Breaking







Sunday, 22 March 2020

Child Development & Pedagogy Questions and Answers PDF in Bengali for PTET | CTET and All Competitive Exam

Child Development & Pedagogy Questions and Answers PDF in Bengali for PTET | CTET and All Competitive Exam || Part-4

Child Development & Pedagogy Questions and Answers PDF in Bengali for PTET | CTET and All Competitive Exam
Child Development & Pedagogy Questions and Answers PDF in Bengali for PTET | CTET and All Competitive Exam

কলম-
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, Child Development & Pedagogy Questions and Answers PDF in Bengali; যেটির মধ্যে তোমরা শিশুশিক্ষা ঃ শিশুমনস্তত্ত্ব ও উন্নয়ন থেকে গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন ও উত্তর পাবে।

             যেগুলি তোমরা স্টাডির মাধ্যমে আগত PTET | CTET | ICDS ও অন্যান্য Competitive Exam এর প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। 



কিছু নমুনা - 

১. একজন ভালো ছাত্রের সর্বশ্রেষ্ঠ গুণ :
উত্তরঃ অনুগত থাকা।

২. শিক্ষককে জাতীয় নির্মাতা বলা হয় কেন ?
উত্তরঃ দেশের ভবিষ্যৎ নাগরিক গঠন করার জন্য।

৩. বিদ্যালয়ে শিক্ষকের প্রধান কাজ কি ?
উত্তরঃ শিক্ষাদান করা।

৪. একজন শিক্ষকের ব্যক্তিত্ব তৈরি করতে কোন প্রভাব পড়ে ?
উত্তরঃ পরিবেশ ও বংশগতি।

৫. শিশুদের ভালো ফল করতে আগ্রহী করে তুলতে সহজতম পদ্ধতি কি ?
উত্তরঃ কঠোর শ্রেণিবিভাগ।

৬. স্বাধীনতার উত্তরকালে গঠিত প্রথম শিক্ষা কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ ড. রাধাকৃষ্ণণ।

৭. মহাত্মা গান্ধী কোন শিক্ষানীতির কথা বলেছেন ?
উত্তরঃ বৃত্তিমূলক শিক্ষা।

৮. অভীক্ষা বলতে কি বোঝায় ?
উত্তরঃ বিভিন্ন ধরণের পরীক্ষার মাধ্যমে যাচাই করা।

৯. সুসংহত শিক্ষার সাফল্য নির্ভর করে কীসের ওপর ?
উত্তরঃ শিক্ষণের উপকরণের গুণমানের ওপর।

১০. ক্লাসের মনিটর নির্বাচনের জন্য আপনি কি করবেন ?
উত্তরঃ ভোটের ব্যবস্থা করবেন।

১১. ‘শিক্ষা ভবিষ্যতের আয়োজন নয়; জীবনই শিক্ষা’ – উক্তিটি কার ?
উত্তরঃ কান্ট।

১২. একজন শিক্ষক তার অতিরিক্ত সময় কীভাবে কাটাবেন ?
উত্তরঃ পড়াশোনা করে।

১৩. ডাইডাকটিভ এলিমেন্ট কোন শিক্ষা ব্যবস্থায় ব্যবহৃত হয় ?
উত্তরঃ মন্টেসরি শিক্ষা ব্যবস্থা।

১৪. শিশুরা কোন স্তরে তাদের সহপাঠীদের সক্রিয় সদস্য হয়ে ওঠে ?
উত্তরঃ শৈশব স্তরে।

১৫. ‘উন্নয়ন একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া’ – এই ধারনাটি কীসের সঙ্গে সম্পর্কিত ?
উত্তরঃ ধারাবাহিকতার নীতি।

১৬. বয়স্ক মানুষদের তুলনায় শিশুদের আবেগ গভীরতর হয়।  কারণ :
উত্তরঃ শিশুরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনা।

১৭. নিয়মানুগ ধারাবাহিকতা অনুসরণ করে :
উত্তরঃ শিশুর বুদ্ধি ও বিকাশে।

১৮. শেখার জন্য সর্বাধিক প্রয়োজনীয় বিষয় কি ?
উত্তরঃ শেখার ইচ্ছে।

১৯. ক্লাসে সোশ্যাল সায়েন্সের পাঠদান আকর্ষণীয় করে তুলতে একজন শিক্ষক :
উত্তরঃ বিভিন্ন ভূমিকায় অভিনয় করে দেখাবেন।

২০. প্রাক-প্রাথমিক শিক্ষাব্যবস্থার কথা কে বলেন ?
উত্তরঃ প্লেটো।

সুতরাং সময় অপচয় না করে, নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করে ১০০ প্রশ্ন ও উত্তরের সম্পূর্ণ পিডিএফটি ডাউনলোড করে নাও। 

1 comment: