Breaking



Tuesday 13 August 2019

Indian Polity & Constitution Question and Answer PDF in Bengali for Competitive Exams - ভারতীয় সংবিধান প্রশ্ন ও উত্তর PDF

Indian Polity & Constitution Question and Answer PDF in Bengali for Competitive Exams - ভারতীয় সংবিধান প্রশ্ন ও উত্তর PDF

Indian Polity & Constitution Question and Answer PDF in Bengali for Competitive Exams - ভারতীয় সংবিধান প্রশ্ন ও উত্তর PDF
Indian Polity & Constitution Question and Answer PDF in Bengali for Competitive Exams - ভারতীয় সংবিধান প্রশ্ন ও উত্তর PDF

হ্যালো স্টুডেন্টস্,
                      আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, Indian Polity & Constitution Question and Answer PDF in Bengali; যেটির মধ্যে তোমরা গুরুত্বপূর্ণ ১০২টি প্রশ্ন ও উত্তর পাবে।

               আর তোমরা জানোই যে, প্রায় সমস্ত রকম প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষায় Indian Polity & Constitution থেকে প্রশ্ন এসেই থাকে, তাই আমরা আশা করবো এই পিডিএফটি তোমাদের খুব কাজে দেবে।

কিছু নমুনা প্রশ্নোত্তর ঃ

১. কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে হাইকোর্টের বিচারপতিদের অবসর ৬০ থেকে ৬২ বছর করা হয় ?
উত্তরঃ ১৮ তম (১৯৬৬) 

২. পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় –
উত্তরঃ ভারতীয় সংবিধানের ২৪৩ নং ধারায় 

৩. ভারত-বাংলাদেশ সিমান্ত চুক্তি হয় কত সালে ?
উত্তরঃ ১৯৭৫ সালে 

৪. ‘পার্ল অফ দ্য অ্যান্টিলিস’ নামে পরিচিত –
উত্তরঃ কিউবা 

৫. রাষ্ট্রপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৪৫ সালে 

৬. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূতের নাম কি ?
উত্তরঃ বিজয়লক্ষ্মী পণ্ডিত 

৭. ‘কপি রাইট আইন’ প্রথম চালু হয় কোন দেশে ?
উত্তরঃ ব্রিটেনে 

৮. প্রথম কোন ভারতীয় রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার সভাপতি হিসেবে নির্বাচিত হন ?
উত্তরঃ ডি. কে. কৃষ্ণমেনন 

৯. ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা কোথায় হয় ?
উত্তরঃ কানপুরে 

১০. জাতীয় কংগ্রেসের ‘Pro-Change’ দলের নেতৃত্ব কে দেন ?
উত্তরঃ চিত্তরঞ্জন দাস

          সুতরাং সময় নষ্ট না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে Indian Polity & Constitution Question and Answer PDF -টি ডাউনলোড করে নাও।


File Details -
PDF Name : 102 Indian Polity & Constitution Question and Answer
Language : Bengali
Size : 4 mb
No. of Pages : 5
Download Link : Click Here To Download


4 comments:

  1. কিছু ভূল আছে ।
    রাজ্য সভায় আসন সংখ্যা ২৪৫ ।
    আপনারা লিখেছেন ২৫০ ।

    ReplyDelete
  2. Very helpfull educational website
    Thank you sir

    ReplyDelete