নরমপন্থী ও চরমপন্থী নেতাদের নাম এবং তাদের সম্পর্কে | নরমপন্থী ও চরমপন্থী PDF
![]() |
নরমপন্থী ও চরমপন্থী নেতার নাম |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী নেতাদের নাম এবং তাদের সম্পর্কে আলোচনা করলাম। একজন নরমপন্থী নেতার নাম কি ? দুইজন চরমপন্থী নেতার নাম কি ? ইত্যাদি প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। সুতরাং সময় নষ্ট না করে পোস্টটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
নরমপন্থী নেতাগণ
সুরেন্দ্রনাথ ব্যানার্জী
- ইনি Indian Burke নামে পরিচিত ছিলেন।
- তিনি দ্য বেঙ্গলি নামে একটি সংবাদপত্র প্রকাশ করতেন।
- বঙ্গভঙ্গ হবার থেকে আপত্তি করেছিল।
দাদাভাই নৌরজি
- তিনি ভারতের Grand Old Man নামে পরিচিত ছিলেন।
- তিনি Voice of India প্রকাশ করেন।
- তিনি প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ হাউস অফ কমন এর সদস্য ছিলেন।
গোপালকৃষ্ণ গোখলে
- তিনি গান্ধীজীর রাজনৈতিক গুরু ছিলেন।
- তিনি ১৯০৫ সালে Servants of India Society গঠন করেন।
- তিনি প্রথম বিনামূল্যে প্রাথমিক শিক্ষার পক্ষে সওয়াল করেন।
জি. সুব্রামন্য আইয়ার
- তিনি দক্ষিণ ভারতের Grand Old Man নামে পরিচিত ছিলেন।
- তিনি মাদ্রাজ মহাজন সভা আয়োজন করেন।
এছাড়াও ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তায়েবজি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আনন্দ চার্লু প্রমুখগণ।
নরমপন্থীদের মূল দাবী
- ন্যায় ব্যবস্থাকে শাসন ব্যবস্থা থেকে পৃথক করা।
- Legislative Council এর সংস্কার ও সম্প্রসারণ করা।
- ভারত ও ইংল্যান্ডে একই সময়ে ICS পরীক্ষার আয়োজন করা।
- বাক স্বাধীনতা ও সংগঠন গঠনের স্বাধীনতা।
- ভূমি রাজস্ব হ্রাস এবং কৃষিজীবীদের জমিদারদের অত্যাচার ও অন্যায়ের হাত থেকে রক্ষা করা।
- স্থানীয় গোষ্ঠীদের ক্ষমতা বৃদ্ধি।
নরমপন্থীদের পদ্ধতি
- নরমপন্থীরা ব্রিটিশ শাসনব্যবস্থায় বিশ্বাসী ছিলেন এবং তারা ব্রিটিশদের দ্বারা অনুপ্রাণিত ছিলেন।
- তারা তাদের রাজনৈতিক কর্মসূচী শুধুমাত্র শিক্ষিত শ্রেণির মধ্যেই সীমাবদ্ধ রাখেন।
- তাদের মূল উদ্দেশ্য ছিল ধাপে ধাপে রাজনৈতিক অধিকার ও স্বরাজ লাভ করা।
চরমপন্থী উত্থানের কারণ
- ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট (১৮৯২) এর দ্বারা লেজিসলেটিভ কাউন্সিলের সম্প্রসার ব্যতীত নরমপন্থীরা আর কোন উল্লেখযোগ্য সফলতা পাইনি।
- ১৮৯৬ সালের সারা ভারতব্যাপী দুর্ভিক্ষের সময় ব্রিটিশ সরকার দুর্ভিক্ষ দূরীকরণের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তথাপি নরমপন্থীরা ব্রিটিশ সরকারকে কোন পদক্ষেপ নিতে বাধ্য করতে পারেনি।
- নরমপন্থীদের পদ্ধতি ও বিফলতাও চরমপন্থীদের উত্থানের অন্যতম প্রধান কারণ।
চরমপন্থী নেতাগণ
লালা লাজপৎ রায়
- তাঁকে পাঞ্জাব কেশরী বলা হয়।
- তিনি ১৯১৬ সালে ভারতীয় হোমরুল লীগ গঠন করেন।
বাল গঙ্গাধর তিলক
- তিনি লোকমান্য উপাধি পেয়েছিলেন।
- তাঁকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রকৃত সূত্রধর হিসাবে গণ্য করা হয়।
- তিনি আখরা, লাঠি এবং গোনিধন বিরোধী সমিতি চালু করেন।
- ভ্যালেন্টাইন শিরাল তাঁকে Father of Indian Unrest বলে আখ্যা দেন।
বিপিনচন্দ্র পাল
- তিনি প্রথম জীবনে নরমপন্থী হলেও পরবর্তীকালে চরমপন্থী হন।
- তিনি তার অসাধারণ বক্তৃতা ও লেখনীর মাধ্যমে জাতীয়তাবাদের শিক্ষা প্রদান করেন।
এছাড়াও অরবিন্দ ঘোষ, অশ্বিনীকুমার দত্ত প্রমুখগণ।
চরমপন্থীদের উদ্দেশ্য ও পদ্ধতি
- ব্রিটিশ ন্যায় ব্যবস্থার ওপর কোন বিশ্বাস রাখেন নি।
- তারা রাজনৈতিক অধিকার লড়াই করে পাওয়ায় বিশ্বাসী ছিল।
- তাদের নিজেদের প্রতি দৃঢ় বিশ্বাস ও ভরসা ছিল।
- স্বদেশী দ্রব্যদির প্রচার ও বিদেশী পণ্য বয়কট করার আহ্বান জানান।
- জাতীয় শিক্ষার প্রচার করেন।
চরমপন্থীদের সফলতা
- প্রথম স্বরাজকে জন্মগত অধিকার বলে দাবি করেন।
- জনগণকে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত করে।
- প্রথম সারা ভারতব্যাপী স্বদেশী আন্দোলন শুরু করে।
নরমপন্থী ও চরমপন্থী PDF
File Details:
PDF Name : নরমপন্থী ও চরমপন্থী PDF
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 03
Download Link : Click Here To Download
It is wonderful
ReplyDeletePdf
ReplyDelete