19th November 2025 Current Affairs in Bengali | ১৯শে নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 19th November 2025
1.বিশ্ব টয়লেট দিবস পালন করা হয় ১৯শে নভেম্বর; এবছরের থিম হলো- "We’ll Always Need the Toilet"
2.কর্ণাটকে ভারতের বৃহত্তম Green Hydrogen Plant চালু করলো JSW Energy
3.ভারতের প্রথম Quantum Diamond Microscopy উন্মোচন করলো IIT Bombay
4.হ্যানয়ে ষষ্ঠতম 'VINBAX 2025' যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত-ভিয়েতনামের মধ্যে
5.গুয়াহাটিতে ভারতের প্রথম Modern River Ferry Terminal-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন
6.রাজ্যের প্রতিটি জেলায় বৃদ্ধাশ্রম স্থাপনের পরিকল্পনা করছে নাগাল্যান্ড সরকার
7.সম্প্রতি China Southern Airlines-এর সাথে Codeshare Pact স্বাক্ষর করলো Indigo
8.২০২৯ মহাকাশ অভিযানের জন্য ৪ বছরের US Astronaut Training Program-এর জন্য সিলেক্ট হলো অন্ধ্রপ্রদেশের ১৭ বছর বয়সী Kyvalya Reddy Kunchala
9.২০২৫-২৯ সালের জন্য UNESCO Man and the Biosphere (MAB) Council-এ যোগদান করলো ওমান
10.রাজ্যব্যাপী সংশোধিত Bharat Net Scheme বাস্তবায়নকারী প্রথম রাজ্য হলো পাঞ্জাব

No comments:
Post a Comment