Breaking



Tuesday 4 June 2019

General Science PDF in Bengali for Competitive Exams - সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

General Science PDF in Bengali for Competitive Exams - সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর [পর্ব-4]

General Science PDF in Bengali for Competitive Exams - সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
General Science PDF in Bengali for Competitive Exams - সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর 

হ্যালো বন্ধুরা,
                 আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, General Science PDF in Bengali - সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর; যেটা তোমাদের বিভিন্ন Competitive Exam-এ ভীষণভাবে সাহায্য করবে।

                 তোমরা General Science PDF -টির মধ্যে 100টি প্রশ্ন ও উত্তর পাবে, সুতরাং সময় নষ্ট না করে লিঙ্ক থেকে সরাসরি 100 General Science PDF টি ডাউনলোড করে নাও।

কিছু নমুনা প্রশ্নোত্তর :

▣  ‘জাতীয় বিজ্ঞান দিবস’ কবে পালন করা হয় ?
উত্তর : ২৮ ফেব্রুয়ারী 

 অ্যামিবার রেচন অঙ্গের নাম কি ?
উত্তর : সংকোচনশীল গহ্বর 

 বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কি ?
উত্তর : নেফ্রন 

 বৃক্কের ভেতরের স্তরকে কি বলে ?
উত্তর : মেডালা 

 বিদ্যুৎ পরিমাপের এককের নাম কি ?
উত্তর : কুলম্ব 

 বিদ্যুৎ প্রবাহের এককের নাম কি ?
উত্তর : অ্যাম্পিয়ার 

▣ বাতাসে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি ?
উত্তর : নাইট্রোজেন 

▣ ‘কার্বনেডো’ বা ‘বোর্ট’ কাকে বলে ?
উত্তর : প্রকৃতিতে প্রাপ্ত হীরকের মতো স্ফটিককার উজ্জ্বলতাবিহীন কার্বনকে 

 নাইট্রিক অ্যাসিডের জারণ ধর্ম কিরূপ ?
উত্তর : তীব্র 

 রোধ যে এককের দ্বারা মাপা তার নাম কি ?
উত্তর : ওহম



No comments:

Post a Comment