Breaking



Sunday 10 December 2023

SSC GD Constable Practice Set in Bengali PDF

জিডি কনস্টেবল প্র্যাকটিস সেট PDF | SSC GD Constable Practice Set in Bengali PDF

জিডি কনস্টেবল প্র্যাকটিস সেট PDF | SSC GD Constable Practice Set in Bengali PDF
SSC GD Constable Practice Set in Bengali PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে জিডি কনস্টেবল প্র্যাকটিস সেট PDF | SSC GD Constable Practice Set in Bengali PDF টি শেয়ার করলাম। যেটিতে সিলেবাস অনুযায়ী জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং, জেনারেল নলেজ ও জেনারেল অ্যায়ারনেস, গণিত এবং ইংরেজি এই চারটি বিষয় থেকে ১০টি করে মোট ৪০টি প্রশ্ন দেওয়া আছে।

সুতরাং সময় অপচয় না করে নিম্নে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি কুইজ রূপে দেওয়া আছে দেখে নাও এবং অফলাইনে ভালোভাবে প্র্যাকটিসের জন্য পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

SSC GD Constable Practice Set 01

০১. মধ্য হিমালয়ের মধ্য দিয়ে কোন গিরিপথ বিস্তার লাভ করেছে ?
জেমু
মিলাম
পিন্ডার
লোহসে


০২. বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমানগুলি চলাচল করে ?
স্ট্যাটোস্ফিয়ার
ট্রপোস্ফিয়ার
মেসোস্ফিয়ার
আয়নোস্ফিয়ার 


০৩. ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ কটি দেশে অনুষ্ঠিত হবে ?
১টি
২টি
৩টি  
৪টি 


০৪. আন্দ্রে রাসেল কোন দেশের ক্রিকেটর ?
ওয়েস্ট ইন্ডিজ
দক্ষিণ আফ্রিকা
নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়া


০৫. রমেশ বাইস কোন রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হলেন ?
আসাম
মেঘালয়
ঝাড়খণ্ড
মণিপুর 


০৬. কুচিপুড়ি কোন রাজ্যের বিখ্যাত নৃত্য ?
অন্ধ্রপ্রদেশ
উত্তরপ্রদেশ
মধ্যপ্রদেশ
অরুণাচল প্রদেশ


০৭. ওয়াংগালা কোন রাজ্যের বিখ্যাত উৎসব ?
মণিপুর
মেঘালয়
নাগাল্যান্ড 
আসাম 


০৮. শার্লক হোমস চরিত্রটি কার সৃষ্টি ? 
আর্থার কোনান ডয়েল
শেক্সপীয়র
ড. ওয়াটসন
ইয়ান ফ্লেমিং 


০৯. “Forbidden Verses” বইটি কার লেখা ?
সলমন রুশদি 
তসলিমা নাসরিন
আবু নওয়াজ
ডি. এইচ. লরেন্স 


১০. আশিষ কুমার ২০১১ সালে কীসের জন্য অর্জুন পুরস্কার পান ?
ব্যাডমিন্টন
লন টেনিস
ওয়েট লিফটিং
জিমন্যাস্টিকস


১১. এক ব্যক্তি 1000 টাকা করে দুটি ব্যাঙ্কে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য রাখলেন। সুদের পার্থক্য কত টাকা হবে ?
100
150
200
250 


১২. 4000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা ?
10  
20
50
60 


১৩. 60 কিমি/ঘণ্টা বেগে ধাবমান একটি ট্রেন, একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার হলে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার ?
200
300  
400
500


১৪. স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে হাঁটলে, এক ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছায়। তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত ?
30 মিনিট 
42 মিনিট 
45 মিনিট
60 মিনিট 


১৫. 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত ?
10 মিটার/সেকেন্ড
12 মিটার/সেকেন্ড
15 মিটার/সেকেন্ড
20 মিটার/সেকেন্ড


১৬. 28 জন লোক এক সপ্তাহে 7/8 অংশ কাজ করে। কত জন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করবে ?
3
4  
5


১৭. 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে গাঁথতে পারে। 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেওয়াল কত দিনে গাঁথতে পারবে ?
15  
20
25
30 


১৮. একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘণ্টায় পূর্ণ হয়। কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘণ্টা সময় বেশি লাগে। পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে ?
30 ঘণ্টা
45 ঘণ্টা
48 ঘণ্টা
60 ঘণ্টা


১৯. একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘণ্টা সময় লাগে। তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চা পূর্ণ হতে 10 ঘণ্টা সময় লাগে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কত ঘণ্টায় খালি হবে ?
70
80
90
100


২০. এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় 4 মিনিটে এবং প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়। নদীর স্রোতের বেগ ঘণ্টায় কত কিমি ?
4
4.5
5.6
9


২১. THOUGHT এর সংকেত THGUOHT হলে, THROAT এর সংকেত কি হবে ? 
TAORHT  
TAORTH
TAROHL
TAROTH


২২. STUBBORN এর সংকেত VUTAAOSP হলে, SHIPPING এর সংকেত কি হবে ?
TIJOOHPJ
QFOLISLO
TIJNNOJH
JITOOHOJ


২৩. code = 6241, made = 5346, come = 3124 এবং to = 27 হলে dome = ?
2634
5219
6129
6139


২৪. REDUCE = 56 এবং RECYCLE = 71 হলে, REUSE = কত ? 
65
68  
69
70 


২৫. একজন মেয়েকে দেখিয়ে সুজন বলল, “সে হল আমার ঠাকুরমার একমাত্র সন্তানের মেয়ে”। সুজন ওই মেয়েটির কে হন ?
বাবা
স্বামী
পুত্র 
ভাই  


২৬. ফটোতে একজনকে দেখিয়ে স্নেহা বলল, “সে হল আমার মায়ের একমাত্র পুত্রের একমাত্র কন্যা”। ওই মহিলা স্নেহার কে হন ?
কন্যা
বোন
বোনঝি
ভাইঝি


২৭. দীপঙ্করের ভাই পুস্কর। দীপঙ্কর হল সঞ্জয়ের পুত্র। গোবিন্দ হল সঞ্জয়ের বাবা। দীপঙ্কর গোবিন্দর কে হন ? 
ভাই
পুত্র
নাতি
ঠাকুরদা


২৮. A, B, C, D ও E পাঁচজন তোমার দিকে মুখ করে বসে আছে। D, C এর বাঁদিকে আছে এবং B, E এর ডানদিকে আছে। A, C এর ডানদিকে আছে এবং B, D এর বাঁদিকে আছে। E একপ্রান্তে বসে আছে। কে মাঝখানে বসে আছে ?
A
B
C
D


২৯. এক মহিলাকে দেখিয়ে দীপ বলল, “মহিলাটি হল আমার মায়ের ছেলের বাবার বোন”। মহিলাটি দীপের কে হয় ?
দিদি
মাসি
পিসি
পিসতুতো বোন 


৩০. সুস্মিতা, স্নেহাকে বলল “ফটোতে যে ছেলেটিকে দেখছ, সে হচ্ছে আমার বন্ধুর মায়ের দেওরের ছোট ছেলে”। ছেলেটি সুস্মিতার বন্ধুর কে হয় ?
নিজের ভাই
খুড়তুতো ভাই
ভাইপো 
কাকা 


৩১. Did the boys turn ________ for football practice?
Up  
on
back
in


৩২. He did not qualify ________ the job.
For  
to
against
with


৩৩. Which word is correctly spelt ?
Almighty  
allmighty
almity
almigty


৩৪. Choose the correct spelt word.
Conglimmaration
Conglommeration
Conglomeration
Conglomaration


৩৫. Spot the error :
No stronger 
a figure than his
is prescribed in the history  
No error


৩৬. Antonym of Debit ?
Undebit
Disdebit
Credit
Credid


৩৭. [One word substitution] Incapable of error :
Incorrigible
Unbeatable
Infallible
Erronesous


৩৮. Synonym of Staunch.
Loyal
Wise 
Good
Benign


৩৯. Hold ____ your temper. (Phrasal Verb)
in
on
out
off


৪০. The girl has a ____ face.
Pretty
Robust
Rustic
Robust



প্র্যাকটিস সেটটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : SSC GD Constable Practice Set 01
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 05
Download Link : Click Here To Download


2 comments: