Breaking







Monday, 23 March 2020

WB Primary TET Online Mock Test in Bengali Part-5

WB Primary TET Online Mock Test in Bengali Part-5

WB Primary TET Online Mock Test in Bengali Part-5 - প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি
WB Primary TET Online Mock Test in Bengali Part-5 - প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি 

কলম-
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, WB Primary TET Online Mock Test in Bengali Part-5; যেটির দ্বারা তোমরা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য কতটা প্রস্তুত তা যাচাই করে নিতে পারবে এবং তার সাথে সাথে পরীক্ষার প্রস্তুতিকেও এগিয়ে নিয়ে যেতে পারবে।


WB Primary TET Online Mock Test : 5


  1. প্যাভলভের পরীক্ষায় ঘণ্টাটি বাজালেই -

  2. কুকুরটির লালা নিঃসরণ হতে থাকে
    উল্লেখযোগ্য কিছু ঘটেনা
    পরীক্ষক চা খেতে যান
    কুকুরটি ঘুমিয়ে পড়ে

  3. প্রত্যক্ষণের কয়টি স্তর ?

  4. একটি
    দুইটি
    তিনটি
    পাঁচটি

  5. বন সংরক্ষণ আইন প্রণয়ন হয় -

  6. 1960 সালে
    1970 সালে
    1980 সালে
    1990 সালে

  7. বায়ুমণ্ডলে নিক্ষিপ্ত মিথেন সক্রিয় থাকে -

  8. এক বছর পর্যন্ত
    দুই বছর পর্যন্ত
    পাঁচ বছর পর্যন্ত
    এগারো বছর পর্যন্ত

  9. 'অহেরা' শব্দের অর্থ -

  10. রাত্রি
    দিবস
    মৃগয়া
    অরণ্য

  11. 'রাত্তির' শব্দটি কোন শ্রেণিভুক্ত ?

  12. অর্ধতৎসম
    প্রাকৃত
    তৎসম
    তদ্ভব

  13. Choose the word which has been correctly spelt.

  14. vigorous
    wano
    graw
    strngt

  15. Choose the most appropriate antonym of the question word. Prior -

  16. antecedent
    anterior
    subsequent
    first

  17. 600মি. ও 700মি. লম্বা দুটি ট্রেন যথাক্রমে 22কিমি/ঘণ্টা ও 17কিমি/ঘণ্টা বেগে পরস্পরের দিকে গেল, তারা পরস্পরকে অতিক্রম করবে - 

  18. 159 সেকেন্ডে
    45 সেকেন্ডে
    105 সেকেন্ডে
    120 সেকেন্ডে

  19. চারটি ভিন্ন অঙ্ক দিয়ে গঠিত বৃহত্তম চার অঙ্কের সংখ্যাটি হবে -

  20. 9999
    9099
    9009
    9876

সঠিক উত্তরসমূহ 1. কুকুরটির লালা নিঃসরণ হতে থাকে | 2. তিনটি | 3. 1980 সালে | 4. এগারো বছর পর্যন্ত | 5. মৃগয়া | 6. অর্ধতৎসম | 7. vigorous | 8. subsequent | 9. 120 সেকেন্ডে | 10. 9876

8 comments: