Breaking



Thursday 9 January 2020

WBPSC Clerkship Previous Year [2006-2009] Question Papers in Bengali PDF - ক্লার্কশীপ পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র PDF

WBPSC Clerkship Previous Year [2006-2009] Question Papers in Bengali PDF - ক্লার্কশীপ পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র PDF

WBPSC Clerkship Previous Year [2006-2009] Question Papers in Bengali PDF - ক্লার্কশীপ পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র PDF
WBPSC Clerkship Previous Year [2006-2009] Question Papers in Bengali PDF

কলমঃ সুপ্রিয় বন্ধুরা, আমাদের ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, PSC Clerkship Previous Year Question Papers in Bengali PDF; যেটির মধ্যে তোমরা 2006 | 2007 | 2009 সালের প্রশ্নপত্র উত্তরসহ পাবে। যেগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে আগত PSC Clerkship Exam -এর প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে। 



প্রশ্নপত্র থেকে নেওয়া কিছু প্রশ্ন নমুনাঃ 

 নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইলেকট্রন ত্যাগের পর অ্যাটমে পরিণত হয় ? 
ক) ক্যাটিয়ন 
খ) অ্যানিয়ন 
গ) আয়ন 
ঘ) নিউট্রাল অ্যাটম 

✎ বামফ্রন্ট UPA কে ছেড়ে যাবার পর কোন পার্টি এদের সমর্থন করে ? 
ক) BSP
খ) ADMK
গ) SP
ঘ) BJP

✎ নিম্নলিখিত কোন বিভাগে ভারত বেজিং অলিম্পিকে সোনার মেডেল জিতেছিল ?
ক) তীরন্দাজ 
খ) সাঁতার 
গ) ভারত্তোলন 
ঘ) শুটিং 

✎ 'আনন্দমঠ' কে লিখেছিলেন ?
ক) রবীন্দ্রনাথ 
খ) শরৎচন্দ্র 
গ) বঙ্গিমচন্দ্র 
ঘ) বিবেকানন্দ 

✎ সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক কে ? 
ক) শিবরাজ প্যাটেল 
খ) মায়াবতী 
গ) বিলাসরাও দেশমুখ 
ঘ) অমর সিং 

✎ কোন বছর 'বিধবা বিবাহ আইন' পাশ হয় ?
ক) 1854 
খ) 1856 
গ) 1858
ঘ) 1860

✎ 'চক দে ইন্ডিয়া' সিনেমায় শাহরুখ খানের চরিত্রের নাম কি ছিল ?
ক) শাহরুখ খান 
খ) কবীর খান 
গ) আরবাজ খান 
ঘ) আবু 

✎ রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন ? 
ক) রাষ্ট্রপতি 
খ) উপ রাষ্ট্রপতি 
গ) প্রধানমন্ত্রী 
ঘ) স্পিকার 

✎ ভারতের সবচেয়ে বড় শীতল জলের ঝর্ণা কোথায় আছে ?
ক)  ওয়াঙ 
খ) সহস্র ধারা 
গ) অনন্তনাগ 
ঘ) টাটাপানি 

✎ একটি সংখ্যার দুই সপ্তমাংশ হল 152, সংখ্যাটি কত ?
ক) 530
খ) 532
গ) 534
ঘ) 536

✎ একটি দ্রব্য 720 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়। দ্রব্যটির ধার্যমুল্য কত ?
ক) 780
খ) 800 
গ) 820
ঘ) 840

সুতরাং সময় অপচয় না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে  PSC Clerkship Previous Year [2006-2009] Question Papers in Bengali PDF -টি ডাউনলোড করে নাও। 


File Details -
PDF Name : Clerkship Previous Year [2006-2009] Question Papers in Bengali PDF
Language : Bengali
Size : 5 mb
No. of Pages : 23
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment