Breaking



Friday 28 June 2019

100+ Indian Geography Questions and Answers in Bengali PDF - ভারতের ভূগোল প্রশ্ন ও উত্তর PDF for Competitive Exams

100+ Indian Geography Questions and Answers in Bengali PDF - ভারতের ভূগোল প্রশ্ন ও উত্তর PDF for Competitive Exams

100+ Indian Geography Questions and Answers in Bengali PDF - ভারতের ভূগোল প্রশ্ন ও উত্তর PDF for Competitive Exams
100+ Indian Geography Questions and Answers in Bengali PDF - ভারতের ভূগোল প্রশ্ন ও উত্তর PDF for Competitive Exams

হ্যালো স্টুডেন্টস্,
                    আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, Indian Geography Questions and Answers in Bengali PDF - ভারতের ভূগোল প্রশ্ন ও উত্তর PDF; যেটির মধ্যে তোমরা মোট ১১১টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পাবে।

                   তোমরা জানোই যে, বিভিন্ন চাকরির পরীক্ষায় ভূগোল বিষয় থেকে প্রশ্ন এসেই থাকে, সুতরাং আমরা আশা করবো এই 100+ Indian Geography Questions and Answers in Bengali PDF -টি ওই সকল চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের ভীষণভাবে সাহায্য করবে।

 কিছু নমুনা প্রশ্ন ঃ

▣  ভারতে সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে ?
উত্তরঃ গুজরাটে

▣  ম্যাঙ্গানিজ রপ্তানিতে ভারত বিশ্বের কোন স্থান অধিকার করেছে ?
উত্তরঃ সপ্তম

▣  গম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য ?
উত্তরঃ উত্তরপ্রদেশ

▣  চা উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য ?
উত্তরঃ অসম

▣   চা উৎপাদন ও রপ্তানিতে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে ?
উত্তরঃ প্রথম

▣  ভারতের বিশাল সমভূমি অঞ্চলে দেখা যায় ?
উত্তরঃ পাললিক মৃত্তিকা

▣   ভারতের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন ?
উত্তরঃ অরুণাচল প্রদেশে

▣  ভারতের দীর্ঘতম খালের নাম কি ?
উত্তরঃ ইন্দিরা গান্ধী ক্যানেল

▣  ভারতের কোন রাজ্যে কোকোর চাষ হয় ?
উত্তরঃ কর্ণাটক ও কেরালায়

▣  ভারতের কালো কার্পাস মৃত্তিকা কোন বিভাগের অন্তর্ভুক্ত ?
উত্তরঃ চারনোজেম

 নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও, ওতে তোমরা সমস্ত প্রশ্নোত্তরগুলি পেয়ে যাবে ঃ


File Details -
PDF Name : 100+ Indian Geography Q & A
Language : Bengali
Size : 4 mb
No. of Pages : 7
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment