Breaking



Wednesday 18 December 2019

Biology Questions and Answers in Bengali PDF for All Competitive Exam - জীববিদ্যা প্রশ্ন ও উত্তর PDF

Biology Questions and Answers in Bengali PDF for WBCS | PSC Clerkship | Miscellaneous | WBP Constable | WBP SI | Railway Group D | NTPC and All Competitive Exam - জীববিদ্যা প্রশ্ন ও উত্তর PDF

Biology Questions and Answers in Bengali PDF for All Competitive Exam - জীববিদ্যা প্রশ্ন ও উত্তর PDF
Biology Questions and Answers in Bengali PDF for All Competitive Exam - জীববিদ্যা প্রশ্ন ও উত্তর PDF

হ্যালো বন্ধুরা,
           আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, Biology Questions and Answers in Bengali PDF - জীববিদ্যা প্রশ্ন ও উত্তর PDF, যেটির মধ্যে তোমরা গুরুত্বপূর্ণ ১০৩টি প্রশ্ন ও উত্তর পাবে; যেগুলি তোমরা মুখস্থর মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন - WBCS | PSC Clerkship | Miscellaneous | WBP Constable | WBP SI | Railway Group D | NTPC ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে।



পিডিএফের কিছু নমুনা প্রশ্নোত্তর ঃ 

কান্ডের কোষ প্রাচীরের আবরণকে কি বলে ?
উত্তরঃ এপিডার্মিস

 মানুষের শরীরের সবচেয়ে বড় হাড়ের নাম কি ?
উত্তরঃ ফিমার 

 কোন প্রাণীকে ‘জলজ রেশম’ বলা হয় ?
উত্তরঃ স্পাইরোগাইরা 

 মানবদেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি জল শোষিত হয় ?
উত্তরঃ কোলন 

 কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় ?
উত্তরঃ গরু 

 ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ?
উত্তরঃ ক্যালসিফেরল 

 কোন ভিটামিন মুত্রের সঙ্গে নির্গত হয় ?
উত্তরঃ ভিটামিন সি 

 স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কত ?
উত্তরঃ বারো জোড়া 

 প্যাটেলা কিসের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হাঁটু 

 রক্ত ও লসিকার মধ্যে প্রধান পার্থক্যটি কি ?
উত্তরঃ লসিকাতে লোহিত রক্ত কণিকার অনুপস্থিতি 

 কোন প্রাণীদের দেহে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় ?
উত্তরঃ পেরিপ্লানেটা 

 তিমির শ্বাস অঙ্গের নাম কি ?
উত্তরঃ ফুসফুস 

 কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় ?
উত্তরঃ ইলেকট্রন পরিবহন 

 ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায় ?
উত্তরঃ ডারমাটাইটিস 

 ব্যাকটিরিওফাজ কি ?
উত্তরঃ একটি ভাইরাস 

 বংশগতির পার্টিকুলেট থিওরি বা মতবাদ প্রবর্তন করেন ?
উত্তরঃ গ্রেগর জোহান মেন্ডেল 

 কোন রোগের কারণে গরু–ছাগলের বন্ধ্যাত্ব হয় ?
উত্তরঃ বাঙ্গস রোগ 

 সবচেয়ে বিষাক্ত রেচন পদার্থের নাম কি ?
উত্তরঃ অ্যামোনিয়া 

 একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনের নাম কি ?
উত্তরঃ জিব্বারেলিন 

 কোন হরমোনের অভাবে মধুমেয় রোগ হয় ?
উত্তরঃ ইনসুলিন

সুতরাং সময় নষ্ট না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও। 


3 comments:

  1. Please provide chapter wise Mcq of class 9 10 life Science in Bengali language....

    ReplyDelete
  2. দাদা Pdf এর লেখা গুলো কালো কালার করলে ভালো হয় । আমাদের pint করতে ভালো হয় ।

    ReplyDelete