History Questions Answers in Bengali PDF - ইতিহাস প্রশ্ন ও উত্তর for WBCS, SSC, MTS, Railway Group D, RRB NTPC, PSC, Bank, ICDS, Police and Competitive Exams [Part-4]
![]() |
History Questions Answers in Bengali PDF - ইতিহাস প্রশ্ন ও উত্তর |
হ্যালো স্টুডেন্টস্,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, History Questions Answers in Bengali PDF - ইতিহাস প্রশ্ন ও উত্তর পিডিএফ। যেহেতু বিভিন্ন Competitive Exam -এ History - ইতিহাস থেকে নানান রকম প্রশ্ন এসেই থাকে,তাই আমরা আশা করবো এই History Questions Answers in Bengali PDF টি তোমাদের Competitive Exam -এর প্রস্তুতিতে ভীষণভাবে কাজে দেবে।
তোমরা এই পিডিএফ ফাইলটির মধ্যে মোট 100টি প্রশ্নোত্তর পাবে, সুতরাং সময় নষ্ট না করে, নিচের দেওয়া লিঙ্ক থেকে History Questions Answers in Bengali PDF -টি ডাউনলোড করে নাও।
কিছু নমুনা প্রশ্নোত্তর :
১. টিপু সুলতানের সময় মহীশূরের রাজধানী কোথায় ছিল ?তোমরা এই পিডিএফ ফাইলটির মধ্যে মোট 100টি প্রশ্নোত্তর পাবে, সুতরাং সময় নষ্ট না করে, নিচের দেওয়া লিঙ্ক থেকে History Questions Answers in Bengali PDF -টি ডাউনলোড করে নাও।
কিছু নমুনা প্রশ্নোত্তর :
উত্তর : শ্রীরঙ্গ পত্তমে
২. ‘ইক্তাদারী’ ব্যবস্থার প্রচলন করে করেছিলেন ?
উত্তর : ইলতুৎতমিস
৩. মহম্মদ ঘুরী কোন ভারতীয় রাজাকে প্রথম পরাজিত করেছিলেন ?
উত্তর : পৃথ্বিরাজ চৌহানকে
৪. কোন যুগে গান্ধার শিল্প উন্নতির চরম শিখরে উঠেছিল ?
উত্তর : কুষাণ যুগে
৫. কনিষ্কের রাজধানী কোথায় ছিল ?
উত্তর : পুরুষপুর/পেশোয়ার
৬. ‘আইন-ই-আকবরী’ কার লেখা ?
উত্তর : আবুল ফজল
৭. কোন যুদ্ধ ‘ভারতীয় স্বাধীনতা যুদ্ধ’ নমে খ্যাত ?
উত্তর : সিপাহী বিদ্রোহ
৮. ‘ব্রাহ্মসমাজ’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর : রাজা রামমোহন রায়
৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত বছর ধরে চলেছিল ?
উত্তর : সাত বছর
১০. খিলাফৎ আন্দোলন কবে হয় ?
উত্তর : ১৯১৯ সালে
File Details -
PDF Name : 100 History Questions Answers[Part-4]
Language : Bengali
Size : 3 mb
Download Link : Click Here To Download
আধুনিক ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে PDF দিন।
ReplyDeleteHello
ReplyDelete