Breaking



Tuesday 12 November 2019

Bengali Online Mock Test : Current Affairs Part-2 All Competitive Exam || কারেন্ট অ্যাফেয়ার্স মকটেস্ট

Bengali Online Mock Test : Current Affairs Part-2 All Competitive Exam || কারেন্ট অ্যাফেয়ার্স মকটেস্ট 

Bengali Online Mock Test : Current Affairs Part-2 All Competitive Exam || কারেন্ট অ্যাফেয়ার্স মকটেস্ট
Bengali Online Mock Test : Current Affairs Part-2 All Competitive Exam || কারেন্ট অ্যাফেয়ার্স মকটেস্ট 

হ্যালো বন্ধুরা,
           কলমের সাইটে তোমাদের স্বাগত। আর আজও তোমাদের জন্য থাকলো, কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ের উপর ২০নম্বরের একটি অনলাইন মকটেস্ট, যেটি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা WBCS | WB Police | ICDS | PSC | Rail ইত্যাদি সমস্ত রকম চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে।


Kolom : Current Affairs - Part-2


  1. ধ্যানচাঁদ জাতীয় ক্রীড়া পুরস্কার ২০১৭ যাকে দেওয়া হয়েছে, তিনি হলেন -

  2. দীপা কর্মকার
    ভূপেন্দর সিং
    হীরা নন্দ
    ভি.জে. সরেখা

  3. ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে জামাইকার তরফে কে স্বর্ণপদক পেয়েছিলেন ?

  4. ডেভিড লেকুটা
    উশিয়ান বল্ট
    মাইক পাওয়েল
    এসটন ইটন

  5. ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে ?

  6. মিতালী রাজ
    অঞ্জু মিশ্র
    শশি গুপ্তা
    প্রীতি কাউর

  7. পৃথিবীতে প্রথম কোন দেশ বেকারদের জন্য 'Basic Income' চালু করে ?

  8. ইউ.এস.এ
    অস্ট্রেলিয়া
    জার্মানি
    ফিনল্যান্ড

  9. কোন বছর প্রথম মহিলা প্রধান প্রক্টর নিযুক্ত করেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ?

  10. ২০১৮
    ২০১৭
    ২০১৬
    ২০১৫

  11. কে সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির দূত নিযুক্ত হয়েছেন ?

  12. মালালা ইউসুফজায়
    কমলা কোম
    শাবানা ইউসুফজায়
    কারুয়ানা গালিজিয়া

  13. ২০১৭ সালের ১লা অক্টোবর কোন দেশ প্রথম সমকামী বিবাহ উদযাপন করেন ?

  14. জার্মানি
    অস্ট্রিয়া
    ইতালি
    স্পেন

  15. ২০১৭ সালের ২৬ অক্টোবর কোন শহর আন্তর্জাতিক পাপেট উৎসবের সূচনা করেছিল ?

  16. কলকাতা
    চেন্নাই
    মুম্বাই
    দিল্লি

  17. ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছেন ?

  18. গোপাল ঝা
    ধর্মদেব সলাংকি
    সঞ্জয় কোঠারি
    মহেন্দ্র নাগপাল

  19. ২০১৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপক কে ?

  20. সলমন রুশদি
    অমিতাভ ঘোষ
    কাজুও ইশিগুরো
    পাউলো কোয়েলহো



নম্বর জানার পর, সঠিক উত্তরগুলি দেখে নাও ঃ 1. ভূপেন্দর সিং, 2. উশিয়ান বল্ট, 3. মিতালী রাজ, 4. অস্ট্রেলিয়া, 5. ২০১৭, 6. কারুয়ানা গালিজিয়া, 7. জার্মানি, 8. কলকাতা, 9. সঞ্জয় কোঠারি, 10. কাজুও ইশিগুরো


No comments:

Post a Comment