Breaking



Wednesday 14 August 2019

Geography Questions and Answers in Bengali PDF - ভূগোল প্রশ্ন ও উত্তর PDF for WBCS, ICDS, RAIL, POLICE and All Competitive Exams

Geography Questions and Answers in Bengali PDF - ভূগোল প্রশ্ন ও উত্তর PDF for WBCS, ICDS, RAIL, POLICE and All Competitive Exams

Geography Questions and Answers in Bengali PDF - ভূগোল প্রশ্ন ও উত্তর PDF
Geography Questions and Answers in Bengali PDF - ভূগোল প্রশ্ন ও উত্তর PDF

হ্যালো স্টুডেন্টস্,
                    আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, Geography Questions and Answers in Bengali PDF - ভূগোল প্রশ্ন ও উত্তর PDF, যেটির মধ্যে তোমরা ভূগোল বিষয় থেকে গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন ও উত্তর পাবে। যেগুলো তোমরা মুখস্থর মাধ্যমে WBCS, ICDS, RAIL, POLICE ইত্যাদি Competitive Exams -র প্রস্তুতি নিতে পারবে।

কিছু নমুনা প্রশ্নোত্তর ঃ

১. কত শতককে ভারতীয় কৃষিক্ষেত্রে ‘সবুজ বিপ্লব’ বলা হয় ?
উত্তরঃ সত্তরের দশককে

২. ‘দামোদর ভ্যালি কর্পোরেশন’ কত সালে গঠন করা হয় ?
উত্তরঃ ১৯৪৮ সালে

৩. কোন বায়ু ‘বানিজ্য বায়ু’ নামে পরিচিত ?
উত্তরঃ আয়ন বায়ু

৪. পৃথিবীর আদি বা প্রাথমিক শিলার নাম কি ?
উত্তরঃ আগ্নেয় শিলা

৫. ‘টাইফুন’ কোন অঞ্ছলের ঘূর্ণবাত ?
উত্তরঃ চীন সাগরের

৬. ঘানা পক্ষী অভয়ারন্য কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ রাজস্থানে

৭. ব্যাসল্ট কোন ধরণের আগ্নেয় শিলা ?
উত্তরঃ নিঃসারী

৮. আংকেলেশ্বর তৈল পরিশোধনাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ গুজরাটে

৯. মাউন্ট আবু নামক শৈল শহরটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ রাজস্থানে

১০. ভারতের কোন পর্বতকে তার রং অনুযায়ী নামকরণ করা হয়েছে ?
উত্তরঃ নীলগিরি পর্বতকে

           সুতরাং সময় নষ্ট না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে 100 Geography Questions and Answers in Bengali PDF -টি ডাউনলোড করে নাও।


File Details -
PDF Name : 100 Geography Questions and Answers
Language : Bengali
Size : 4 mb
No. of Pages : 5
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment