জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
মধ্য প্রদেশ
কেরালা
পশ্চিমবঙ্গ
উত্তর প্রদেশ


➤ সুন্দরবনকে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য ‘World Heritage Site’ নামে নথিভূক্ত করা হয়েছে ?
বাঘ সংরক্ষণের জন্য
সুন্দরী গাছের জন্য
ম্যানগ্রোভ বনভূমির জন্য
জীববৈচিত্র্যের জন্য


➤ উত্তর ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় ?
দার্জিলিং
শিলিগুড়ি
গুয়াহাটি
শিলং


➤ ফারাক্কা ব্যারেজ কোন নদীতে অবস্থিত ?
দামোদর
রূপনারায়ণ
হুগলি
গঙ্গা


➤ ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায় ?
নীলগিরি
সুন্দরবন
ভাবিটা অরণ্য
কামাখ্যা অরণ্য


➤ ভারতবর্ষের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কোন নদীতে গড়ে ওঠে ?
গঙ্গা
গোদাবরী
দামোদর
সুবর্ণরেখা


➤ ভুটানের দীর্ঘতম নদী কোনটি ?
কালীগণ্ডক
মানস
তোর্সা
রাইডাক


➤ সবচেয়ে বেশি লোহা উৎপাদিত হয় কোন রাজ্যে ?
ওড়িশা
ছত্রিশগড়
মধ্যপ্রদেশ
কর্ণাটক


➤ পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
টাইগার হিল
সান্দাকফু
কাঞ্চনজঙ্ঘা
K2


➤ তালচের তাপবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?
ওড়িশা
কর্ণাটক
মহারাষ্ট্র
তামিলনাড়ু


 ভারতবর্ষের সবচেয়ে বড় উপজাতি কোনটি ?
সাঁওতাল
থারু
গোন্ড
ভিল


➤ দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত ?
গোয়া
ঝাড়খণ্ড
মধ্যপ্রদেশ
আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জ


➤ নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তরিত কৃষি দেখা যায় না ?
পশ্চিমবঙ্গ
আসাম
ওড়িশা
অন্ধ্রপ্রদেশ


➤ কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম ?
সিকিম
উত্তরাখণ্ড
অরুণাচল প্রদেশ
নাগাল্যান্ড


➤ কয়ালি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত ?
গুজরাট
আসাম
মহারাষ্ট্র
উত্তরপ্রদেশ



প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Indian Geography MCQ
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 05
Download Link : Click Here To Download


2 comments: