Breaking



Thursday 26 September 2019

General Science : 100 Important General Science Questions and Answers PDF in Bengali Part-7 for All Competitive Exams - জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর

General Science : 100 Important General Science Questions and Answers PDF in Bengali Part-7 for All Competitive Exams - জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর 

General Science : 100 Important General Science Questions and Answers PDF in Bengali Part-7 for All Competitive Exams - জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর
100 Important General Science Questions and Answers PDF in Bengali Part-7 for All Competitive Exams

Hello Students,
                 আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, 100 Important General Science Questions and Answers PDF in Bengali; যেটি তোমাদের WBCS/RAIL/MTS/CLERKSHIP/ICDS/WB POLICE এবং বিভিন্ন Competitve পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

কিছু নমুনা প্রশ্নোত্তর ঃ

১. দেহকোষের বিভাজন কোন প্রক্রিয়ায় সংঘটিত হয় ?
উত্তরঃ মাইটোসিস

২. রক্তপূর্ণ দেহগহ্বরকে কি বলে ?
উত্তরঃ হিমোসিল

৩. জিহ্বায় কোন পেশী থাকে ?
উত্তরঃ সরেখ পেশী

৪. আর্দ্রতা বাড়লে শব্দের গতিবেগ কি হবে ?
উত্তরঃ বৃদ্ধি পাবে

৫. অর্কিড কি ধরণের উদ্ভিদ ?
উত্তরঃ পরাশ্রয়ী

৬. আংশিক পরজীবী উদ্ভিদ কি ?
উত্তরঃ লোরান্থাস

৭. ইনসুলিনের অভাবে যে রোগ হয় ?
উত্তরঃ ডায়াবেটিস

৮. হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কোন অস্থায়ী যৌগ গঠন করে ?
উত্তরঃ অক্সি-হিমোগ্লোবিন

৯. একটি সরেখ পেশীতে কয়টি নিউক্লিয়াস থাকে ?
উত্তরঃ প্রায় ১০০টি

১০. মাছ ও উভচরের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি হল -
উত্তরঃ লাং ফিস

            সুতরাং সময় অপচয় না করে নীচের দেওয়া লিঙ্ক থেকে 100 Important General Science Questions and Answers PDF in Bengali Part-7-টি ডাউনলোড করে নাও। 

File Details -
PDF Name : 100 General Sc [Part:7]
Language : Bengali
Size : 2 mb
No. of Pages : 3
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment