Breaking







Thursday, 20 November 2025

20th November 2025 Current Affairs in Bengali | ২০শে নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

20th November 2025 Current Affairs in Bengali | ২০শে নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

20th November 2025 Current Affairs in Bengali | ২০শে নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
20th November 2025 Current Affairs in Bengali | ২০শে নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 20th November 2025

1.বিশ্ব শিশু দিবস পালন করা হয় ২০শে নভেম্বর; এবছরের থিম হলো- "My day, my rights"
2.হরিয়ানা রাজ্য মহিলা কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ক্রিকেটার শেফালি ভার্মা
3.বিশ্ব স্বাস্থ্য সংস্থার Global TB Report 2025 অনুযায়ী, ২০২৪ সালে সবথেকে বেশি যক্ষ্মা রোগীর সংখ্যা দেখা গেল ভারতে
4."Ek Batey Bara" শিরোনামে গল্প সংগ্রহের জন্য Hindi Children's Literature Award 2025 পেলেন সুশীল শুক্লা
5.অ্যান্টি-ডোপিং নিয়ম লঙ্ঘনের কারণে ৫ বছরের জন্য সাসপেন্ড হলেন ভারতীয় হাতুড়ি নিক্ষেপকারী মঞ্জু বালা
6.লাদাখে Mudh-Nyoma Airbase-এর উদ্বোধন করলেন এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং
7.22nd All India TDS Conference অনুষ্ঠিত হবে ভোপাল
8.Hornbill Festival 2025-এর জন্য কান্ট্রি পার্টনার হিসেবে মনোনীত হলো যুক্তরাজ্য (UK)
9.2026 FIH Hockey World Cup যৌথভাবে আয়োজন করবে বেলজিয়াম এবং নেদারল্যান্ড
10.গুজরাটে 'Brahmashira' মহড়া পরিচালনা করলো ভারতীয় সেনাবাহিনী 

No comments:

Post a Comment