Breaking



Wednesday 13 November 2019

WB Abgari Police Practice Set Part-4 in Bengali PDF | WB Police Excise Constable Practice Set in Bengali PDF | আবগারি পুলিশ প্র্যাকটিস সেট পর্ব - ৪

WB Abgari Police Practice Set Part-4 in Bengali PDF | WB Police Excise Constable Practice Set in Bengali PDF | আবগারি পুলিশ প্র্যাকটিস সেট পর্ব - ৪   

WB Abgari Police Practice Set Part-4 in Bengali PDF Download | WB Police Excise Constable Practice Set in Bengali PDF | আবগারি পুলিশ প্র্যাকটিস সেট পর্ব - ৪
WB Abgari Police Practice Set Part-4 in Bengali PDF Download | আবগারি পুলিশ প্র্যাকটিস সেট পর্ব - ৪ 

হ্যালো বন্ধুরা, 
           আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, WB Abgari Police Practice Set Part-4 in Bengali PDF | আবগারি পুলিশ প্র্যাকটিস সেট পর্ব - ৪, যেটির মধ্যে তোমরা সম্পূর্ণ সিলেবাসভিত্তিক ১০০টি প্রশ্ন পাবে এম.সি.কিউ. ফরম্যাটে; যেগুলির উত্তর তোমরা পিডিএফের শেষ পেজে পেয়ে যাবে। 



কিছু নমুনাঃ 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন বিখ্যাত রচনার একটি চরিত্রের নাম রসিক দুলে ?
ক) মহেশ 
খ) পল্লীসমাজ 
গ) দেবদাস 
ঘ) অভাগীর স্বর্গ  

 নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি দ্বিগু সমাসের উদাহরণ ?
ক) উপকূল 
খ) জন্মান্তর 
গ) সপ্তাহ 
ঘ) বৃহন্নলা 

 ‘শ্বেত বর্ণের পদ্ম’ কে এক কথায় কি বলে ?
ক) কোকনদ 
খ) ইন্দিবর 
গ) পুণ্ডরিক 
ঘ) পঙ্কজ 

 ‘সুনন্দ’ কোন লেখকের ছদ্মনাম ?
ক) নারায়ণ বন্দ্যোপাধ্যায় 
খ) নারায়ণ গঙ্গোপাধ্যায় 
গ) রমাপদ চৌধুরী 
ঘ) দেবেশ রায় 

 ‘চিরপ্রবাসী’ শব্দের সমাস নির্ণয় করুন ?
ক) চিরকালব্যাপী প্রবাসী 
খ) চির প্রবাসী যে 
গ) চির প্রবাসী 
ঘ) কোনটিই নয় 

 ‘অত্যাচার’ শব্দের সন্ধি বিচ্ছেদ করুনঃ 
ক) অতি + আচর 
খ) অতিচা + আর 
গ) অতি + আচার 
ঘ) কোনটিই নয় 

 ‘অসিত’ শব্দের অর্থ কি ?
ক) কৃষ্ণবর্ণ 
খ) লালবর্ণ
গ) সবুজ বর্ণ
ঘ) হলুদ বর্ণ

 ‘উপদা’ শব্দের অর্থ কি ?
ক) উৎকোচ 
খ) দানের নিমিত্ত 
গ) অনুদান
ঘ) অনুতাপ 

  ফারসি আসলে কোন দেশের ভাষা ?
ক) ফ্রান্স 
খ) তুরস্ক 
গ) ইরান 
ঘ) ইরাক 

 ‘কাতলা’ শব্দটি কোন শ্রেনিভুক্ত ?
ক) দেশি 
খ) বিদেশি 
গ) দেশি প্রাদেশিক 
ঘ) তদ্ভব

 ‘পৃথিবীর কসাইখানা’ নামে পরিচিত কোন স্থান ?
ক) রচেস্টার 
খ) শিকাগো 
গ) নিউ ইয়র্ক 
ঘ) ডুলুথ 

 জলপ্রবাহের বিচারে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি ?
ক) আমাজন
খ) নীল 
গ) হোয়াংহো 
ঘ) মিসিসিপি 

 ভারতে প্রথম বিদেশী পুঁজি কি?
ক) ফরাসি পুঁজি 
খ) ব্রিটিশ পুঁজি 
গ) মার্কিন পুঁজি 
ঘ) জার্মান পুঁজি 

 বিশ্ব হেরিটেজ দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি ?
ক) ১২ই মার্চ 
খ) ১২ই এপ্রিল 
গ) ১৮ই এপ্রিল 
ঘ) ১৮ই মে 

 কত সালে রিজার্ভ ব্যাঙ্কের জাতীয়করণ করা হয় ?
ক) ১৯৪৭ সালের আগস্ট মাসে 
খ) ১৯৪৮ সালের সেপ্টেম্বর মাসে 
গ) ১৯৪৮ সালের মার্চ মাসে 
ঘ) ১৯৫০ সালের আগস্ট মাসে

 দীপক হল অভিষেকের পুত্র এবং অনিল এর ভাই।  বিমল হল অভিষেক এর বাবা, সম্পর্কের দিক দিয়ে অনিল বিমলের কে হন ?
ক)  ভাইপো
খ)  দাদা
গ)  দাদু
ঘ)  নাতি

 একজন বালিকাকে দেখিয়ে বিপিন বললো, “তার মা হয় আমার শাশুড়ির একমাত্র মেয়ে’। বিপিন মেয়েটির কে হবে?
ক)  ভাই 
খ)  কাকা 
গ)  বাবা 
ঘ)  কেউই নয় 

 একজন ব্যক্তি একজন মহিলাকে বললেন, “তোমার মায়ের স্বামীর বোন হয় আমার পিসি”, তাহলে মহিলাটি লোকটির কে হবেন ?
ক)  বোন 
খ)  নাতনি 
গ)  মেয়ে 
ঘ)  মা 

 একটি ছবিতে একজন মহিলাকে দেখিয়ে রাজীব বলল, “তার মায়ের একমাত্র নাতি বা নাতনির মা হয় আমার স্ত্রী”, তাহলে মহিলাটি রাজীবের কে হন ?
ক)  বোন 
খ)  পিসি 
গ)  কাকাতুতো বোন 
ঘ)  নির্ণয় করা যাবেনা

সুতরাং সময় নষ্ট না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ West Bengal Abgari Police Constable Practice Set Part-4 in Bengali PDF -টি ডাউনলোড করে নাও।

 File Details:
PDF Name : WB Abgari Police Practice Set Part-4 
Language : Bengali
Size : 6 mb 
No. of Pages : 10
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment