RRB ALP 2025 পরীক্ষার সিলেবাস PDF | Latest RRB ALP 2025 Exam Pattern & Syllabus in Bengali PDF
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে RRB ALP 2025 পরীক্ষার সিলেবাস PDF টি শেয়ার করলাম। যেটিতে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) এর নিয়োগ প্রক্রিয়া, পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাস সুন্দরভাবে আলোচনা করা আছে। সুতরাং বিষয়গুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
RRB ALP নিয়োগ প্রক্রিয়া
RRB ALP এর নিয়োগ প্রক্রিয়াগুলি হল-
- First Stage CBT (CBT-1)
- Second Stage CBT (CBT-2)
- Computer Based Aptitude Test (CBAT)
- ডকুমেন্টস ভেরিফিকেশন
- মেডিক্যাল এক্সামিনেশন
First Stage CBT (CBT-1)
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
---|---|---|
গণিত | ২০ | ২০ |
জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং | ২৫ | ২৫ |
জেনারেল সাইন্স | ২০ | ২০ |
জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স | ১০ | ১০ |
মোট | ৭৫ | ৭৫ |
মোট ৭৫টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর এবং সময় দেওয়া হবে ৬০ মিনিট। এই পেপারটির ন্যূনতম কোয়ালিফাইং নম্বর- UR & EWS প্রার্থীদের ক্ষেত্রে ৪০%, OBC (NCL) & SC প্রার্থীদের ক্ষেত্রে ৩০% এবং ST প্রার্থীদের ক্ষেত্রে ২৫%। এই পেপারটিতে নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর কাটা হবে।
Second Stage CBT (CBT-2)
পার্ট | বিষয় | প্রশ্ন সংখ্যা |
---|---|---|
Part-A | গণিত জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বেসিক সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং |
১০০ |
Part-B | ট্রেড টেস্ট | ৭৫ |
মোট | ১৭৫ |
এই পেপারটি দুটি পার্টে বিভক্ত Part-A & Part-B। Part-A পেপারটির ন্যূনতম কোয়ালিফাইং নম্বর- UR & EWS প্রার্থীদের ক্ষেত্রে ৪০%, OBC (NCL) & SC প্রার্থীদের ক্ষেত্রে ৩০% এবং ST প্রার্থীদের ক্ষেত্রে ২৫%। Part-B পেপারটিতে যে ট্রেডে আপনি ITI বা ডিগ্রী করেছেন, সেখান থেকে প্রশ্ন দেওয়া হবে। এই পেপারটির কোয়ালিফাইং নম্বর- ৩৫%। পেপার দুটিতেই নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর কাটা হবে।
RRB ALP পরীক্ষার সিলেবাস
গণিত সিলেবাস-
- সংখ্যা পদ্ধতি
- BODMAS
- দশমিক
- ভগ্নাংশ
- গসাগু ও লসাগু
- অনুপাত এবং অনুপাত
- শতকরা, পরিমাপ
- সময় ও কার্য
- সময় ও দূরত্ব
- সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ
- লাভ ও ক্ষতি
- বীজগণিত
- জ্যামিতি ও ত্রিকোণমিতি
- প্রাথমিক পরিসংখ্যান
- বর্গমূল
- বয়স গণনা
- ক্যালেন্ডার ও ঘড়ি
- নল ও চৌবাচ্চা ইত্যাদি।
জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং সিলেবাস-
- উপমা যুক্তি
- বর্ণানুক্রমিক ও সংখ্যা সিরিজ
- কোডিং ও ডিকোডিং
- গাণিতিক ক্রিয়াকলাপ
- সম্পর্ক
- সিলোজিজম
- জুম্বলিং
- ভেন ডায়াগ্রাম
- ডেটা ব্যাখ্যা ও পর্যাপ্ততা
- উপসংহার ও সিদ্ধান্ত গ্রহণ
- সাদৃশ্য ও পার্থক্য
- বিশ্লেষণাত্মক যুক্তি
- শ্রেণিবিন্যাস
- দিকনির্দেশ
- বিবৃতি-যুক্তি ও অনুমান ইত্যাদি।
জেনারেল সাইন্স সিলেবাস-
- পদার্থবিদ্যা, রসায়ন এবং জীবন বিজ্ঞান (টেন স্ট্যান্ডার্ড)।
জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সিলেবাস-
- কারেন্ট অ্যাফেয়ার্স
- বিজ্ঞান ও প্রযুক্তি
- খেলাধুলা
- সংস্কৃতি
- ব্যক্তিত্ব
- অর্থনীতি
- রাজনীতি
- অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়।
বেসিক সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিলেবাস-
- ইঞ্জিনিয়ারিং অঙ্কন (অনুমান, দৃশ্য, অঙ্কন যন্ত্র, লাইন, জ্যামিতিক চিত্র, প্রতীকী প্রতিনিধিত্ব)
- ইউনিট
- পরিমাপ
- ভর ওজন এবং ঘনত্ব
- কাজের শক্তি ও শক্তি
- গতি এবং বেগ
- তাপ ও তাপমাত্রা
- বেসিক ইলেকট্রিসিটি
- লিভার ও সিম্পল মেশিনস
- অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ
- এনভায়রনমেন্ট এডুকেশন
- আইটি লিটারেসি ইত্যাদি।
Syllabus of Various Trades-
Please check the website (https://dgt.gov.in.) of Directorate General of Training (GOI) for syllabi of different technical trades.
পিডিএফটির ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : RRB ALP 2025 Exam Pattern & Syllabus
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 03
Download Link : Click Here To Download
Also Check ::
No comments:
Post a Comment