Breaking



Tuesday 11 June 2019

500 History Questions Answers in Bengali PDF for Competitive Exams

500 History Questions Answers in Bengali PDF - ইতিহাস প্রশ্ন ও উত্তর for Competitive Exams

500 History Questions Answers in Bengali PDF for Competitive Exams
500 History Questions Answers in Bengali PDF for Competitive Exams

হ্যালো স্টুডেন্টস্,
                    আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, History Questions Answers in Bengali PDF; যেটি তোমাদের বিভিন্ন রকম Competitive পরীক্ষায় ভীষণ রকমভাবে সাহায্য করবে। আর তোমরা এই পিডিএফ ফাইলটির মধ্যে পাবে, গুরুত্বপূর্ণ মোট পাঁচশোটি প্রশ্ন ও উত্তর

                   সুতরাং আর সময় নষ্ট না করে নীচের দেওয়া লিঙ্ক থেকে 500 History Questions Answers in Bengali PDF-টি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নাও।

কিছু নমুনা প্রশ্ন ও উত্তর ঃ

১. মার্কিন যুক্তরাষ্ট্রে কোন সালে নারী জাতির অধিকারের জন্য আন্দোলন হয়েছিল ?
উত্তর : ১৮৬১ সালে

২. ‘ফরওয়ার্ড ব্লক’ দল কে গঠন করেন ?
উত্তর : নেতাজি সুভাষ চন্দ্র বসু

৩. জনমত গঠনের অন্যতম উপাদান কি ?
উত্তর : রাজনৈতিক দল

৪. ‘হো-চি-মিন’ অন্য কি নামে খ্যাত ?
উত্তর : চিনের পিতা

৫. স্বাধীনতার পর ছোট ছোট রাজ্যশাসিত অঞ্চলগুলিকে কে একত্রিত করেন ?
উত্তর : সর্দার বল্লভভাই প্যাটেল

৬. মির্জা গালিব তাঁর কবিতা লিখেছিলেন কোন ভাষায় ?
উত্তর : উর্দুতে

৭. বাবর কাবুল অধিকার করেন কত সালে ?
উত্তর : ১৫০৪ সালে

৮. টিপু সুলতানের রাজত্বকালে মহীশুরের রাজধানী কোথায় ছিল ?
উত্তর : শ্রীরঙ্গপত্তনম

৯. ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর : ওয়ারেন হেস্টিংস

১০. তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল ?
উত্তর : ১৫৬৫ সালে

File Details -
PDF Name : 500 History Questions Answers
Language : Bengali
Size : 13 mb
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment