Breaking



Thursday 14 November 2019

Bengali Online Mock Test : General Knowledge for All Competitive Exams | বাংলা জিকে

Bengali Online Mock Test : General Knowledge for All Competitive Exams | বাংলা জিকে 

Bengali Online Mock Test : General Knowledge for All Competitive Exams | বাংলা জিকে
Bengali Online Mock Test : General Knowledge for All Competitive Exams 

হ্যালো বন্ধুরা, 
             আজ তোমাদের জন্য থাকলো, জিকে টপিকের উপর ২০ নাম্বারের একটি অনলাইন মকটেস্ট, যেটির মাধ্যমে তোমরা নিজেদের খুব ভালো করে যাচাই করে নিতে পারবে। আর এই প্রশ্নগুলি তোমাদের WBCS | Rail | ICDS | Police | PSC ইত্যাদি সমস্ত রকম চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। 


Kolom : GK


  1. সম্প্রতি কালরাজ মিশ্র কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন ?

  2. গুজরাট
    মধ্যপ্রদেশ
    অরুণাচল প্রদেশ
    হিমাচল প্রদেশ

  3. তেজেন্দ্র নারায়ণ মজুমদার কোন যন্ত্রের বিশিষ্ট বাদক ?

  4. তবলা
    সরোদ
    সন্তুর
    কোনটিই নয়

  5. ২০১৯ সালের কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতল কোন দল ?

  6. ব্রাজিল
    চিলি
    আর্জেন্টিনা
    পেরু

  7. সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার কোন দিনটিতে 'সেভ ওয়াটার ডে' পালন করলো ?

  8. ৮ই জুলাই
    ১২ই জুলাই
    ২২শে জুলাই
    ২৯শে জুলাই

  9. এম বি বালাকৃষ্ণাণ কোন খেলার সাথে যুক্ত ?

  10. সাঁতার
    ভলিবল
    স্কোয়াশ
    দাবা

  11. GST প্রথম কোন দেশে চালু হয় ?

  12. রাশিয়া
    কানাডা
    ফ্রান্স
    মার্কিন যুক্তরাষ্ট্র

  13. অহিরাপুল্লি জলপ্রপাত কোথায় অবস্থিত ?

  14. তামিলনাড়ু
    কেরালা
    অন্ধ্রপ্রদেশ
    কর্ণাটক

  15. 'স্বপ্নবাসবদত্তা' গ্রন্থটির লেখক কে ?

  16. অশ্বঘোষ
    নাগারজুন
    বসুমিত্র
    ভাস

  17. বাল্মিকী ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?

  18. আসাম
    সিকিম
    ঝাড়খণ্ড
    মধ্যপ্রদেশ

  19. ভারতের বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত ?

  20. কেরল
    গুজরাট
    তামিলনাড়ু
    অন্ধ্রপ্রদেশ




নম্বর জানার পর, সঠিক উত্তরগুলি দেখে নাও ঃ 1. হিমাচল প্রদেশ, 2. সন্তুর , 3. ব্রাজিল, 4. ১২ই জুলাই, 5. সাঁতার, 6. কানাডা, 7. কেরালা, 8. ভাস, 9. ঝাড়খণ্ড, 10. তামিলনাড়ু 

No comments:

Post a Comment