Breaking







Saturday, 17 May 2025

17th May 2025 Current Affairs in Bengali | ১৭ই মে ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

17th May 2025 Current Affairs in Bengali | ১৭ই মে ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

17th May 2025 Current Affairs in Bengali | ১৭ই মে ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
17th May 2025 Current Affairs in Bengali | ১৭ই মে ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 17th May 2025
 
1.বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালন করা হয় ১৭ই মে; এবছরের থিম হলো- "Gender Equality in Digital Transformation"

2.ভারতের প্রথম Beggar-Free City হিসেবে ঘোষিত হলো ইন্দোর

3.ভারতে ক্যাম্পাস স্থাপনের জন্য UGC অনুমোদন পাওয়া প্রথম মার্কিন বিশ্ববিদ্যালয় হলো Illinois Institute of Technology

4.নিট লাভের নিরিখে তৃতীয় ভারতীয় কোম্পানি হিসাবে Global Top 100 Firms তালিকায় জায়গা পেল SBI

5.Solar Energy Corporation of India (SECI) -এর CMD হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন সন্তোষ কুমার সারঙ্গী

6.Marylebone Cricket Club (MCC) -এর পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন নির্বাচক এবং ক্রিকেটার Ed Smith

7.সম্প্রতি ৮৯ বছর বয়সে মারা গেলেন উরুগুয়ের প্রাক্তন রাষ্ট্রপতি Jose Mujica 

8.গুজরাটের GIFT City -তে Middle East and Africa (MEA) অঞ্চলের প্রথম ব্যাঙ্ক হিসেবে একটি ব্রাঞ্চ খুললো Qatar National Bank (QNB)

9.২০২৫ সাল থেকে প্রতি বছর আয়ুর্বেদ দিবস পালনের জন্য আনুষ্ঠানিকভাবে ২৩শে সেপ্টেম্বর তারিখটিকে নির্দিষ্ট হিসাবে ঘোষণা করলো ভারত সরকার

10.World Bank Land Conference 2025 -এ 'Country Champion' হিসেবে সম্মানিত হলো ভারত


No comments:

Post a Comment