Breaking







Friday 27 September 2024

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা PDF | কোন নদীর তীরে কোন শহর অবস্থিত

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা PDF | কোন নদীর তীরে কোন শহর অবস্থিত | River Bank Cities in West Bengal

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা PDF | কোন নদীর তীরে কোন শহর অবস্থিত | River Bank Cities in West Bengal
পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা PDF | কোন নদীর তীরে কোন শহর অবস্থিত
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে পশ্চিমবঙ্গের কোন নদীর তীরে কোন শহর অবস্থিত তার তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে মুর্শিদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর

নদী তীরবর্তী শহর
হুগলী কলকাতা
হুগলী হাওড়া
হুগলী ব্যারাকপুর
হুগলী চন্দননগর
হুগলী ত্রিবেণী
মহানন্দা মালদা
মহানন্দা শিলিগুড়ি
মহানন্দা ইটাহার
মহানন্দা ইসলামপুর
মহানন্দা ইংরেজ বাজার
দামোদর দুর্গাপুর
দামোদর আসানসোল
দামোদর রাণীগঞ্জ
অজয় কেন্দুলি
অজয় আসানসোল
অজয় ইলাম বাজার
ভাগীরথী কাটোয়া
ভাগীরথী মুর্শিদাবাদ
ভাগীরথী নবদ্বীপ
কংসাবতী পুরুলিয়া
কংসাবতী মেদিনীপুর
জলঢাকা মাথাভাঙা
জলঢাকা ধূপগুড়ি
ইছামতী বনগাঁ
ইছামতী বসিরহাট
তিস্তা জলপাইগুড়ি
তিস্তা কালিম্পং
কালজানি আলিপুরদুয়ার
দ্বারকেশ্বর বাঁকুড়া
আত্রেয়ী বালুরঘাট
তোর্সা‌ কোচবিহার
জলঙ্গী কৃষ্ণনগর
কোপাই বোলপুর
ময়ূরাক্ষী সিউড়ি
গন্ধেশ্বরী বাঁকুড়া
রূপনারায়ণ কোলাঘাট
চূর্ণী রাণাঘাট

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : River Bank Cities in West Bengal
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


Important Questions ::

■ আলিপুরদুয়ার শহর কোন নদীর তীরে অবস্থিত?
Ans: কালজানি নদীর তীরে।

■ জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?
Ans: তিস্তা নদীর তীরে।

■ কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত?
Ans: তোর্সা নদীর তীরে।

■ শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?
Ans: মহানন্দা নদীর তীরে।

■ কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
Ans: হুগলী।

■ হাওড়া কোন নদীর তীরে অবস্থিত?
Ans: হুগলী।

■ রাণাঘাট কোন নদীর তীরে অবস্থিত?
Ans: চূর্ণী নদীর তীরে।

■ রাণীগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত?
Ans: দামোদর।

■ কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত?
Ans: জলঙ্গী। 

■ বাঁকুড়া শহর কোন নদীর তীরে অবস্থিত?
Ans: দ্বারকেশ্বর।

3 comments:

  1. চূর্ণী নদীর তীরে অবস্থিত রানাঘাট শহর শান্তীপুর নয়

    ReplyDelete