Breaking



Tuesday 21 January 2020

Bengali General Science Questions and Answers PDF for All Competitive Exam - সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF

Bengali General Science Questions and Answers PDF for All Competitive Exam - সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF

Bengali General Science Questions and Answers PDF for All Competitive Exam - সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF
Bengali General Science Questions and Answers PDF for All Competitive Exam

কলমঃ আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, Bengali General Science Questions and Answers PDF; যেটির মধ্যে তোমরা জেনারেল সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন ও উত্তর পাবে, যেগুলি তোমরা মুখস্থর মাধ্যমে WBCS | Rail | PSC | Police | Bank ইত্যাদি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। 



কিছু নমুনা প্রশ্নোত্তরঃ 

১. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?
উত্তরঃ ভিটামিন A

২. কত খ্রিষ্টাব্দে মেন্ডেলিফ পর্যায় সারণির তালিকা প্রকাশ করেন?
উত্তরঃ ১৮৬৯ সালে

৩. মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি ?
উত্তরঃ প্লীহা

৪. একটি উপকারী ভাইরাসের নাম কি ?
উত্তরঃ ব্যাকটেরিওফাজ 

৫. একটি যৌগিক প্রকৃতির ফলের উদাহরণ ?
উত্তরঃ আনারস

৬. কোন গ্যাসটি গাড়ি চালানোর জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় ? 
উত্তরঃ ইথানল 

৭. একটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের নাম ?
উত্তরঃ রজন 

৮. মানুষের বাহু কোন শ্রেণির লিভার ?
উত্তরঃ তৃতীয় শ্রেণির 

৯. বাইসিনোসিস রোগের কারণ কি ?
উত্তরঃ তুলোর তন্তু 

১০. কোন ভিটামিনের অভাবে ফিনোডার্মা বা টোডস্কিন রোগ হয়ে থাকে ?
উত্তরঃ ভিটামিন A

১১. সাধারণত কোন উপাদান চুম্বকত্বের চাদর বা আস্তরণ তৈরিতে ব্যবহার করা হয় ?
উত্তরঃ কাঁচা লোহা 

১২. তেজস্ক্রিয়ার এস.আই. একক কি ?
উত্তরঃ বেকারেল 

১৩. রক্তের সান্দ্রতা নির্ণয় করার জন্য কি ব্যবহৃত হয় ?
উত্তরঃ ভিসকোমিটার 

১৪. তড়িৎ প্রবাহ মাত্রা নিয়ন্ত্রনের জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয় ?
উত্তরঃ রিওস্ট্যাট যন্ত্র 

১৫. কোন হরমোনের সাহায্যে দাড়ি-গোঁফ গজায় ?
উত্তরঃ টেস্টোস্টেরেন হরমোন 

১৬. কাজের ব্যবহারিক একক কি ?
উত্তরঃ জুল 

১৭. অক্সিজোম কোথায় থাকে ?
উত্তরঃ মাইটোকনড্রিয়ায়

১৮. সিকাম কিসের অংশ ?
উত্তরঃ ব্রহদন্ত্রের 

১৯. টিনিডিয়া কার শ্বাস অঙ্গ ?
উত্তরঃ শামুক 

২০. কোন গ্যাস সাধারণত আগ্নেয়গিরি থেকে বের হয় ?
উত্তরঃ সালফার ডাই অক্সাইড

সুতরাং সময় অপচয় না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে সমস্ত প্রশ্ন ও উত্তরের পিডিএফটি বিনামূল্যে ডাউনলোড করে নাও। 


File Details:
PDF Name : Bengali General Science Part-8 
Language : Bengali
Size : 3 mb 
No. of Pages : 5
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment