Breaking



Thursday 1 August 2019

ICDS Exam Notes : 100 Important General Knowledge Questions and Answers PDF in Bengali Part-2 for ICDS Supervisor Exam - ICDS পরীক্ষা স্পেশাল প্রশ্নোত্তর

ICDS Exam Notes : 100 Important General Knowledge Questions and Answers PDF in Bengali Part-2 for ICDS Supervisor Exam - ICDS পরীক্ষা স্পেশাল প্রশ্নোত্তর 

100 Important General Knowledge Questions and Answers PDF in Bengali Part-2 for ICDS Supervisor Exam
100 Important General Knowledge Questions and Answers PDF in Bengali Part-2 for ICDS Supervisor Exam

Hello Students,
                   আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো,  Important General Knowledge Questions and Answers PDF in Bengali Part-2 ; যেটির মধ্যে তোমরা গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন ও উত্তর পাবে, আর এটি তোমাদের ICDS Supervisor Exam -এর প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।


কিছু নমুনা প্রশ্নোত্তর ঃ


১. ভারতে ছাপাখানা কত সালে চালু হয় ?
উত্তরঃ ১৭৭২ সালে 

২. উড়তে না পারা একটা বৃহত্তম পাখির নাম লেখ ?
উত্তরঃ ডোডো 

৩. পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাখির নাম কি ?
উত্তরঃ ঈগল 

৪. অ্যাট্রোপিন কোথা থেকে পাওয়া যায় ?
উত্তরঃ বেলেডোনা গাছের পাতা থেকে

৫. কমলালেবু থেকে কোন ভিটামিন পাওয়া যায় ?
উত্তরঃ ভিটামিন সি 

৬. মস্তিষ্কের কোন অংশ মানবদেহের ভারসাম্য রক্ষা করে ?
উত্তরঃ লঘু মস্তিষ্ক 

৭. সেবেসিয়াস গ্রন্থি থেকে ক্ষরিত তৈলাক্ত পদার্থকে কি বলে ?
উত্তরঃ সেরাম 

৮. RAM কত প্রকারের হয় ?
উত্তরঃ তিন প্রকারের 

৯. R0M কত প্রকারের হয় ?
উত্তরঃ তিন প্রকারের 

১০. কোন প্রিন্টারের ছাপার ধরণ সবথেকে ভালো ?
উত্তরঃ লেসার

        সুতরাং সময় নষ্ট না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে WBPSC ICDS Supervisor Exam Special 100 Important General Knowledge Questions and Answers PDF in Bengali Part-2 ডাউনলোড করে নাও।



File Details -
PDF Name : ICDS Supervisor Exam 100 General Knowledge [Part:2]
Language : Bengali
Size : 4 mb
No. of Page : 5
Download Link : Click Here To Download



No comments:

Post a Comment