4th July 2025 Current Affairs in Bengali | ৪ঠা জুলাই ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
4th July 2025 Current Affairs in Bengali | ৪ঠা জুলাই ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 4th July 2025
1.২০২৫ সালের জুলাই মাসের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব গ্রহণ করলো পাকিস্তান
2.মাউন্ট এলব্রাসে আরোহণকারী সর্বকনিষ্ঠ পর্বতারোহী হলেন পাঞ্জাবের ছয় বছর বয়সী তেগবীর সিং
***মাউন্ট এলব্রাস রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা ১৮,৫১০ ফুট (৫,৬৪২ মিটার)। মাউন্ট এলব্রাস একটি সুপ্ত আগ্নেয়গিরি যা প্রায় ২০ লক্ষ বছর আগে আগ্নেয় বিস্ফোরণের ফলে গঠিত হয়েছিল।
3.Global Satellite Deployment 2025 -এ ভারতের স্থান সপ্তম
***৮,৫৩০টি উপগ্রহ নিয়ে আমেরিকা শীর্ষে, ১৩৬টি উপগ্রহ নিয়ে ভারত সপ্তম স্থানে রয়েছে
4.Reserve Bank of India (RBI) -এর নতুন Executive Director হিসেবে নিযুক্ত হলেন কেশবন রামচন্দ্রন
5.WHO কর্তৃক ম্যালেরিয়ামুক্ত সার্টিফিকেশন অর্জনকারী প্রথম আমাজন দেশ হলো সুরিনাম
***আমাজন রেইনফরেস্ট নয়টি দেশ জুড়ে বিস্তৃত। দেশগুলি হলো- ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ইকুয়েডর, বলিভিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা
6.সম্প্রতি ৭৫ বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত হিপনোটিস্ট বি.ভি. পট্টভিরাম
7.বেঙ্গালুরুতে ভারতের প্রথম UPI-Powered Bank Branch খুললো Slice
8.২০২৫ সালে ১২০ মিলিয়ন ডলার সংগ্রহ করে ভারতের পঞ্চম ইউনিকর্ন হয়ে উঠলো Jumbotail
***Jumbotail কোম্পানিটি ২০১৫ সালে আশীষ ঝিনা এবং কার্তিক ভেঙ্কটেশ্বরন যৌথভাবে প্রতিষ্ঠা করেছিলেন। Jumbotail -এর বর্তমান CEO হলেন কার্তিক ভেঙ্কটেশ্বরন।
9.ভারতের প্রথম দেশীয় ফোটোনিক রাডার সফলভাবে তৈরি করলো DRDO
10.US Open -এ BWF World Tour টাইটেল জিতলেন আয়ুশ শেঠি; রানার-আপ হয়েছেন তানভি শর্মা
No comments:
Post a Comment