Breaking







Friday, 4 July 2025

RRB ALP 2025 সিলেবাস PDF | RRB ALP 2025 Exam Pattern & Syllabus in Bengali PDF

RRB ALP 2025 পরীক্ষার সিলেবাস PDF | Latest RRB ALP 2025 Exam Pattern & Syllabus in Bengali PDF

RRB ALP 2025 সিলেবাস PDF | RRB ALP 2025 Exam Pattern & Syllabus in Bengali PDF
RRB ALP 2025 সিলেবাস PDF | RRB ALP 2025 Exam Pattern & Syllabus in Bengali PDF
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে RRB ALP 2025 পরীক্ষার সিলেবাস PDF টি শেয়ার করলাম। যেটিতে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) এর নিয়োগ প্রক্রিয়া, পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাস সুন্দরভাবে আলোচনা করা আছে। সুতরাং বিষয়গুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

RRB ALP নিয়োগ প্রক্রিয়া

RRB ALP এর নিয়োগ প্রক্রিয়াগুলি হল-
  • First Stage CBT (CBT-1)
  • Second Stage CBT (CBT-2)
  • Computer Based Aptitude Test (CBAT)
  • ডকুমেন্টস ভেরিফিকেশন
  • মেডিক্যাল এক্সামিনেশন

First Stage CBT (CBT-1)

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর
গণিত ২০ ২০
জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ২৫ ২৫
জেনারেল সাইন্স ২০ ২০
জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ১০ ১০
মোট ৭৫ ৭৫

মোট ৭৫টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর এবং সময় দেওয়া হবে ৬০ মিনিট। এই পেপারটির ন্যূনতম কোয়ালিফাইং নম্বর- UR & EWS প্রার্থীদের ক্ষেত্রে ৪০%, OBC (NCL) & SC প্রার্থীদের ক্ষেত্রে ৩০% এবং ST প্রার্থীদের ক্ষেত্রে ২৫%। এই পেপারটিতে নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর কাটা হবে।

Second Stage CBT (CBT-2)

পার্ট বিষয় প্রশ্ন সংখ্যা
Part-A গণিত
জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং
বেসিক সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
১০০
Part-B ট্রেড টেস্ট ৭৫
মোট ১৭৫

এই পেপারটি দুটি পার্টে বিভক্ত Part-A & Part-B।  Part-A পেপারটির ন্যূনতম কোয়ালিফাইং নম্বর- UR & EWS প্রার্থীদের ক্ষেত্রে ৪০%, OBC (NCL) & SC প্রার্থীদের ক্ষেত্রে ৩০% এবং ST প্রার্থীদের ক্ষেত্রে ২৫%। Part-B পেপারটিতে যে ট্রেডে আপনি ITI বা ডিগ্রী করেছেন, সেখান থেকে প্রশ্ন দেওয়া হবে। এই পেপারটির কোয়ালিফাইং নম্বর- ৩৫%। পেপার দুটিতেই নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর কাটা হবে।

RRB ALP পরীক্ষার সিলেবাস

গণিত সিলেবাস- 
  • সংখ্যা পদ্ধতি
  • BODMAS
  • দশমিক
  • ভগ্নাংশ
  • গসাগু ও লসাগু
  • অনুপাত এবং অনুপাত
  • শতকরা, পরিমাপ
  • সময় ও কার্য
  • সময় ও দূরত্ব
  • সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ
  • লাভ ও ক্ষতি
  • বীজগণিত
  • জ্যামিতি ও ত্রিকোণমিতি
  • প্রাথমিক পরিসংখ্যান
  • বর্গমূল
  • বয়স গণনা
  • ক্যালেন্ডার ও ঘড়ি
  • নল ও চৌবাচ্চা ইত্যাদি।

জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং সিলেবাস- 
  • উপমা যুক্তি
  • বর্ণানুক্রমিক ও সংখ্যা সিরিজ
  • কোডিং ও ডিকোডিং
  • গাণিতিক ক্রিয়াকলাপ
  • সম্পর্ক
  • সিলোজিজম
  • জুম্বলিং
  • ভেন ডায়াগ্রাম
  • ডেটা ব্যাখ্যা ও পর্যাপ্ততা
  • উপসংহার ও সিদ্ধান্ত গ্রহণ
  • সাদৃশ্য ও পার্থক্য
  • বিশ্লেষণাত্মক যুক্তি
  • শ্রেণিবিন্যাস
  • দিকনির্দেশ
  • বিবৃতি-যুক্তি ও অনুমান ইত্যাদি। 

জেনারেল সাইন্স সিলেবাস- 
  • পদার্থবিদ্যা, রসায়ন এবং জীবন বিজ্ঞান (টেন স্ট্যান্ডার্ড)।

জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সিলেবাস- 
  • কারেন্ট অ্যাফেয়ার্স
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • ব্যক্তিত্ব
  • অর্থনীতি
  • রাজনীতি 
  • অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়।

বেসিক সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিলেবাস- 
  • ইঞ্জিনিয়ারিং অঙ্কন (অনুমান, দৃশ্য, অঙ্কন যন্ত্র, লাইন, জ্যামিতিক চিত্র, প্রতীকী প্রতিনিধিত্ব)
  • ইউনিট
  • পরিমাপ
  • ভর ওজন এবং ঘনত্ব
  • কাজের শক্তি ও শক্তি
  • গতি এবং বেগ
  • তাপ ও তাপমাত্রা
  • বেসিক ইলেকট্রিসিটি
  • লিভার ও সিম্পল মেশিনস
  • অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ
  • এনভায়রনমেন্ট এডুকেশন
  • আইটি লিটারেসি ইত্যাদি।

Syllabus of Various Trades- 
Please check the website (https://dgt.gov.in.) of Directorate General of Training (GOI) for syllabi of different technical trades.

পিডিএফটির ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : RRB ALP 2025 Exam Pattern & Syllabus
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment