Health & Nutrition MCQ Part-3 PDF in Bengali for WBPSC ICDS Supervisor Exam - স্বাস্হ্য ও পুষ্টিবিজ্ঞান MCQ
![]() |
Health & Nutrition MCQ Part-3 PDF in Bengali for WBPSC ICDS Supervisor Exam - স্বাস্হ্য ও পুষ্টিবিজ্ঞান MCQ |
হ্যালো স্টুডেন্টস্,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, Health & Nutrition MCQ PDF in Bengali [Part-3]। এই পিডিএফটির মধ্যে তোমরা 40টি প্রশ্ন পাবে,উত্তরসহ; যেটা তোমাদের WBPSC ICDS Supervisor পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ রকমভাবে সাহায্য করবে। তাই আর সময় নষ্ট না করে নীচের দেওয়া লিঙ্ক থেকে Health & Nutrition MCQ PDF-টি ডাউনলোড করে নাও।
কিছু নমুনা প্রশ্ন ঃ
১. ডিপথেরিয়া রোগের প্রভাব শরীরের কোন অংশে পড়ে :
ক] মস্তিষ্ক
খ] স্নায়ুতন্ত্র
গ] শ্বাসনালী
ঘ] পাকস্থলী
২. ‘গলগণ্ড’ রোগের প্রভাব শরীরের কোন অংশে প্রভাব বিস্তার করে :
ক] চোখ
খ] দাঁত
গ] স্নায়ুতন্ত্র
ঘ] থাইরয়েড গ্রন্থি
৩. ‘মেনেনজাইটিস’ রোগটি শরীরের কোন অংশকে ক্ষতিগ্রস্থ করে :
ক] সুষুম্নাকাণ্ড এবং মস্তিষ্ক
খ] হৃদপিণ্ড
গ] ফুসফুস
ঘ] প্লীহা
৪. ‘নিউমোনিয়া’ শরীরের কোন অংশকে প্রভাবিত করে :
ক] দাঁত
খ] গলা
গ] ফুসফুস
ঘ] চোখ
৫. ‘পায়ারিয়া’ মানব শরীরের কোন অংশের রোগ :
ক] শ্বাসনালী
খ] মাড়ি
গ] যকৃত
ঘ] মজ্জা
৬. নিম্নিলিখিত কোনটি কৃমি ঘটিত রোগ :
ক] হেপাটাইটিস
খ] আমিবায়সিস
গ] অ্যাসক্যারিয়েসিস
ঘ] জিয়ারডিইয়াসিস
৭. নিম্নলিখিত কোন গ্যাসটি লোহিত কণিকায় ভাঙ্গন ঘটায় :
ক] কার্বনমনোক্সাইড
খ] ইথিলিন
গ] ওজোন
ঘ] অ্যামোনিয়া
৮. নিম্নলিখিত কোনটি দন্তক্ষয় রোধে সাহায্য করে :
ক] ক্লোরিন
খ] ফ্লুওরাইড
গ] ফ্লুরিড
ঘ] ব্রমাইড
৯. যে প্রক্রিয়ায় প্রাণীর প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে প্রাণীদেহের সুষ্ঠু বিকাশ ঘটায় তাকে বলে :
ক] চলন
খ] বৃদ্ধি
গ] পুষ্টি
ঘ] কোনটাই নয়
১০. পৌষ্টিকতন্ত্রের কোন অংশ থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক ক্ষরিত হয়না :
ক] পাকস্থলী
খ] মুখগহ্বর
গ] যকৃত
ঘ] অগ্ন্যাশয়
১১. ‘ইন্টারফেরন’ কি ?
ক] নিউরোপ্রোটিন
খ] গ্লাইকোপ্রোটিন
গ] প্লাজমাপ্রোটিন
ঘ] লব্ধ প্রোটিন
১২. নিম্নলিখিত কোনটি ত্বকে উৎপাদিত ভিটামিন :
ক] থাইরক্সিন
খ] গ্লুকানন
গ] অক্সিটোসিন
ঘ] ক্যালসিফেরল
১৩. থাইরক্সিনের প্রধান উপাদান কি ?
ক] লৌহ
খ] পটাশিয়াম
গ] আয়োডিন
ঘ] ক্যালসিয়াম
১৪. মানুষের সুষুম্নাকাণ্ড থেকে উৎপন্ন স্নায়ুর সংখ্যা কত ?
ক] ২৩ জোড়া
খ] ২৫ জোড়া
গ] ৩০ জোড়া
ঘ] ৩১ জোড়া
১৫. কোনটিকে ‘প্রভুগ্রন্থি’ বলা হয় ?
ক] অ্যাডিনাল
খ] থাইরয়েড
গ] পিটুইটারি
ঘ] অগ্ন্যাশয়
১৬. হৃদপিণ্ডের কোথায় স্পন্দন প্রবাহ সৃষ্টি হয় :
ক] হিজের বান্ডিলে
খ] SA নোড –এ
গ] পারকিঞ্জি তন্তুতে
ঘ] AV নোড –এ
১৭. ‘নোথ্রেগোল্ড’ পদার্থ কি?
ক] গ্লুকোজ
খ] জল
গ] ইউরিয়া
ঘ] সালফেট
১৮. ‘পিনিয়াল বডি’ কোথায় পাওয়া যায় :
ক] বৃক্কে
খ] অগ্ন্যাশয়ে
গ] মস্তিষ্কে
ঘ] হৃদপিণ্ডে
১৯. নিম্নলিখিত কোনটি বিপাকীয় কার্য নয় :
ক] জনন
খ] রেচন
গ] শ্বসন
ঘ] ক্ষরণ
২০. সেবেসিয়াস গ্রন্থি থেকে ক্ষরিত তৈলাক্ত পদার্থকে কি বলে?
ক] থাইমোসিন
খ] ইনসুলিন
গ] অ্যাড্রইনালিন
ঘ] সেরাম
File Details -
PDF Name : Health and Nutrition MCQ [Part:3]Language : Bengali
Size : 2 mb
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment