Breaking







Thursday, 1 August 2019

Bengali Current Affairs : July 2019 Full Month Current Affairs PDF in Bengali - ২০১৯ সালের জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ

Bengali Current Affairs : July 2019 Full Month Current Affairs PDF in Bengali - জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ২০১৯

Bengali Current Affairs : July 2019 Full Month Current Affairs PDF in Bengali - ২০১৯ সালের জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ
Bengali Current Affairs : July 2019 Full Month Current Affairs PDF in Bengali - ২০১৯ সালের জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ 

হ্যালো স্টুডেন্টস্,
                     আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, July 2019 Full Month Current Affairs PDF in Bengali - ২০১৯ সালের জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ। তোমরা এই পিডিএফ ফাইলটির মধ্যে ২০১৯ সালের জুলাই মাসের ১তারিখ থেকে ৩১তারিখ পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি পাবে, তারিখ অনুযায়ী সারিবদ্ধভাবে।

             তোমরা খুব ভাল করেই জানো যে, বিভিন্ন Competitive বা প্রতিযোগিতামূলক ও চাকরির পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিক হল, Current Affairs - কারেন্ট অ্যাফেয়ার্স। তাই আমরা আশা করবো, এই পিডিএফ ফাইলটি তোমাদের চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

কিছু নমুনা দেখে নাও ঃ 


১. ১লা জুলাই ডঃ বিধানচন্দ্র রায়ের স্মৃতির উদ্দেশ্যে 'জাতীয় ডাক্তার দিবস' পালন করা হয় ।

২. ২রা জুলাই World UFO Day পালন করা হয় ।

৩. ভারতীয় ব্যাটসম্যান Ambati Rayudu আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ।

৪. ৪ঠা জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস পালন করা হয়।

৫. পাকিস্তানের আর্থিক দুরাবস্থার জন্য ৬ বিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করলো IMF .

৬. Vodafone Business -র CEO হিসেবে নিযুক্ত হলেন বিনোদ কুমার ।

৭. ১১ই জুলাই World Population Day পালন করা হয় ।

৮. ১২ই জলাই পশ্চিমবঙ্গ সরকার 'Save Water Day' পালন করলো ।

৯. ৩০শে জুলাই World Day Against Trafficking in Persons পালন করা হয় । 

১০. ড্রোপিং -এ ধরা পড়ায় আট মাসের জন্য সাসপেন্ড হল Prithvi Shaw .

         সুতরাং সময় নষ্ট না করে, নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করে July 2019 Full Month Current Affairs PDF-টি ডাউনলোড করে নাও।



No comments:

Post a Comment