Breaking







Saturday, 5 July 2025

5th July 2025 Current Affairs in Bengali | ৫ই জুলাই ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

5th July 2025 Current Affairs in Bengali | ৫ই জুলাই ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

5th July 2025 Current Affairs in Bengali | ৫ই জুলাই ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
5th July 2025 Current Affairs in Bengali | ৫ই জুলাই ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 5th July 2025

 1.থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত 24th Annual International Mental Health Conference (AIMHC) -এ Mental Health Award 2025 -এ সম্মানিত হলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোট ৬টি আঞ্চলিক কার্যালয় রয়েছে; আফ্রিকা, আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ, পূর্ব ভূমধ্যসাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগর। 

এই ৬টি আঞ্চলিক কার্যালয়ের একটি, দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্বে আছেন সায়মা ওয়াজেদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের সদর দপ্তর নিউ দিল্লীতে অবস্থিত।

 সায়মা ওয়াজেদ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা।

2.National Institute of Public Cooperation and Child Development -এর নাম পরিবর্তন করে রাখা হলো Savitribai Phule National Institute of Women and Child Development 

সাবিত্রীবাঈ ফুলে ছিলেন একজন সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদ, যিনি নারী শিক্ষার প্রসার এবং সামাজিক ন্যায়বিচারের জন্য কাজ করেছিলেন। তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ, সাবিত্রীবাঈ ফুলেকে 'ভারতীয় নারীবাদের জননী' হিসেবে অভিহিত করা হয়।

3.২০২৪ সালে প্রাণীজগতে ৬৮৩টি নতুন প্রজাতি যুক্ত করলো ভারত

২০২৪ রিপোর্ট অনুযায়ী, ভারতে মোট ৬৮৩টি নতুন প্রাণীর সন্ধান পাওয়া গেছে; যার মধ্যে ৪৫৯টি সম্পূর্ণ নতুন প্রজাতি এবং ২২৪টি প্রজাতি ভারতে প্রথমবার রেকর্ড করা হয়েছে। 

এই আবিষ্কারগুলির মধ্যে সর্বাধিক সংখ্যক রেকর্ড করা হয়েছে কেরালা থেকে, তারপরে কর্ণাটক, অরুণাচল প্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ। 

পশ্চিমবঙ্গ থেকে মোট ৫৬টি নতুন আবিষ্কার রেকর্ড করা হয়েছে; যার মধ্যে ২৫টি সম্পূর্ণ নতুন প্রজাতি এবং ৩১টি নতুন রেকর্ড।

4.শহুরে দরিদ্র মহিলাদের ক্ষমতায়নের জন্য ‘Digi-Lakshmi’ প্রকল্প চালু করলো অন্ধ্রপ্রদেশ সরকার

রাজ্যের সমস্ত নগরগুলিতে ৯০৩৪টি কমন সার্ভিস সেন্টার স্থাপন করে শহুরে দরিদ্র মহিলাদের ডিজিটালভাবে ক্ষমতায়নের জন্য এই প্রকল্প

5.ভারতের প্রথম QR-Based Digital House Address System চালু করলো ইন্দোর

6.জম্মু ও কাশ্মীরে ১০০ কোটি টাকার Integrated Aqua Park তৈরির পরিকল্পনা করছে কেন্দ্র

7.প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নামে বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নামকরণ করা হবে

মনমোহন সিং একজন ভারতীয় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও আমলা। তিনি ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ভারতের ত্রয়োদশ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী ও নরেন্দ্র মোদীর পর তিনি চতুর্থ দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী ছিলেন।

8.বিশ্বের বৃহত্তম Fixed Wireless Access সার্ভিস প্রদানকারী হয়ে উঠলো Jio

বিশ্বব্যাপী গ্রাহকদের সংখ্যার নিরিখে বিশ্বের বৃহত্তম Fixed Wireless Access সার্ভিস প্রদানকারী হয়ে উঠলো ভারতীয় টেলিকম কোম্পানি Reliance Jio, মার্কিন টেলিকম কোম্পানি T-Mobile কে অতিক্রম করে।

9.২০২৫ সালের জুন মাসে ভারতের রাজ্যভিত্তিক জিএসটি সংগ্রহে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র 

২০২৫ সালের জুন মাসে মহারাষ্ট্রের জিএসটি সংগ্রহের পরিমাণ ৩০,৫৫৩ কোটি টাকা

10.সম্প্রতি ঘানার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 'Officer of the Order of the Star' সম্মানে সম্মানিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 


No comments:

Post a Comment