WBPSC IDO Practice Set PDF in Bengali Free Download - IDO প্র্যাকটিস সেট PDF | PSC IDO প্রশ্ন ও উত্তর
![]() |
WBPSC IDO Practice Set PDF in Bengali Free Download - IDO প্র্যাকটিস সেট PDF |
হ্যালো বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, WBPSC Industrial Development Officer Practice Set PDF in Bengali - IDO প্র্যাকটিস সেট PDF সম্পূর্ণ বিনামূল্যে;যেটির মধ্যে তোমরা General Studies | Science | Mental Ability Test & Arithmetic থেকে ১০০টি প্রশ্ন MCQ ফরম্যাটে পাবে এবং শেষপেজে সেগুলির সঠিক উত্তরের তালিকা পেয়ে যাবে।
এই ১০০ নাম্বারের সেটটি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে আগত Industrial Development Officer পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।
পিডিএফের কিছু নমুনা প্রশ্নঃ
❅ মালাঞ্জখণ্ড তাম্রখনি কোন রাজ্যে অবস্থিত ?
ক) ওড়িশা
খ) ছত্তিশগড়
গ) ঝাড়খণ্ড
ঘ) মধ্যপ্রদেশ
❅ নিম্নলিখিত শিল্পগুলির মধ্যে কোনটি ভারতে প্রথম শুরু হয় ?
ক) তুলা
খ) কাগজ
গ) চা
ঘ) পাট
❅ দমন ও দিউকে পৃথক করেছে -
ক) নর্মদা নদী
খ) খাম্বাট উপসাগর
গ) গির পাহাড়
ঘ) তাপ্তি নদী
❅ কোন প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের সীমানার দৈর্ঘ্য সবচেয়ে সর্বাধিক ?
ক) বাংলাদেশ
খ) ভুটান
গ) চীন
ঘ) পাকিস্তান
❅ পশ্চিমবঙ্গের সীমানায় কতগুলি বিদেশী রাষ্ট্র অবস্থিত ?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
❅ কোন দিনটিতে সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে ?
ক) ২২ ডিসেম্বর
খ) ৩ জানুয়ারি
গ) ৪ জুলাই
ঘ) ২১ জুলাই
❅ সরকারি তথ্য অনুসারে ভারতের কোন শিল্পক্ষেত্রে সর্বাধিক এফডিআই এসেছে (এপ্রিল-ডিসেম্বর ২০১৮-১৯) ?
ক) পরিষেবা শিল্প
খ) রাসায়নিক শিল্প
গ) টেলিকম শিল্প
ঘ) অটো মোবাইল শিল্প
❅ ২০১৯ সালে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফি জিতেছে -
ক) মহারাষ্ট্র
খ) কর্ণাটক
গ) বিদর্ভ
ঘ) বরোদা
❅ কোন বিমা সংস্থা ‘মুম্বাই লোকাল ট্রেন কভার’ চালু করল ?
ক) বাজাজ ফিনসার্ভ
খ) এইচডিএফসি লাইফ
গ) এলআইসি
ঘ) ম্যাক্স নিউইয়র্ক লাইফ
❅ ১৮ মে সারা বিশ্ব জুড়ে কোন দিনটি পালিত হল ?
ক) ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে
খ) ইন্টারন্যাশনাল ওরগ্যান ডে
গ) ওয়ার্ল্ড মেট্রোলজি ডে
ঘ) ওয়ার্ল্ড ফুড ডে
❅ নিম্নলিখিত জোড়গুলির মধ্যে কোনটি অন্যগুলির থেকে পৃথক ?
ক) 47, 59
খ) 42, 29
গ) 57, 69
ঘ) 73, 61
❅ নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অন্যগুলির থেকে পৃথক ?
ক) PQSU
খ) BCQN
গ) ABDF
ঘ) MNPR
❅ 2, 5, 9, ?, 20, 27
ক) 14
খ) 16
গ) 15
ঘ) 19
❅ 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, ?
ক) 34
খ) 35
গ) 25
ঘ) 30
❅ P এর বাবা Q এর পুত্র। M, P এর কাকা। N, Q এর ভাই। M, N এর -
ক) বাবা
খ) নাতি
গ) ভাইপো
ঘ) তথ্য অসম্পূর্ণ
❅ একটি নির্দিষ্ট কোড ভাষায় TOGETHER কে লেখা হয় RQEGRJCT । ওই কোড ভাষায় CONTEST কে কি লেখা হবে ?
ক) APLVCUR
খ) EMLVCUR
গ) AQLVCUR
ঘ) AQLCVUR
❅ একটি নির্দিষ্ট কোড ভাষায় THEN কে লেখা হয় GSVM । ওই কোড ভাষায় WORLD কে কি লেখা হবে ?
ক) XLIOW
খ) DLIOW
গ) LWIWO
ঘ) WOILD
❅ সিরিজটি সম্পূর্ণ করুনঃ CAB FDE IGH ?
ক) LJK
খ) LMN
গ) KIL
ঘ) MKL
❅ সিরিজটি থেকে ভুল সংখ্যাটি চিহ্নিত করুনঃ 3 5 13 43 176 891 5353
ক) 5
খ) 13
গ) 43
ঘ) 176
❅ সিরিজটি থেকে ভুল সংখ্যাটি চিহ্নিত করুনঃ 6 7 16 41 90 154 292
ক) 7
খ) 16
গ) 41
ঘ) 154
❅ সুলতান ঘারিতে কার সমাধি নির্মিত হয়েছিল ?
ক) কুতুবউদ্দিন আইবক
খ) রুকনুদ্দিন ফিরোজ
গ) বলবন
ঘ) নাসিরুদ্দিন মাহমুদ
❅ বিন্ধ্য পার্বত্য অঞ্চলে অবস্থিত নিওলিথিক প্রত্নক্ষেত্র কোনটি ?
ক) মহাগড়
খ) চিরান্দ
গ) বাণগড়
ঘ) কুস্তি
❅ ভাগিল্যদের মুদ্রা কোথায় পাওয়া গেছে ?
ক) নাসিক
খ) কৌশাম্বী
গ) নর্মদা উপত্যকা
ঘ) কৃষ্ণা উপত্যকা
❅ কোন যুদ্ধের পর বাবর ‘গাজি’ উপাধি পান ?
ক) পানিপথের যুদ্ধ
খ) খানুয়ার যুদ্ধ
গ) ঘর্ঘরার যুদ্ধ
ঘ) কোনটিই নয়
❅ মুসলিম যুগে প্রবর্তিত ‘শাহরুখি’ মুদ্রা হল -
ক) একটি স্বর্ণ মুদ্রা
খ) একটি রৌপ্য মুদ্রা
গ) একটি তাম্র মুদ্রা
ঘ) কোনটিই নয়
❅ পর্তুগিজরা কত সালে গোয়া অধিকার করে ?
ক) ১৪৯৬
খ) ১৫১০
গ) ১৫২৪
ঘ) ১৫৫৬
❅ কলকাতার ফোর্ট উইলিয়ামের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন ?
ক) চার্লস আইয়ার
খ) জন চাইল্ড
গ) জর্জ অক্সেনডান
ঘ) জেরাল্ড আঙ্গিয়ার
❅ জিওস্টেশনারী স্যাটেলাইটের উচ্চতা কত ?
ক) ১০০০ কিমি
খ) ১০০০০ কিমি
গ) ৩৬০০০ কিমি
ঘ) ৭২০০০ কিমি
❅ নীচের মৌলগুলির মধ্যে কোনটি বিদ্যুৎ পরিবহনে বিন্দুমাত্র সহায়ক নয় ?
ক) সালফার
খ) পটাশিয়াম
গ) অ্যালুমিনিয়াম
ঘ) ম্যাগনেশিয়াম
❅ কপার সালফেট কোন ধাতুর তৈরি পাত্রে সংরক্ষণ করা যায় ?
ক) Ag
খ) Al
গ) Fe
ঘ) Zn
সুতরাং সময় অপচয় না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে একশো নম্বরের সম্পূর্ণ প্র্যাকটিস সেটটি ডাউনলোড করে নাও।
File Details:
PDF Name : WBPSC IDO Bengali Practice Set PDF
Language : Bengali
Size : 6 mb
Language : Bengali
Size : 6 mb
No. of Pages : 10
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment