Breaking



Friday 2 August 2019

WBP Exam Notes : 100 Important General Knowledge Questions and Answers in Bengali PDF for WBP Constable Exam - WBP পরীক্ষা স্পেশাল জিকে

WBP Exam Notes : 100 Important General Knowledge Questions and Answers in Bengali PDF for WBP Constable Exam - WBP পরীক্ষা স্পেশাল জিকে

100 Important General Knowledge Questions and Answers in Bengali PDF for WBP Constable Exam
100 Important General Knowledge Questions and Answers in Bengali PDF for WBP Constable Exam

Hello Students,
                   আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো,WBP Exam Special Important General Knowledge Questions and Answers in Bengali PDF; যেটির মধ্যে তোমরা জিকে থেকে ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পাবে। এটি তোমাদের WBP Exam -র প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।


কিছু নমুনা প্রশ্নোত্তর ঃ 

১. ভারতের নেপোলিয়ান কাকে বলা হত ?
উত্তরঃ সমুদ্রগুপ্তকে

২. ‘গরবা’ নাচের প্রচলন কোথায় দেখা যায় ?
উত্তরঃ গুজরাটে

৩. দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন ?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

৪. বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি ?
উত্তরঃ নেপচুন

৫. কেলভিন কিসের একক ?
উত্তরঃ তাপমাত্রা

৬. ‘আগা খান কাপ’ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হকি

৭. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
উত্তরঃ আমেদাবাদকে

৮. ‘সামাজিক চুক্তি’ গ্রন্থটির প্রণেতা কে ?
উত্তরঃ রুশো

৯. ভুটানের জাতীয় খেলার নাম কি ?
উত্তরঃ তিরন্দাজি

১০. অগ্নির দ্বীপ কাকে বলা হয় ?
উত্তরঃ আইসল্যান্ডকে

               সুতরাং সময় নষ্ট না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে WBP Exam Special 100 Important General Knowledge Questions and Answers in Bengali PDF -টি ডাউনলোড করে নাও।



File Details -
PDF Name : WBP Exam Special 100 GK
Language : Bengali
Size : 4 mb
No. of Page : 5
Download Link : Click Here To Download


3 comments: