Breaking



Tuesday 24 March 2020

WB Primary TET Online Mock Test in Bengali Part-6

WB Primary TET Online Mock Test in Bengali Part-6

WB Primary TET Online Mock Test in Bengali Part-6
WB Primary TET Online Mock Test in Bengali Part-6

কলম-
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, WB Primary TET Online Mock Test in Bengali Part-6; যেটির মাধ্যমে তোমরা নিজেরাই নিজেদেরকে যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। 


WB Primary TET Online Mock Test : 6


  1. শৈশবের একটি বড় বৈশিষ্ট্য হল -

  2. দ্রুত দৈহিক বৃদ্ধি
    কাঁদতে পারা
    চমকে ওঠা
    হাত-পা ছোড়া

  3. শিখনের ফিল্ড তত্ত্বের জন্মদাতা হলেন -

  4. থর্নডাইক
    ডের থাইমার
    কার্টলুইন
    স্কিনার

  5. ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রটির নাম কি ?

  6. রিখটার স্কেল
    লিনিয়র স্কেল
    কাঁটাকম্পাস স্কেল
    গ্রিগার স্কেল

  7. সর্বাধিক ভূমিকম্পপ্রবণ দেশ কোনটি ?

  8. ফিলিপাইন্স
    রাশিয়া
    জাপান
    ভারত

  9. 'তামাম' শব্দের অর্থবহ শব্দ নির্বাচন করুন -

  10. প্রতিষ্ঠান
    সার্বিক
    সমুদয়
    সর্বকালীন

  11. বাংলা ভাষার সবচেয়ে বেশি শব্দের উৎস হল -

  12. সংস্কৃত
    পালি
    আরবি
    ইংরেজি

  13. The boy in keen _____ playing cricket.

  14. for
    to
    on
    at

  15. The man is lame ______ one leg.

  16. of
    on
    in
    for

  17. 100 থেকে 200 এর মধ্যে এমন কয়টি সংখ্যা আছে যেগুলি উল্টে লিখলেও একই থাকে ?

  18. 4টি
    3টি
    10টি
    11টি

  19. 36, 40 এবং 124 এর গ.সা.গু. = ?

  20. 84
    48
    4
    36


সঠিক উত্তরসমূহ 1. দ্রুত দৈহিক বৃদ্ধি | 2. কার্টলুইন | 3. রিখটার স্কেল | 4. জাপান | 5. সমুদয় | 6. সংস্কৃত | 7. on | 8. of | 9. 10টি | 10. 4

4 comments: