Breaking



Wednesday 22 January 2020

PSC Clerkship Mock Test in Bengali Part-5 | PSC ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতি

PSC Clerkship Mock Test in Bengali Part-5 | PSC ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতি 

PSC Clerkship Mock Test in Bengali Part-5 | PSC ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতি
PSC Clerkship Mock Test in Bengali Part-5 | PSC ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতি  

কলমঃ আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, PSC Clerkship Mock Test in Bengali Part-5; যার মাধ্যমে তোমরা নিজেরাই নিজেদেরকে যাচাই এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। আর হ্যাঁ মকটেস্টটিতে কত নম্বর পেলে, সেটা নীচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। 


PSC Clerkship Mock Test 5


  1. কোশের শক্তিঘর কাকে বলে ?

  2. ক্লোরোপ্লাস্ট
    গলগি বডি
    মাইট্রোকনড্রিয়া
    প্লাস্টিড

  3. পশ্চিমবঙ্গের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

  4. ফালটু
    সবরগ্রাম
    টংলু
    সান্দাকফু

  5. শব্দ কোন মাধ্যমের ভিতর দিয়ে যেতে পারেনা ?

  6. স্টিল
    শুন্য মাধ্যম
    জল
    বায়ু

  7. হলুদ বিপ্লব কিসের সাথে যুক্ত ?

  8. দুগ্ধ উৎপাদন বৃদ্ধি
    শস্য উৎপাদন বৃদ্ধি
    তৈলবীজ উৎপাদন বৃদ্ধি
    মৎস উৎপাদন বৃদ্ধি

  9. Choose the opposite gender from of the words - Drone :

  10. bee
    drona
    duck
    droness

  11. Hound :

  12. filly
    countess
    stut
    mare

  13. Pick out the correct alternative - Rule of Horses :

  14. hierocracy
    heptarchy
    hoplarchy
    hipparchy

  15. A : B = 2 : 3 এবং B : C = 4 : 5 হলে, 5A : 3C = ?

  16. 5 : 8
    7 : 7
    8 : 9
    কোনটিই নয়

  17. 3 এর প্রথম 5টি গুণিতকের গড় কত ?

  18. 3
    9
    12
    15

  19. 150 টাকার 2 বছরের এবং 1500 টাকার 3 বছরের একত্রিত সুদ 288 টাকা। উভয় ক্ষেত্রের সুদের হার সমান হলে, বার্ষিক সুদের হার কত ?

  20. 3%
    6%
    9%
    12%


সঠিক উত্তরসমূহ 1. মাইট্রোকনড্রিয়া || 2. সবরগ্রাম || 3. শুন্য মাধ্যম || 4. তৈলবীজ উৎপাদন বৃদ্ধি || 5. bee || 6. stut || 7. hipparchy || 8. 8 : 9 || 9. 9 || 10. 6%

No comments:

Post a Comment