Breaking



Sunday 26 May 2019

History Questions Answers in Bengali PDF - ইতিহাস প্রশ্ন ও উত্তর

History Questions Answers in Bengali PDF - ইতিহাস প্রশ্ন ও উত্তর for WBCS, SSC, MTS, Railway Group D, RRB NTPC, PSC, Bank, ICDS, Police and Competitive Exams [Part-4]

History Questions Answers in Bengali PDF - ইতিহাস প্রশ্ন ও উত্তর for WBCS, SSC, MTS, Railway Group D, RRB NTPC, PSC, Bank, ICDS, Police and Competitive Exams
History Questions Answers in Bengali PDF - ইতিহাস প্রশ্ন ও উত্তর 

হ্যালো স্টুডেন্টস্,
                    আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, History Questions Answers in Bengali PDF - ইতিহাস প্রশ্ন ও উত্তর পিডিএফ। যেহেতু বিভিন্ন Competitive Exam -এ History - ইতিহাস থেকে নানান রকম প্রশ্ন এসেই থাকে,তাই আমরা আশা করবো এই History Questions Answers in Bengali PDF টি তোমাদের Competitive Exam -এর প্রস্তুতিতে ভীষণভাবে কাজে দেবে।

 
                   তোমরা এই পিডিএফ ফাইলটির মধ্যে মোট 100টি প্রশ্নোত্তর পাবে, সুতরাং সময় নষ্ট না করে, নিচের দেওয়া লিঙ্ক থেকে History Questions Answers in Bengali PDF -টি ডাউনলোড করে নাও।

কিছু নমুনা প্রশ্নোত্তর :
                   
১. টিপু সুলতানের সময় মহীশূরের রাজধানী কোথায় ছিল ?
উত্তর : শ্রীরঙ্গ পত্তমে 

২. ‘ইক্তাদারী’ ব্যবস্থার প্রচলন করে করেছিলেন ?
উত্তর : ইলতুৎতমিস 

৩. মহম্মদ ঘুরী কোন ভারতীয় রাজাকে প্রথম পরাজিত করেছিলেন ?
উত্তর : পৃথ্বিরাজ চৌহানকে 

৪. কোন যুগে গান্ধার শিল্প উন্নতির চরম শিখরে উঠেছিল ?
উত্তর : কুষাণ যুগে 

৫. কনিষ্কের রাজধানী কোথায় ছিল ?
উত্তর : পুরুষপুর/পেশোয়ার 

৬. ‘আইন-ই-আকবরী’ কার লেখা ?
উত্তর : আবুল ফজল 

৭. কোন যুদ্ধ ‘ভারতীয় স্বাধীনতা যুদ্ধ’ নমে খ্যাত ?
উত্তর : সিপাহী বিদ্রোহ 

৮. ‘ব্রাহ্মসমাজ’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর : রাজা রামমোহন রায় 

৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত বছর ধরে চলেছিল ?
উত্তর : সাত বছর 

১০. খিলাফৎ আন্দোলন কবে হয় ?
উত্তর : ১৯১৯ সালে


File Details -
PDF Name : 100 History Questions Answers[Part-4]
Language : Bengali
Size : 3 mb
Download Link : Click Here To Download


2 comments:

  1. আধুনিক ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে PDF দিন।

    ReplyDelete