Geography MCQ Questions and Answers PDF in Bengali - ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর for WBCS, SSC, WBPSC, RAIL, RRB NTPC, ICDS, Clerkship and All Competitive Exams
![]() |
Geography MCQ Questions and Answers PDF in Bengali - ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর |
হ্যালো স্টুডেন্টস্,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, Geography MCQ Questions and Answers PDF in Bengali - ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর পিডিএফ।তোমরা হয়তো জানোই যে, বিভিন্ন Competitive পরীক্ষায় ভূগোল বিষয়টি বর্তমান, আর সেই কারণেই আমাদের আজকের এই আয়োজন।
তোমরা এই পিডিএফ ফাইলটির মধ্যে বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর পাবে,আর আমরা আশা করবো যে, এই প্রশ্নোত্তরগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা পরিমাণ শক্তিশালী করে তুলতে পারবে।
কিছু নমুনা প্রশ্নোত্তর :
☞ পৃথিবীর কোন অঞ্চলে সবচেয়ে বড় রেন ফরেস্ট অবস্থিত ?
ক] মধ্য আফ্রিকা
খ] অস্ট্রেলিয়া
গ] দক্ষিণ - পূর্ব এশিয়া
ঘ] দক্ষিণ আমেরিকা *
☞ কোন দ্বীপকে 'এমারাল্ড আইল' বলা হয় ?
ক] গ্রেনেডা
খ] আয়ারল্যান্ড *
গ] ট্রিস্টান দ্যু কুনহা
ঘ] ডালোল
☞ গোবি মরুভূমি কোথায় অবস্থিত ?
ক] মঙ্গোলিয়া *
খ] অস্ট্রেলিয়া
গ] মেক্সিকো
ঘ] সুদান
☞ পৃথিবীর উচ্চতম নাব্য সরোবর কোনটি ?
ক] বৈকাল
খ] ওন্টারিয়ো
গ] টিটিকাকা *
ঘ] হিউরন
☞ মাউন্ট এভারেস্টের উচ্চতা কত ?
ক] ৮৮৪৮ মিটার *
খ] ৮৯৫৬ মিটার
গ] ৮৩৪৭ মিটার
ঘ] ৮৭১৭ মিটার
File Details -
PDF Name : Geography MCQ [part:1]
Language : Bengali
Size : 3 mb
Download Link : Click Here To Download
PDF Name : Geography MCQ [part:1]
Language : Bengali
Size : 3 mb
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment