7th January 2026 Current Affairs in Bengali
![]() |
| 7th January 2026 Current Affairs in Bengali | ৭ই জানুয়ারি ২০২৬ কারেন্ট অ্যাফেয়ার্স |
1.কোন রাজ্যের তৃতীয় জেলা হিসাবে ঘোষিত হলো কুশাবতী?
কেরালা
গোয়া
মহারাষ্ট্র
কর্ণাটক
2.FIDE World Rapid Chess Championships 2025-এ কীসের মেডেল জিতেছেন ভারতের কোনেরু হাম্পি এবং অর্জুন এরিগাইসি?
সোনা
রূপা
ব্রোঞ্জ
কোনটিই নয়
3.Hurun India Rich List 2025-এ শীর্ষে রয়েছেন কে?
সুন্দর পিচাই
ইন্দ্রা নুই
জয়শ্রী উল্লাল
সত্য নাদেলা
4.বিশ্বের প্রথম হাসপাতাল হিসাবে ITVISMA Gene Therapy পরিচালনা করলো কোথাকার Sheikh Khalifa Medical City?
আবুধাবি
দুবাই
শারজাহ
আজমান
5.'PathGennie' নামে Open-source Drug Discovery Software তৈরি করলো কে?
আমেরিকা
জাপান
ভারত
চীন
6.অস্ট্রেলিয়ান ক্রিকেটার Megan Schutt-কে অতিক্রম করে মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন কে?
রেণুকা সিং ঠাকুর
দীপ্তি শর্মা
পুনম যাদব
স্নেহ রানা
7.Directorate General of Foreign Trade (DGFT)-এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে?
অজয় মেহতা
লব আগরওয়াল
অশ্বিনী বৈষ্ণব
সঞ্জয় কুমার
8.সম্প্রতি কোন কোম্পানির CEO পদ থেকে পদত্যাগ করলেন Warren Buffett?
Alphabet
American Express
Apple
Berkshire Hathaway
9.National Tiger Conservation Authority (NTCA) রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে বাঘের মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি কোন রাজ্যে?
মহারাষ্ট্র
কেরালা
আসাম
মধ্যপ্রদেশ
10.কোন দেশের মহিলা হকি দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন Sjoerd Marijne?
অস্ট্রেলিয়া
ভারত
নেদারল্যান্ডস
ইংল্যান্ড
Also Check::

No comments:
Post a Comment